Ajker Patrika

১২ বছর পর রঞ্জিতে কোহলি, দর্শকদের ‘হাঙ্গামা’

ক্রীড়া ডেস্ক    
১২ বছর পর কোহলির রঞ্জিতে ফেরার ম্যাচে ভক্ত-সমর্থকদের উপচে পড়া ভিড়। ছবি: সংগৃহীত
১২ বছর পর কোহলির রঞ্জিতে ফেরার ম্যাচে ভক্ত-সমর্থকদের উপচে পড়া ভিড়। ছবি: সংগৃহীত

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম আজ কানায়-কানায় পূর্ণ। দর্শকদের তিল ধারণের ঠাঁই নেই। যা এক অর্থে অকল্পনীয়। ভক্ত-সমর্থকদের এত ভিড়ের কারণ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে বিরাট কোহলির ফেরা।

রঞ্জি ট্রফির দিল্লি-রেলওয়েজ ম্যাচ আজ শুরু হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে। কোহলির রঞ্জিতে ফেরা নিয়ে ভক্ত-সমর্থকদের উন্মাদনা কতটা, সেটা ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে বোঝা যাবে। ইন্ডিয়া টুডের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় গতকাল রাত ৩টা থেকে জেটলি স্টেডিয়ামের সামনে দর্শকেরা ভিড় করতে থাকেন। ভোরের আলো ফোটার আগেই গেটগুলোর সামনে ২ কিলোমিটারের মতো লম্বা লাইন পড়ে যায়। গেট খুলতেই হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়েছে যে সেখানে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। পুলিশের একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রঞ্জিতে কোহলির ফেরার দিনে ভক্ত-সমর্থকদের এত সমাগম দেখে পুলিশের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। ক্রিকেট সংস্থাটি নিজ উদ্যোগে বেসরকারি নিরাপত্তাকর্মীদেরও নিযুক্ত করেছে। স্টেডিয়ামের বাইরে ভক্ত-সমর্থকেরা কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) নামে অবিরাম স্লোগান দিচ্ছিলেন, তাতে ১৬,১৭ নম্বর গেটের পর ১৮ নম্বর গেটও খুলতে হয়েছে। ডিডিসিএ’র সূত্র ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছে।

কোহলি সর্বশেষ রঞ্জিতে খেলেছেন ২০১২ সালের নভেম্বরে। উত্তর প্রদেশের বিপক্ষে গাজিয়াবাদে তখন ১৪ ও ৪৩ রান করেছিলেন তিনি। সেবারও তিনি দিল্লির হয়ে খেলেছিলেন। ১২ ম্যাচের আগে সেই ম্যাচে উত্তর প্রদেশ জিতেছিল ৬ উইকেটে।

আরও পড়ুন: ১২ বছর ধরে না খেলা টুর্নামেন্টে কি এবার খেলবেন কোহলি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওয়াশিংটনে মোদির সঙ্গে বৈঠক, বাংলাদেশ প্রশ্নে যা বললেন ট্রাম্প

হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত ও বরকত

পাকিস্তান ম্যাচের আগমুহূর্তে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তান-নিউজিল্যান্ডের ‘চ্যাম্পিয়ন’ হওয়ার লড়াই

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে ইউএনও, অফিস করছেন বাসা থেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত