ক্রীড়া ডেস্ক

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম আজ কানায়-কানায় পূর্ণ। দর্শকদের তিল ধারণের ঠাঁই নেই। যা এক অর্থে অকল্পনীয়। ভক্ত-সমর্থকদের এত ভিড়ের কারণ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে বিরাট কোহলির ফেরা।
রঞ্জি ট্রফির দিল্লি-রেলওয়েজ ম্যাচ আজ শুরু হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে। কোহলির রঞ্জিতে ফেরা নিয়ে ভক্ত-সমর্থকদের উন্মাদনা কতটা, সেটা ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে বোঝা যাবে। ইন্ডিয়া টুডের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় গতকাল রাত ৩টা থেকে জেটলি স্টেডিয়ামের সামনে দর্শকেরা ভিড় করতে থাকেন। ভোরের আলো ফোটার আগেই গেটগুলোর সামনে ২ কিলোমিটারের মতো লম্বা লাইন পড়ে যায়। গেট খুলতেই হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়েছে যে সেখানে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। পুলিশের একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রঞ্জিতে কোহলির ফেরার দিনে ভক্ত-সমর্থকদের এত সমাগম দেখে পুলিশের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। ক্রিকেট সংস্থাটি নিজ উদ্যোগে বেসরকারি নিরাপত্তাকর্মীদেরও নিযুক্ত করেছে। স্টেডিয়ামের বাইরে ভক্ত-সমর্থকেরা কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) নামে অবিরাম স্লোগান দিচ্ছিলেন, তাতে ১৬,১৭ নম্বর গেটের পর ১৮ নম্বর গেটও খুলতে হয়েছে। ডিডিসিএ’র সূত্র ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছে।
কোহলি সর্বশেষ রঞ্জিতে খেলেছেন ২০১২ সালের নভেম্বরে। উত্তর প্রদেশের বিপক্ষে গাজিয়াবাদে তখন ১৪ ও ৪৩ রান করেছিলেন তিনি। সেবারও তিনি দিল্লির হয়ে খেলেছিলেন। ১২ ম্যাচের আগে সেই ম্যাচে উত্তর প্রদেশ জিতেছিল ৬ উইকেটে।
আরও পড়ুন: ১২ বছর ধরে না খেলা টুর্নামেন্টে কি এবার খেলবেন কোহলি

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম আজ কানায়-কানায় পূর্ণ। দর্শকদের তিল ধারণের ঠাঁই নেই। যা এক অর্থে অকল্পনীয়। ভক্ত-সমর্থকদের এত ভিড়ের কারণ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে বিরাট কোহলির ফেরা।
রঞ্জি ট্রফির দিল্লি-রেলওয়েজ ম্যাচ আজ শুরু হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে। কোহলির রঞ্জিতে ফেরা নিয়ে ভক্ত-সমর্থকদের উন্মাদনা কতটা, সেটা ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে বোঝা যাবে। ইন্ডিয়া টুডের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় গতকাল রাত ৩টা থেকে জেটলি স্টেডিয়ামের সামনে দর্শকেরা ভিড় করতে থাকেন। ভোরের আলো ফোটার আগেই গেটগুলোর সামনে ২ কিলোমিটারের মতো লম্বা লাইন পড়ে যায়। গেট খুলতেই হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়েছে যে সেখানে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। পুলিশের একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রঞ্জিতে কোহলির ফেরার দিনে ভক্ত-সমর্থকদের এত সমাগম দেখে পুলিশের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। ক্রিকেট সংস্থাটি নিজ উদ্যোগে বেসরকারি নিরাপত্তাকর্মীদেরও নিযুক্ত করেছে। স্টেডিয়ামের বাইরে ভক্ত-সমর্থকেরা কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) নামে অবিরাম স্লোগান দিচ্ছিলেন, তাতে ১৬,১৭ নম্বর গেটের পর ১৮ নম্বর গেটও খুলতে হয়েছে। ডিডিসিএ’র সূত্র ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছে।
কোহলি সর্বশেষ রঞ্জিতে খেলেছেন ২০১২ সালের নভেম্বরে। উত্তর প্রদেশের বিপক্ষে গাজিয়াবাদে তখন ১৪ ও ৪৩ রান করেছিলেন তিনি। সেবারও তিনি দিল্লির হয়ে খেলেছিলেন। ১২ ম্যাচের আগে সেই ম্যাচে উত্তর প্রদেশ জিতেছিল ৬ উইকেটে।
আরও পড়ুন: ১২ বছর ধরে না খেলা টুর্নামেন্টে কি এবার খেলবেন কোহলি

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
১০ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
১১ ঘণ্টা আগে