
পুরোপুরি ফিট না হওয়া লোকেশ রাহুলকে নিয়ে এশিয়া কাপে বেশ সমালোচনায় পড়তে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ খেলতেও পারেননি তিনি। তবে ভারতের বিশ্বকাপ দলে আছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
২০২৩ বিশ্বকাপ সামনে রেখে ভারত আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। স্বাগতিক দলের নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা। রোহিতের সঙ্গে ওপেনার হিসেবে থাকছেন শুভমান গিল। উইকেটরক্ষক ব্যাটার ইষান কিষানকেও ওপেনিংয়ে দেখা যেতে পারে। ৩ নম্বরে খেলবেন বিরাট কোহলি। মিডল অর্ডারে খেলবেন শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলবেন পান্ডিয়া।
বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডারের তালিকায় থাকছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। চায়নাম্যান বোলার কুলদীপ যাদব থাকছেন আরও এক বাঁহাতি স্পিনার হিসেবে। পেস বোলিংয়ের ভরসা হিসেবে আছেন জাসপ্রীত বুমরা। বুমরার সঙ্গে থাকছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুর। পাল্লেকেলেতে এ সপ্তাহের শনিবার হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। পরের দিনই বিশ্বকাপের ১৫ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করেছিল বিসিসিআই। সেই দল থেকে কাউকেই বাদ দেওয়া হয়নি। স্ট্যান্ডবাইসহ এশিয়া কাপের ১৮ জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে তিনজনকে। তাঁরা হচ্ছেন: তিলক ভার্মা, প্রাসিধ কৃষ্ণা ও স্ট্যান্ডবাইয়ে থাকা সঞ্জু স্যামসন।
ভারতের বিশ্বকাপ দল:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ইশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

পুরোপুরি ফিট না হওয়া লোকেশ রাহুলকে নিয়ে এশিয়া কাপে বেশ সমালোচনায় পড়তে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ খেলতেও পারেননি তিনি। তবে ভারতের বিশ্বকাপ দলে আছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
২০২৩ বিশ্বকাপ সামনে রেখে ভারত আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। স্বাগতিক দলের নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা। রোহিতের সঙ্গে ওপেনার হিসেবে থাকছেন শুভমান গিল। উইকেটরক্ষক ব্যাটার ইষান কিষানকেও ওপেনিংয়ে দেখা যেতে পারে। ৩ নম্বরে খেলবেন বিরাট কোহলি। মিডল অর্ডারে খেলবেন শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলবেন পান্ডিয়া।
বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডারের তালিকায় থাকছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। চায়নাম্যান বোলার কুলদীপ যাদব থাকছেন আরও এক বাঁহাতি স্পিনার হিসেবে। পেস বোলিংয়ের ভরসা হিসেবে আছেন জাসপ্রীত বুমরা। বুমরার সঙ্গে থাকছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুর। পাল্লেকেলেতে এ সপ্তাহের শনিবার হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। পরের দিনই বিশ্বকাপের ১৫ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করেছিল বিসিসিআই। সেই দল থেকে কাউকেই বাদ দেওয়া হয়নি। স্ট্যান্ডবাইসহ এশিয়া কাপের ১৮ জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে তিনজনকে। তাঁরা হচ্ছেন: তিলক ভার্মা, প্রাসিধ কৃষ্ণা ও স্ট্যান্ডবাইয়ে থাকা সঞ্জু স্যামসন।
ভারতের বিশ্বকাপ দল:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, ইশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৮ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১২ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১২ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১৩ ঘণ্টা আগে