নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যার মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু হলো নাজমুল হোসেন শান্তর। নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো টস করতে নেমেছেন তিনি।
একাদশে তিন পেসার ও দুই স্পিনার রেখেছে বাংলাদেশ। পেস বোলিং আক্রমণে তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান। তাঁদের সঙ্গে দুই স্পিনার রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।
আজ ‘অভিষেক’ হয়েছে বিপিএলে আলো ছড়ানো জাকের আলী অনিকের। সর্বশেষ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলায় অবশ্য অভিষেক তাঁর আগেই হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএলে ৯৯.৫ গড়, ১৪১. ১৩ স্ট্রাইকরেটে এই উইকেটরক্ষক-ব্যাটারের সংগ্রহ ছিল ১৯৯ রান।
দেড় বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সর্বশেষ ২০২২ সালের ১ সেপ্টেম্বর টি-টোয়েন্টি এশিয়া কাপেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন দুবাইয়ে। এবারের বিপিএলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এই অলরাউন্ডার।
তাওহীদ হৃদয়, লিটন দাস, সৌম্য সরকাররাও আছেন একাদশে। দারুণ ছন্দে রয়েছেন তাঁরাও। বিপিএলের কারণে ক্রিকেটাররা আছেন টি-টোয়েন্টির আবহে। তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এর আগে লঙ্কানদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে, ৭৫ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল।
কুশল মেন্ডিস, চরিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকাদের নিয়ে শক্তিশালী একাদশ শ্রীলঙ্কার। তাদের বিপক্ষে নিজেদের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচও হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন।
শ্রীলঙ্কার একাদশ: আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চরিত আসালাঙ্কা (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, আকিলা ধনাঞ্জয়া, দাসুন শানাকা, মাতিশা পাতিরানা, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যার মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু হলো নাজমুল হোসেন শান্তর। নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো টস করতে নেমেছেন তিনি।
একাদশে তিন পেসার ও দুই স্পিনার রেখেছে বাংলাদেশ। পেস বোলিং আক্রমণে তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান। তাঁদের সঙ্গে দুই স্পিনার রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।
আজ ‘অভিষেক’ হয়েছে বিপিএলে আলো ছড়ানো জাকের আলী অনিকের। সর্বশেষ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলায় অবশ্য অভিষেক তাঁর আগেই হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএলে ৯৯.৫ গড়, ১৪১. ১৩ স্ট্রাইকরেটে এই উইকেটরক্ষক-ব্যাটারের সংগ্রহ ছিল ১৯৯ রান।
দেড় বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সর্বশেষ ২০২২ সালের ১ সেপ্টেম্বর টি-টোয়েন্টি এশিয়া কাপেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন দুবাইয়ে। এবারের বিপিএলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এই অলরাউন্ডার।
তাওহীদ হৃদয়, লিটন দাস, সৌম্য সরকাররাও আছেন একাদশে। দারুণ ছন্দে রয়েছেন তাঁরাও। বিপিএলের কারণে ক্রিকেটাররা আছেন টি-টোয়েন্টির আবহে। তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এর আগে লঙ্কানদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে, ৭৫ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল।
কুশল মেন্ডিস, চরিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকাদের নিয়ে শক্তিশালী একাদশ শ্রীলঙ্কার। তাদের বিপক্ষে নিজেদের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচও হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন।
শ্রীলঙ্কার একাদশ: আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চরিত আসালাঙ্কা (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, আকিলা ধনাঞ্জয়া, দাসুন শানাকা, মাতিশা পাতিরানা, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো।

এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। আজও তাঁর দাবি একটাই। নাজমুল পদত্যাগ না করলে মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে মিরপুরে চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়ে যেত। বেলা ১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিবর্তে চলে গেছেন বনানি শেরাটন হোটেলে। নির্ধারিত সময়ে তাই দুপুরের ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
ছেলেদের সাফে গতকাল লড়াই হলো বেশ। অথচ মেয়েদের সাফে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে দারুণ জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে আজ ৩-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
৩ ঘণ্টা আগে