নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যার মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু হলো নাজমুল হোসেন শান্তর। নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো টস করতে নেমেছেন তিনি।
একাদশে তিন পেসার ও দুই স্পিনার রেখেছে বাংলাদেশ। পেস বোলিং আক্রমণে তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান। তাঁদের সঙ্গে দুই স্পিনার রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।
আজ ‘অভিষেক’ হয়েছে বিপিএলে আলো ছড়ানো জাকের আলী অনিকের। সর্বশেষ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলায় অবশ্য অভিষেক তাঁর আগেই হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএলে ৯৯.৫ গড়, ১৪১. ১৩ স্ট্রাইকরেটে এই উইকেটরক্ষক-ব্যাটারের সংগ্রহ ছিল ১৯৯ রান।
দেড় বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সর্বশেষ ২০২২ সালের ১ সেপ্টেম্বর টি-টোয়েন্টি এশিয়া কাপেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন দুবাইয়ে। এবারের বিপিএলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এই অলরাউন্ডার।
তাওহীদ হৃদয়, লিটন দাস, সৌম্য সরকাররাও আছেন একাদশে। দারুণ ছন্দে রয়েছেন তাঁরাও। বিপিএলের কারণে ক্রিকেটাররা আছেন টি-টোয়েন্টির আবহে। তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এর আগে লঙ্কানদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে, ৭৫ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল।
কুশল মেন্ডিস, চরিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকাদের নিয়ে শক্তিশালী একাদশ শ্রীলঙ্কার। তাদের বিপক্ষে নিজেদের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচও হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন।
শ্রীলঙ্কার একাদশ: আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চরিত আসালাঙ্কা (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, আকিলা ধনাঞ্জয়া, দাসুন শানাকা, মাতিশা পাতিরানা, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যার মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু হলো নাজমুল হোসেন শান্তর। নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো টস করতে নেমেছেন তিনি।
একাদশে তিন পেসার ও দুই স্পিনার রেখেছে বাংলাদেশ। পেস বোলিং আক্রমণে তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান। তাঁদের সঙ্গে দুই স্পিনার রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।
আজ ‘অভিষেক’ হয়েছে বিপিএলে আলো ছড়ানো জাকের আলী অনিকের। সর্বশেষ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলায় অবশ্য অভিষেক তাঁর আগেই হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএলে ৯৯.৫ গড়, ১৪১. ১৩ স্ট্রাইকরেটে এই উইকেটরক্ষক-ব্যাটারের সংগ্রহ ছিল ১৯৯ রান।
দেড় বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সর্বশেষ ২০২২ সালের ১ সেপ্টেম্বর টি-টোয়েন্টি এশিয়া কাপেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন দুবাইয়ে। এবারের বিপিএলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন এই অলরাউন্ডার।
তাওহীদ হৃদয়, লিটন দাস, সৌম্য সরকাররাও আছেন একাদশে। দারুণ ছন্দে রয়েছেন তাঁরাও। বিপিএলের কারণে ক্রিকেটাররা আছেন টি-টোয়েন্টির আবহে। তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এর আগে লঙ্কানদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে, ৭৫ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল।
কুশল মেন্ডিস, চরিত আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকাদের নিয়ে শক্তিশালী একাদশ শ্রীলঙ্কার। তাদের বিপক্ষে নিজেদের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচও হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন।
শ্রীলঙ্কার একাদশ: আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চরিত আসালাঙ্কা (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, আকিলা ধনাঞ্জয়া, দাসুন শানাকা, মাতিশা পাতিরানা, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো।

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৪ ঘণ্টা আগে