রাউন্ড রবিন লিগে টানা তিন জয় নিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে উঠেছিল বিসিবি দক্ষিণাঞ্চল। তবে ফাইনালে বিসিবি উত্তরাঞ্চলের কাছে ৩ রানে হার মেনেছে মেহেদী হাসান মিরাজের দল। দক্ষিণাঞ্চলের জয়রথ থামিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপা উৎসব করেছে মাহমুদউল্লাহ রিয়াদের উত্তরাঞ্চল।
খুব সহজে অবশ্য শিরোপা উৎসব করতে পারেনি উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে ১২১ রানে ৬ উইকেট হারায় দক্ষিণাঞ্চল। তবে সপ্তম উইকেটে লড়াইয় জমিয়ে তোলেন নাসির হোসেন ও নাসুম আহমেদ। ৮৫ রানের এই জুটি ভাঙে দলীয় ২১২ রানে। একপ্রান্তে টিকে ছিলেন নাসির। শেষ ওভারে সমীকরণ নেমে আসে ১০ রানে। তবে সেটা মেলাতে পারেননি দক্ষিণাঞ্চলের ব্যাটাররা। ব্যক্তিগত ৬১ রানে নাসির রানআউট হওয়ার পরই অবশ্য ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়।
এর আগে শুরুটা ভালো হয়নি দক্ষিণাঞ্চলের। দলীয় ১৭ রানে ওপেনার মোহাম্মদ নাঈম আউট হয়ে যান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার ফাইনালে করেন ১১ রান। তবে দ্বিতীয় উইকেটে সেঞ্চুরি জুটি গড়েন এনামুল হক বিজয় ও জাকির হাসান। জাকির ৪২ রানে আউট হলে এই জুটি ভাঙে। ব্যাটারদের আসা যাওয়ার মাঝে ৫৯ রানের ইনিংস খেলেন বিজয়। ৪৮ বলের ইনিংসে ৩ ছক্কার ও ৫টি ছক্কা মারেন এই ওপেনার। মিডলঅর্ডারে ভরসা হতে পারেননি নাঈম ইসলাম-তৌহিদ হৃদয়। দুজনই শূন্য রানে আউট হন। শূন্য রানে ফেরেন মেহেদী হাসান মিরাজ।
আগে ব্যাটিং করা উত্তরাঞ্চলকে লড়াইয়ের পুঁজি এনে দেয় মিডলঅর্ডার। শুরুতে ভালো করতে পারেনি তারাও। ১৮ রানের মধ্যে দুই ওপেনার আউট হয়ে যান। ১১ বলে ১ রান করেন লিটন দাস, তাঁর সঙ্গী শাহাদাত হোসেন দীপু ফেরেন ৪ রানে। ভারত সিরিজের আগে বিসিএলে ব্যাটে সময়টা ভালো যায়নি লিটনের। লড়াইয়ে ফেরানোর ইঙ্গিত দেন সৈকত আলী ও ফজলে মাহমুদ রাব্বি। তৃতীয় উইকেটে ২৭ রানের জুটিতে ২২ রান করে আউট হন সৈকত।
তবে উত্তরাঞ্চলকে মূলত পথ দেখায় চতুর্থ উইকেট জুটি। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন ফজলে। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ৯৬ রানের দারুণ এক ইনিংস খেলে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন উত্তরাঞ্চল অধিনায়ক। আজ অবশ্য ৩৯ রানে নাসির হোসেনের বলে বোল্ড হয়ে যান। মাহমুদউল্লাহর বিদায়ের পর দলীয় ১৬৮ রানে ফিরে যান ফজলেও। ১১৪ বলে ৬৫ রান করেন তিনি। উত্তরাঞ্চলকে ২৫০ ছুঁই ছুঁই স্কোর এনে দেয় আকবর আলী ও শামীম হোসেন পাটোয়ারীর দুটো ইনিংস। ৪১ বলে ৪৪ রান করেন আকবর। ২০ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন শামীম। দলের হয়ে ১০ ওভারে ৪৫ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৬ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে