
বিশ্বকাপে ব্যাটি-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। বিশেষ করে বোলিংয়ের সেই ধার যেন হারিয়েই গেছে। এই বিশ্বকাপে একটি উইকেটের জন্য ১৪৩ বল অপেক্ষা করতে হয়েছে জাসপ্রীত বুমরা-মোহাম্মদ শামিদের। মূল বোলাররা যখন হতাশ করছেন, তখন অনিয়মিত বোলারদের দিকে চেয়ে থাকা ছাড়া উপায় কোথায়? সে জন্যই কিনা আজ আফগানিস্তানের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে আগে অনুশীলনে বোলিং অনুশীলনটা সেরে নিলেন ভারতীয় ওপেনার।
আজ আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে না পারলে ভারতের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত। এখন যেটুকু সম্ভাবনা বেঁচে রয়েছে, সেটাও আর থাকবে না। আফগানদের বিপক্ষে নামার আগে গতকাল মঙ্গলবার ভারতের ঐচ্ছিক অনুশীলন ছিল। অনুশীলন চলাকালীন ব্যাট নয়, নেটে বল করতে দেখা গেছে রোহিত শর্মাকে। এর আগে বিরাট কোহলি শুধু নেটে নন, প্রস্তুতি ম্যাচেও বল করেছেন। এবার বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ রোহিতকে দেখা গেল বোলিং অনুশীলন করতে।
আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সূর্যকুমার যাদবের জায়গায় খেলেছিলেন ঈশান কিষান। কিন্তু এই তরুণ ব্যর্থ হন ওপেনিংয়ে নেমে। আজ পুনরায় একাদশে ঢুকতে পারেন সূর্য। গতকাল নেটে বেশ কিছুক্ষণ ব্যাট হাতে কসরত করতে দেখা গেছে এই ব্যাটারকে। এ ছাড়া কিছু ফিটনেস ট্রেনিংও তিনি করেছেন।
অনুশীলন শেষে প্রধান কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলি এবং পরামর্শক মহেন্দ্র সিং ধোনিকেও বেশ সরব দেখা গেছে। তিনজনকে ম্যাচের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে দেখা গেছে। পরপর দুই ম্যাচে হেরে রীতিমতো চাপে আছে বিরাট কোহলির দল। ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা দাঁড়িয়ে আছে জটিল এক অঙ্কের হিসেবের ওপর। সেই অঙ্কের সমাধান আবার পুরোপুরি ভারতের হাতেও নেই। কারণ নিজেদের বড় ব্যবধানে জয়ের পাশাপাশি বিরাট কোহলিদের এখন বিরস বদনে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের পয়েন্ট নষ্টের দিকেও।

বিশ্বকাপে ব্যাটি-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। বিশেষ করে বোলিংয়ের সেই ধার যেন হারিয়েই গেছে। এই বিশ্বকাপে একটি উইকেটের জন্য ১৪৩ বল অপেক্ষা করতে হয়েছে জাসপ্রীত বুমরা-মোহাম্মদ শামিদের। মূল বোলাররা যখন হতাশ করছেন, তখন অনিয়মিত বোলারদের দিকে চেয়ে থাকা ছাড়া উপায় কোথায়? সে জন্যই কিনা আজ আফগানিস্তানের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে আগে অনুশীলনে বোলিং অনুশীলনটা সেরে নিলেন ভারতীয় ওপেনার।
আজ আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে না পারলে ভারতের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত। এখন যেটুকু সম্ভাবনা বেঁচে রয়েছে, সেটাও আর থাকবে না। আফগানদের বিপক্ষে নামার আগে গতকাল মঙ্গলবার ভারতের ঐচ্ছিক অনুশীলন ছিল। অনুশীলন চলাকালীন ব্যাট নয়, নেটে বল করতে দেখা গেছে রোহিত শর্মাকে। এর আগে বিরাট কোহলি শুধু নেটে নন, প্রস্তুতি ম্যাচেও বল করেছেন। এবার বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ রোহিতকে দেখা গেল বোলিং অনুশীলন করতে।
আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সূর্যকুমার যাদবের জায়গায় খেলেছিলেন ঈশান কিষান। কিন্তু এই তরুণ ব্যর্থ হন ওপেনিংয়ে নেমে। আজ পুনরায় একাদশে ঢুকতে পারেন সূর্য। গতকাল নেটে বেশ কিছুক্ষণ ব্যাট হাতে কসরত করতে দেখা গেছে এই ব্যাটারকে। এ ছাড়া কিছু ফিটনেস ট্রেনিংও তিনি করেছেন।
অনুশীলন শেষে প্রধান কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলি এবং পরামর্শক মহেন্দ্র সিং ধোনিকেও বেশ সরব দেখা গেছে। তিনজনকে ম্যাচের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে দেখা গেছে। পরপর দুই ম্যাচে হেরে রীতিমতো চাপে আছে বিরাট কোহলির দল। ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা দাঁড়িয়ে আছে জটিল এক অঙ্কের হিসেবের ওপর। সেই অঙ্কের সমাধান আবার পুরোপুরি ভারতের হাতেও নেই। কারণ নিজেদের বড় ব্যবধানে জয়ের পাশাপাশি বিরাট কোহলিদের এখন বিরস বদনে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের পয়েন্ট নষ্টের দিকেও।

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
২৭ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
৩৩ মিনিট আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
২ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৩ ঘণ্টা আগে