১৫৬ রানের লক্ষ্য। সেই লক্ষ্য তাড়ায় আয়ারল্যান্ড অলআউট ৯৮ রানে। এই হারে আফগানিস্তানের হাতে সিরিজও তুলে দিল আইরিশরা। ৫৭ রানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল আফগানরা।
শারজায় অলিখিত ফাইনাল হয়ে ওঠা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে গতরাতে পাত্তায় পায়নি আয়ারল্যান্ড। টসে জিতে শুরুতে ধাক্কা খেলেও ইব্রাহিম জাদরানের ৫১ বলে অপরাজিত ৭২ রানের সুবাদে ৭ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন উইকেটরক্ষক মোহাম্মদ ইশাক। ১৯ রান ওপেনার সেদিকুল্লাহ আতালের।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.২ ওভারে থামে আইরিশদের ইনিংস। ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বসা আয়ারল্যান্ডের মাত্র তিনজন—হেরি টেক্টর (১৬), কার্টিস ক্যাম্ফার (২৮) ও গ্যারেথ ডিলানি (২১) দুই অঙ্কের রান ছুঁয়েছেন।
মূলত আইরিশরা হিমশিম খেয়েছে আফগান তোপের সামনে। তাদের ৮ উইকেটই নিয়েছেন পেসাররা। যার মধ্যে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। ২.২ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন নাভিন-উল-হক। ১ উইকেট নিয়েছেন রশিদ খান। চোটের কারণে এর আগে বেশ কিছু টুর্নামেন্ট না খেললেও এই সিরিজে ৮ উইকেট ও ৩৩ রান নিয়ে তিনিই সিরিজ সেরা। আর তৃতীয় টি-টোয়েন্টির ম্যাচসেরা সেরা ইব্রাহিম।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে