
এশিয়া কাপেরটা মিটলেও মিটছে না ওয়ানডে বিশ্বকাপের ঝামেলা। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে এখন কিছু জানে না পাকিস্তান। আইসিসিকে হ্যাঁ কিংবা না কোনোটাই জানাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটিই জানিয়েছেন পিসিবির সভাপতি নাজাম শেঠি।
শুক্রবার পিসিবির কার্যালয়ে সংবাদমাধ্যমকে অনিশ্চয়তার বিষয়টি ব্যাখ্যাও করেছেন শেঠি। বোর্ড সভাপতি বলেছেন, ‘আইসিসিকে বিশ্বকাপের সূচি নিয়ে লিখেছি, আমরা অনুমোদন বা অসম্মতি কোনোটাই দিতে পারছি না। এটি আমাদের সরকার সিদ্ধান্ত নেবে। ভারত যেমন আমাদের এখানে খেলতে আসার জন্য ওদের সরকারের সিদ্ধান্ত নেয়, তাই আহমেদাবাদে খেলব কি না, প্রশ্নটি করে লাভ নেই। যখন সময় আসবে, তখন আমরা সিদ্ধান্ত নেব সেখানে খেলতে যাব কি না। এরপর সরকার সিদ্ধান্ত নেবে আমরা কোথায় খেলতে যাব। এ দুই গুরুত্বপূর্ণ শর্তের ওপরই নির্ভর করছে আমাদের সিদ্ধান্ত।’
কিছুদিন আগে বিশ্বকাপের খসড়া সূচি আইসিসি সব ক্রিকেট বোর্ডকে পাঠিয়ে দেয়। সূচি অনুযায়ী বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। আর ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৫ অক্টোবর, আহমেদাবাদে। শেষ হবে ১৯ নভেম্বর। ১০ দলের ৪৮ ম্যাচ ১২ স্টেডিয়ামে হতে পারে বলে একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই।
বিশ্বকাপের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এমনটি জানিয়েছেন শেঠি। তিনি বলেছেন, ‘সমস্যাটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তবে এখন সিদ্ধান্ত জানাননি। প্রধানমন্ত্রী বলেছেন, পররাষ্ট্র কার্যালয়ের মতামত জানতে হবে। তাই এখন অনুমতি চাওয়াটা একটু অগ্রিম হয়। এ ছাড়া আমরা জানি না ভবিষ্যতে কে ক্ষমতায় থাকবে। তাই এই মুহূর্তে পরিস্থিতির উন্নতি হয়নি। স্থিতিশীল সরকার এলে তখন সময় আসবে অনুমতি চাওয়ার ব্যাপারে (ভারত সফরের)।’

এশিয়া কাপেরটা মিটলেও মিটছে না ওয়ানডে বিশ্বকাপের ঝামেলা। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে এখন কিছু জানে না পাকিস্তান। আইসিসিকে হ্যাঁ কিংবা না কোনোটাই জানাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটিই জানিয়েছেন পিসিবির সভাপতি নাজাম শেঠি।
শুক্রবার পিসিবির কার্যালয়ে সংবাদমাধ্যমকে অনিশ্চয়তার বিষয়টি ব্যাখ্যাও করেছেন শেঠি। বোর্ড সভাপতি বলেছেন, ‘আইসিসিকে বিশ্বকাপের সূচি নিয়ে লিখেছি, আমরা অনুমোদন বা অসম্মতি কোনোটাই দিতে পারছি না। এটি আমাদের সরকার সিদ্ধান্ত নেবে। ভারত যেমন আমাদের এখানে খেলতে আসার জন্য ওদের সরকারের সিদ্ধান্ত নেয়, তাই আহমেদাবাদে খেলব কি না, প্রশ্নটি করে লাভ নেই। যখন সময় আসবে, তখন আমরা সিদ্ধান্ত নেব সেখানে খেলতে যাব কি না। এরপর সরকার সিদ্ধান্ত নেবে আমরা কোথায় খেলতে যাব। এ দুই গুরুত্বপূর্ণ শর্তের ওপরই নির্ভর করছে আমাদের সিদ্ধান্ত।’
কিছুদিন আগে বিশ্বকাপের খসড়া সূচি আইসিসি সব ক্রিকেট বোর্ডকে পাঠিয়ে দেয়। সূচি অনুযায়ী বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। আর ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৫ অক্টোবর, আহমেদাবাদে। শেষ হবে ১৯ নভেম্বর। ১০ দলের ৪৮ ম্যাচ ১২ স্টেডিয়ামে হতে পারে বলে একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই।
বিশ্বকাপের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এমনটি জানিয়েছেন শেঠি। তিনি বলেছেন, ‘সমস্যাটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তবে এখন সিদ্ধান্ত জানাননি। প্রধানমন্ত্রী বলেছেন, পররাষ্ট্র কার্যালয়ের মতামত জানতে হবে। তাই এখন অনুমতি চাওয়াটা একটু অগ্রিম হয়। এ ছাড়া আমরা জানি না ভবিষ্যতে কে ক্ষমতায় থাকবে। তাই এই মুহূর্তে পরিস্থিতির উন্নতি হয়নি। স্থিতিশীল সরকার এলে তখন সময় আসবে অনুমতি চাওয়ার ব্যাপারে (ভারত সফরের)।’

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৮ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে