
উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে আধুনিক ক্রিকেটের সংজ্ঞা পরিবর্তন করে দেওয়াদের একজন অ্যাডাম গিলক্রিস্ট। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি গ্লাভস হাতে ক্ষিপ্রতা দেখিয়ে নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে গেছেন তিনি।
গিলক্রিস্টের সঙ্গে এখন প্রায় তুলনা হয় ঋষভ পন্তের। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারের আক্রমণাত্মক মেজাজ বেশ পছন্দ করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। পন্ত ক্যারিয়ারে হোঁচট খেলে যেন তাঁর প্রতি দ্রুত কঠোর সিদ্ধান্ত না নেয় সে জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে অনুরোধ করেছেন গিলক্রিস্ট।
সম্প্রতি কয়েক বছর ধরে সব সংস্করণে পন্ত দারুণ ছন্দে আছেন। বিশেষ করে টেস্টে ক্রিকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে দারুণ কয়েকটি ইনিংস খেলে নজর কাড়েন। ভারতীয়দের মধ্যে তিনিই একমাত্র উইকেটরক্ষক যার টেস্টে সেঞ্চুরি আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে। বিশ্ব ক্রিকেটে ইতিমধ্যে ‘গেম-চেঞ্জার’ তকমাও পেয়ে গেছেন এই তরুণ। তাঁর প্রশংসায় গিলক্রিস্ট বলেন, ‘রোমাঞ্চকর ব্যাটারদের মধ্যে পন্ত অন্যতম। যখন সে খেলে তখন মনে হয়, মাঠে আলো জ্বলে ও বৈদ্যুতিক আবহের সৃষ্টি হয়। এটি সত্যি অবিশ্বাস্য।’
আক্রমণাত্মক ব্যাটিংয়ে বোলারদের যেমন দ্রুত চাপে রাখা যায় তেমনি খেলার ছন্দ পতনও ঘটে। এর সুবিধা-অসুবিধা সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে গিলক্রিস্টের। সে জন্যই পন্তের ভাবলেশহীন ব্যাটিং নিয়েও কথা বলেছেন তিনবারের ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন। পন্তের বাজে সময়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন ভারতীয় ব্যাটার ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তিনি বলেন, ‘যখন পন্তের ব্যাটে রান আসবে না তখন তাকে সময় দিতে হবে। বিসিসিআই, নির্বাচকদের উচিত হবে তার প্রতি আস্থা রাখা ও দ্রুত কঠোর সিদ্ধান্তে না যাওয়া। একজন সহজাত প্রতিভাকে কেউ দমিয়ে রাখতে পারেন না।’

উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে আধুনিক ক্রিকেটের সংজ্ঞা পরিবর্তন করে দেওয়াদের একজন অ্যাডাম গিলক্রিস্ট। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি গ্লাভস হাতে ক্ষিপ্রতা দেখিয়ে নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে গেছেন তিনি।
গিলক্রিস্টের সঙ্গে এখন প্রায় তুলনা হয় ঋষভ পন্তের। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারের আক্রমণাত্মক মেজাজ বেশ পছন্দ করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। পন্ত ক্যারিয়ারে হোঁচট খেলে যেন তাঁর প্রতি দ্রুত কঠোর সিদ্ধান্ত না নেয় সে জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে অনুরোধ করেছেন গিলক্রিস্ট।
সম্প্রতি কয়েক বছর ধরে সব সংস্করণে পন্ত দারুণ ছন্দে আছেন। বিশেষ করে টেস্টে ক্রিকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে দারুণ কয়েকটি ইনিংস খেলে নজর কাড়েন। ভারতীয়দের মধ্যে তিনিই একমাত্র উইকেটরক্ষক যার টেস্টে সেঞ্চুরি আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে। বিশ্ব ক্রিকেটে ইতিমধ্যে ‘গেম-চেঞ্জার’ তকমাও পেয়ে গেছেন এই তরুণ। তাঁর প্রশংসায় গিলক্রিস্ট বলেন, ‘রোমাঞ্চকর ব্যাটারদের মধ্যে পন্ত অন্যতম। যখন সে খেলে তখন মনে হয়, মাঠে আলো জ্বলে ও বৈদ্যুতিক আবহের সৃষ্টি হয়। এটি সত্যি অবিশ্বাস্য।’
আক্রমণাত্মক ব্যাটিংয়ে বোলারদের যেমন দ্রুত চাপে রাখা যায় তেমনি খেলার ছন্দ পতনও ঘটে। এর সুবিধা-অসুবিধা সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে গিলক্রিস্টের। সে জন্যই পন্তের ভাবলেশহীন ব্যাটিং নিয়েও কথা বলেছেন তিনবারের ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন। পন্তের বাজে সময়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন ভারতীয় ব্যাটার ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তিনি বলেন, ‘যখন পন্তের ব্যাটে রান আসবে না তখন তাকে সময় দিতে হবে। বিসিসিআই, নির্বাচকদের উচিত হবে তার প্রতি আস্থা রাখা ও দ্রুত কঠোর সিদ্ধান্তে না যাওয়া। একজন সহজাত প্রতিভাকে কেউ দমিয়ে রাখতে পারেন না।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল তারা।
৩৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সংস্করণে ৩ ম্যাচের সিরিজ খেলছে তারা। বিশ্বকাপের জন্য তাই এই সিরিজ থেকেই সেরা একাদশের খোঁজ করছেন আফগান অধিনায়ক রশিদ খান।
১ ঘণ্টা আগে
শিরোনাম দেখে ভড়কে যাওয়ার কারণ নেই। ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ফিরছেন না জাতীয় দলে। বলছি ফুটবলার মাশরাফি ইসলামের কথা; সদ্য সমাপ্ত প্রথম বিভাগ লিগে ১৮ গোল করে যিনি হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। তাঁর দল মহাখালী একাদশ দ্বিতীয় হয়ে লিগ শেষ করে পেয়েছে প্রমোশন। লিগে চ্যাম্পিয়ন হয়েছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র; আগ
২ ঘণ্টা আগে
২১ জানুয়ারি বা আগামীকালই কি আইসিসি জানিয়ে দিচ্ছে, বাংলাদেশের ভাগ্যে কী আছে। বিশ্বকাপ আদৌ খেলা হবে, নাকি নিজেদের চাওয়ামতো শ্রীলঙ্কায় খেলার সুযোগ হবে। বিসিবির একাধিক পরিচালক গতকাল জানিয়েছেন, তাঁদের ২১ জানুয়ারির কোনো ডেডলাইন জানা নেই। তবে এটা ঠিক, এ সপ্তাহেই চলে আসতে পারে সিদ্ধান্ত। বিশ্বকাপে খেলা না
২ ঘণ্টা আগে