
শারজায় ৬ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মাঠে না গিয়েও ভক্ত-সমর্থকেরা অনলাইনে কাটতে পারবেন এই সিরিজের টিকিট। শারজায় হতে যাওয়া এই সিরিজের টিকিট পাওয়া যাচ্ছে প্লাটিনামলিস্ট টিকিটস নামে একটি ওয়েবসাইটে।
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের টিকিট পেতে এই লিংকে যেতে হবে। অথবা ওয়েবসাইটে গিয়ে কিউআর কোড স্ক্যান করলেই মিলবে সিরিজের টিকিট। এমনকি ম্যাচের দিন স্টেডিয়ামের টিকিট বক্সেও পাওয়া যাবে টিকিট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের সর্বনিম্ন দাম ৮.৫০ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ হাজার ১৪ টাকা। এই সিরিজে টিকিটের সর্বোচ্চ দাম ৭০.৮৪ ডলার (৮ হাজার ৪৫৩ টাকা)।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের তিনটি ওয়ানডেই হবে শারজায়। দ্বিতীয় ওয়ানডে হবে ৯ নভেম্বর। তৃতীয় তথা শেষ ওয়ানডে হবে ১১ নভেম্বর। এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তবে সাকিব আল হাসান, লিটন দাস ও তানজিম হাসান সাকিব—এই তিন তারকা ক্রিকেটার নেই আফগান সিরিজে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। ক্যারিয়ারে এক ওয়ানডে খেলা জাকির হাসান আছেন আফগান সিরিজে। সিনিয়রদের মধ্যে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। গতকাল সৌম্য সরকার, তাওহীদ হৃদয়রা প্রথম ভাগে পাড়ি জমিয়েছেন মরুর দেশে।
এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা দারুণ যাচ্ছে আফগানিস্তানের। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে আফগানরা। অন্যদিকে বাংলাদেশ নিজেদের সবশেষ ৭ ম্যাচের ৭টিতেই বাজেভাবে হেরেছে। যার মধ্যে রয়েছে ৪ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন বিস্ফোরক আফগান ওপেনার সেদিকুল্লাহ আতাল। কদিন আগে শেষ হওয়া ইমার্জিং টিমস এশিয়া কাপে সর্বোচ্চ ৩৬৮ রান করেছিলেন আতাল। ঈর্ষণীয় ১২২.৬৭ গড়ের সঙ্গে স্ট্রাইকরেট ছিল ১৪৭.৭৯। ৫ ম্যাচের ৫টিতেই করেছিলেন ফিফটি। আফগানিস্তানও হয়েছিল চ্যাম্পিয়ন।

শারজায় ৬ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মাঠে না গিয়েও ভক্ত-সমর্থকেরা অনলাইনে কাটতে পারবেন এই সিরিজের টিকিট। শারজায় হতে যাওয়া এই সিরিজের টিকিট পাওয়া যাচ্ছে প্লাটিনামলিস্ট টিকিটস নামে একটি ওয়েবসাইটে।
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের টিকিট পেতে এই লিংকে যেতে হবে। অথবা ওয়েবসাইটে গিয়ে কিউআর কোড স্ক্যান করলেই মিলবে সিরিজের টিকিট। এমনকি ম্যাচের দিন স্টেডিয়ামের টিকিট বক্সেও পাওয়া যাবে টিকিট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের সর্বনিম্ন দাম ৮.৫০ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ হাজার ১৪ টাকা। এই সিরিজে টিকিটের সর্বোচ্চ দাম ৭০.৮৪ ডলার (৮ হাজার ৪৫৩ টাকা)।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের তিনটি ওয়ানডেই হবে শারজায়। দ্বিতীয় ওয়ানডে হবে ৯ নভেম্বর। তৃতীয় তথা শেষ ওয়ানডে হবে ১১ নভেম্বর। এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তবে সাকিব আল হাসান, লিটন দাস ও তানজিম হাসান সাকিব—এই তিন তারকা ক্রিকেটার নেই আফগান সিরিজে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। ক্যারিয়ারে এক ওয়ানডে খেলা জাকির হাসান আছেন আফগান সিরিজে। সিনিয়রদের মধ্যে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। গতকাল সৌম্য সরকার, তাওহীদ হৃদয়রা প্রথম ভাগে পাড়ি জমিয়েছেন মরুর দেশে।
এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা দারুণ যাচ্ছে আফগানিস্তানের। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে আফগানরা। অন্যদিকে বাংলাদেশ নিজেদের সবশেষ ৭ ম্যাচের ৭টিতেই বাজেভাবে হেরেছে। যার মধ্যে রয়েছে ৪ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন বিস্ফোরক আফগান ওপেনার সেদিকুল্লাহ আতাল। কদিন আগে শেষ হওয়া ইমার্জিং টিমস এশিয়া কাপে সর্বোচ্চ ৩৬৮ রান করেছিলেন আতাল। ঈর্ষণীয় ১২২.৬৭ গড়ের সঙ্গে স্ট্রাইকরেট ছিল ১৪৭.৭৯। ৫ ম্যাচের ৫টিতেই করেছিলেন ফিফটি। আফগানিস্তানও হয়েছিল চ্যাম্পিয়ন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে