
পাকিস্তান, নেদারল্যান্ডস-হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ দুই দলের কাছে ম্যাচের উপলক্ষ্য ছিল দুই রকম। ১২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ডাচরা। অন্যদিকে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের মাঠে এই প্রথম খেলতে এসেছে পাকিস্তান। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে হেসেখেলে জিতেছে পাকিস্তান। চলুন তাহলে দেখে নেওয়া যাক পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচের কিছু মুহূর্ত।
৭ বছর পর ভারতে খেলতে গেছে পাকিস্তান ক্রিকেট দল। হায়দরবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গ্যালারি থেকে দারুণ সমর্থন পেয়েছে বাবর আজমের দল। ছবি: এএফপি
১২ বছর পর বিশ্বকাপ খেলছে নেদারল্যান্ডস। জাতীয় সঙ্গীতের সময় ডাচ ক্রিকেট দল। ছবি: এএফপি
প্রথম ১০ ওভারের মধ্যেই ভেঙে যায় পাকিস্তানের টপ অর্ডার। ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম-তিনজনের কেউই করতে পারেননি ২০ রান। ইমামের উইকেট নেওয়ার পর নেদারল্যান্ডস দলের উল্লাস। ৯.১ ওভারে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৩৮ রান। ছবি: এএফপি
দ্রুত ৩ উইকেট হারানোর পর পাকিস্তান ঘুরে দাড়ায় সৌদ শাকিল (বায়ে) ও মোহাম্মদ রিজওয়ানের (ডানে) ব্যাটিংয়ে। চতুর্থ উইকেটে ১১৪ বলে ১২০ রানের জুটি গড়েন শাকিল-রিজওয়ান। দুজনেই করেছেন সমান ৬৮ রান। অন্যদিকে বোলিং করতে গিয়ে পিছলে পড়েছেন নেদারল্যান্ডস পেসার পল ফন মিকেরেন। ছবি: এএফপি
৫২ রানের ইনিংস খেলার পথে নেদারল্যান্ডস ওপেনার বিক্রমজিৎ সিং। উইকেটের পেছনে হা করে তাকিয়ে দেখছেন মোহাম্মদ রিজওয়ান। ছবি: এএফপি
নেদারল্যান্ডসের একের পর এক উইকেট যাওয়ার মাঝে একপ্রান্তে আগলে খেলতে থাকেন বাস ডি লিড। ৬৭ রান করা ডি লিড বোল্ড হওয়ার পরই ম্যাচ অনেকটা পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। ছবি: এএফপি

পাকিস্তান, নেদারল্যান্ডস-হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ দুই দলের কাছে ম্যাচের উপলক্ষ্য ছিল দুই রকম। ১২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ডাচরা। অন্যদিকে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের মাঠে এই প্রথম খেলতে এসেছে পাকিস্তান। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে হেসেখেলে জিতেছে পাকিস্তান। চলুন তাহলে দেখে নেওয়া যাক পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচের কিছু মুহূর্ত।
৭ বছর পর ভারতে খেলতে গেছে পাকিস্তান ক্রিকেট দল। হায়দরবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গ্যালারি থেকে দারুণ সমর্থন পেয়েছে বাবর আজমের দল। ছবি: এএফপি
১২ বছর পর বিশ্বকাপ খেলছে নেদারল্যান্ডস। জাতীয় সঙ্গীতের সময় ডাচ ক্রিকেট দল। ছবি: এএফপি
প্রথম ১০ ওভারের মধ্যেই ভেঙে যায় পাকিস্তানের টপ অর্ডার। ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম-তিনজনের কেউই করতে পারেননি ২০ রান। ইমামের উইকেট নেওয়ার পর নেদারল্যান্ডস দলের উল্লাস। ৯.১ ওভারে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৩৮ রান। ছবি: এএফপি
দ্রুত ৩ উইকেট হারানোর পর পাকিস্তান ঘুরে দাড়ায় সৌদ শাকিল (বায়ে) ও মোহাম্মদ রিজওয়ানের (ডানে) ব্যাটিংয়ে। চতুর্থ উইকেটে ১১৪ বলে ১২০ রানের জুটি গড়েন শাকিল-রিজওয়ান। দুজনেই করেছেন সমান ৬৮ রান। অন্যদিকে বোলিং করতে গিয়ে পিছলে পড়েছেন নেদারল্যান্ডস পেসার পল ফন মিকেরেন। ছবি: এএফপি
৫২ রানের ইনিংস খেলার পথে নেদারল্যান্ডস ওপেনার বিক্রমজিৎ সিং। উইকেটের পেছনে হা করে তাকিয়ে দেখছেন মোহাম্মদ রিজওয়ান। ছবি: এএফপি
নেদারল্যান্ডসের একের পর এক উইকেট যাওয়ার মাঝে একপ্রান্তে আগলে খেলতে থাকেন বাস ডি লিড। ৬৭ রান করা ডি লিড বোল্ড হওয়ার পরই ম্যাচ অনেকটা পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। ছবি: এএফপি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে