ক্রীড়া ডেস্ক

সময়টা ভালোই যাচ্ছে না ঋষভ পন্তের। নিজের পারফরম্যান্স তো তথৈবচ। দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও খেই হারিয়েছে। ধর্মশালায় গত রাতে তাঁর নেতৃত্বাধীন লক্ষ্ণৌ ৩৭ রানে হেরেছে পাঞ্জাব কিংসের কাছে। বড় ব্যবধানে হারের পর সতীর্থদের দুষলেন পন্ত।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গত রাতে টস জিতে ফিল্ডিং নেন লক্ষ্ণৌ অধিনায়ক পন্ত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩৬ রান করে পাঞ্জাব। প্রভসিমরান সিং ৪৮ বলে ৬ চার ও ৭ ছক্কায় ৯১ রান করেছেন। অবশ্য তাঁর ইনিংসটা থেমে যেতে পারত ২১ রানে। পাঞ্জাবের ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মিড অফে প্রভসিমরানের ক্যাচ ছেড়েছেন নিকোলাস পুরান। বোলার ছিলেন আবেশ। জীবন পেয়ে প্রভসিমরান বেধড়ক পিটিয়েছেন প্রভসিমরান।
৩৭ রানে ম্যাচ হারের পর বাজে ফিল্ডিংকেই দায়ী করলেন লক্ষ্ণৌ অধিনায়ক পন্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন,‘অবশ্যই রানটা অনেক বেশি হয়ে গেছে। যখন আপনি গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছাড়বেন, খেসারত তো দিতেই হবে। মনে হচ্ছিল আমরা বেশি কিছু করতে পারব। তবে শুরুতে ম্যাচের গতিবিধি ঠিকমতো বুঝতে পারিনি। তবে এটা খেলারই অংশ।’
১১ ম্যাচে ৫ জয় ও ৬ হারে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের পয়েন্ট এখন ১০। পন্তের দল পয়েন্ট টেবিলে অবস্থান করছে সাত নম্বরে। এখান থেকে শেষ চারে জায়গা করে নেওয়া অনেক কঠিন দলটির জন্য। যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের পয়েন্ট ১৬ ও ১৫। পয়েন্ট টেবিলের তিন ও চারে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স দুই দলেরই পয়েন্ট ১৪। লক্ষ্ণৌর প্লে-অফ খেলার সম্ভাবনা নিয়ে পন্ত বলেন,‘স্বপ্ন এখনো দেখছি। যদি পরের তিন ম্যাচ জিততে পারি, তাহলে আমরা অবশ্যই ভিন্ন কিছু করতে পারব।’
২৩৮ রানের পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে ৪.২ ওভারে ৩ উইকেটে ২৭ রানে পরিণত হয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। মিচেল মার্শ শূন্য রানে আউট হয়েছেন। এইডেন মার্করাম ও পুরান করেছেন ১৩ ও ৬ রান। লক্ষ্ণৌর টপ অর্ডারের তিন ব্যাটারের উইকেট নিয়েছেন পাঞ্জাবের বাঁহাতি পেসার আর্শদীপ সিং। শেষ পর্যন্ত পন্তের দল ২০ ওভারে ৭ উইকেটে ১৯৯ রানে আটকে যায়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লক্ষ্ণৌ অধিনায়ক বলেন, ‘যখন আপনার টপ অর্ডার ভালো করবে, তখন সেটা কাজে দেবে। সব ম্যাচে তাদের থেকে বড় কিছু আশা করা যায় না।’
২০২৫ আইপিএলের আগে মেগানিলাম থেকে পন্তকে ২৭ কোটি রুপিতে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তাতে আইপিএল ইতিহাসেই সর্বোচ্চ দামি ক্রিকেটার বনে গেলেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে করেছে অধিনায়কও। তবে ১২.৮০ গড় ও ৯৯.৯২ স্ট্রাইকরেটে ১২৮ রান বলে দিচ্ছে, কতটা ধুঁকছেন তিনি। ১০ ইনিংস ব্যাটিং করে একবার ফিফটি পেরিয়েছেন। দুইবার ডাক মেরেছেন। ধর্মশালায় গত রাতে আজমতউল্লাহ ওমরজাইকে কাভারের ওপর দিয়ে পন্ত মারতে গেলে হাত থেকে ব্যাট ছুটে যায়। এজ হওয়া বল ডিপ পয়েন্টে তালুবন্দী করেছেন শশাঙ্ক সিং। ১৭ বলে ২ চার ও ১ ছক্কায় পন্ত করেন ১৮ রান।

সময়টা ভালোই যাচ্ছে না ঋষভ পন্তের। নিজের পারফরম্যান্স তো তথৈবচ। দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও খেই হারিয়েছে। ধর্মশালায় গত রাতে তাঁর নেতৃত্বাধীন লক্ষ্ণৌ ৩৭ রানে হেরেছে পাঞ্জাব কিংসের কাছে। বড় ব্যবধানে হারের পর সতীর্থদের দুষলেন পন্ত।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গত রাতে টস জিতে ফিল্ডিং নেন লক্ষ্ণৌ অধিনায়ক পন্ত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩৬ রান করে পাঞ্জাব। প্রভসিমরান সিং ৪৮ বলে ৬ চার ও ৭ ছক্কায় ৯১ রান করেছেন। অবশ্য তাঁর ইনিংসটা থেমে যেতে পারত ২১ রানে। পাঞ্জাবের ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মিড অফে প্রভসিমরানের ক্যাচ ছেড়েছেন নিকোলাস পুরান। বোলার ছিলেন আবেশ। জীবন পেয়ে প্রভসিমরান বেধড়ক পিটিয়েছেন প্রভসিমরান।
৩৭ রানে ম্যাচ হারের পর বাজে ফিল্ডিংকেই দায়ী করলেন লক্ষ্ণৌ অধিনায়ক পন্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন,‘অবশ্যই রানটা অনেক বেশি হয়ে গেছে। যখন আপনি গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছাড়বেন, খেসারত তো দিতেই হবে। মনে হচ্ছিল আমরা বেশি কিছু করতে পারব। তবে শুরুতে ম্যাচের গতিবিধি ঠিকমতো বুঝতে পারিনি। তবে এটা খেলারই অংশ।’
১১ ম্যাচে ৫ জয় ও ৬ হারে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের পয়েন্ট এখন ১০। পন্তের দল পয়েন্ট টেবিলে অবস্থান করছে সাত নম্বরে। এখান থেকে শেষ চারে জায়গা করে নেওয়া অনেক কঠিন দলটির জন্য। যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের পয়েন্ট ১৬ ও ১৫। পয়েন্ট টেবিলের তিন ও চারে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স দুই দলেরই পয়েন্ট ১৪। লক্ষ্ণৌর প্লে-অফ খেলার সম্ভাবনা নিয়ে পন্ত বলেন,‘স্বপ্ন এখনো দেখছি। যদি পরের তিন ম্যাচ জিততে পারি, তাহলে আমরা অবশ্যই ভিন্ন কিছু করতে পারব।’
২৩৮ রানের পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে ৪.২ ওভারে ৩ উইকেটে ২৭ রানে পরিণত হয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। মিচেল মার্শ শূন্য রানে আউট হয়েছেন। এইডেন মার্করাম ও পুরান করেছেন ১৩ ও ৬ রান। লক্ষ্ণৌর টপ অর্ডারের তিন ব্যাটারের উইকেট নিয়েছেন পাঞ্জাবের বাঁহাতি পেসার আর্শদীপ সিং। শেষ পর্যন্ত পন্তের দল ২০ ওভারে ৭ উইকেটে ১৯৯ রানে আটকে যায়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লক্ষ্ণৌ অধিনায়ক বলেন, ‘যখন আপনার টপ অর্ডার ভালো করবে, তখন সেটা কাজে দেবে। সব ম্যাচে তাদের থেকে বড় কিছু আশা করা যায় না।’
২০২৫ আইপিএলের আগে মেগানিলাম থেকে পন্তকে ২৭ কোটি রুপিতে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তাতে আইপিএল ইতিহাসেই সর্বোচ্চ দামি ক্রিকেটার বনে গেলেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটি তাঁকে করেছে অধিনায়কও। তবে ১২.৮০ গড় ও ৯৯.৯২ স্ট্রাইকরেটে ১২৮ রান বলে দিচ্ছে, কতটা ধুঁকছেন তিনি। ১০ ইনিংস ব্যাটিং করে একবার ফিফটি পেরিয়েছেন। দুইবার ডাক মেরেছেন। ধর্মশালায় গত রাতে আজমতউল্লাহ ওমরজাইকে কাভারের ওপর দিয়ে পন্ত মারতে গেলে হাত থেকে ব্যাট ছুটে যায়। এজ হওয়া বল ডিপ পয়েন্টে তালুবন্দী করেছেন শশাঙ্ক সিং। ১৭ বলে ২ চার ও ১ ছক্কায় পন্ত করেন ১৮ রান।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৪ ঘণ্টা আগে