প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১০ উইকেটের সব কটিই নিয়েছিলেন পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলী। সাফল্যের সেই ধারা যদি ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও ধরে রাখতে পারেন স্বাগতিক স্পিনাররা, তাহলে ভোগান্তি আছে ইংলিশদের কপালে।
জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড তৃতীয় দিনের খেলা শেষে ২ উইকেট খুইয়ে তুলেছে ৩৬ রান। ফাটল ধরা উইকেটে যেভাবে টার্ন পেতে শুরু করেছেন স্পিনাররা, তাতে জয়ের পাল্লাটা এখন পাকিস্তানের দিকেই হেলে। আর জয়ের জন্য ইংল্যান্ডের দরকার আরও ২৬১ রান। আর সিরিজে সমতায় ফিরতে পাকিস্তানের প্রয়োজন ৮ উইকেট।
এর আগে জ্যাক লিচ (৩/৬৭) ও শোয়েব বশিরের (৪/৬৬) স্পিন ঘূর্ণির মুখে পাকিস্তান ২২১ রানে অলআউট হয়ে যায়। সালমান আগা ছাড়া বলতে গেলে স্বাগতিক কোনো ব্যাটারই মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি। ৮৯ বলে ইনিংস সর্বোচ্চ ৬৩ করেন আগা।
২৯৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে আসা ইংলিশদের স্পিনার লেলিয়ে দিয়েছে পাকিস্তান। দিনের খেলা শেষের আগে দুই প্রান্ত থেকে বল করেছেন সাজিদ ও নোমান। সাফল্যেও পেয়েছেন তাঁরা। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বেন ডাকেটকে ফিরিয়ে দেন সাজিদ। দলীয় ১১ রানে জ্যাক ক্রলিকে (৩) ফেরান নোমান। শুরুর এই জোড়া ধাক্কা সামলে ২৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে উইকেটে আছেন ইংল্যান্ডে দুই ব্যাটিং ভরসা জো রুট (১২) ও ওলি পোপ (২১)।
মুলতান টেস্ট
পাকিস্তান: ৩৬৬ ও ২২১
ইংল্যান্ড: ২৯১ ও ৩৬/২

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে