
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারায় পাকিস্তানকে নিয়ে চলতে থাকে সমালোচনা। ডাবলিনে গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টি জেতার পর বাবর আজম জানিয়েছেন, তিনি স্বস্তি পেয়েছেন। তবে রমিজ রাজা খুঁত ধরেছেন পাকিস্তান দলের।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের সামনে ছিল ১৯৪ রানের লক্ষ্য। সেই রান তাড়া করতে নেমে ১৬.৫ ওভারে নিশ্চিত করে ৭ উইকেটের জয়। তবে জয়ের পথ অতটা মসৃণ ছিল না পাকিস্তানের জন্য। তৃতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান ৭৮ বলে ১৪০ রানের যে জুটি গড়েছেন, সেই জুটি এত দূর গিয়েছে আয়ারল্যান্ডের পিচ্ছিল ফিল্ডিংয়ের কারণে। রিজওয়ান ও ফখর—পাকিস্তানের দুই ব্যাটারেরই ক্যাচ ফেলেছেন গ্রাহাম হিউম। বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট পেলেও ৪ ওভারে ৪৯ রান দিয়েছেন। মোহাম্মদ আমিরও ছিলেন খরুচে। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ ম্যাচ শেষে বলেন, ‘তারা ২০০ রান দিয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে। মনে হচ্ছে আমাদের বোলাররা বেশ পিছিয়ে পড়ে। যদি তারা রিজওয়ান ও জামানের ক্যাচ ধরত, তাহলে পাকিস্তানের জন্য ম্যাচ জেতা কঠিন হয়ে যেত। পাকিস্তানের সেরা বোলাররা আয়ারল্যান্ডের বিপক্ষে অনেক রান দিচ্ছে। ভবিষ্যতে তাদের জন্য তা কঠিন হয়ে যাবে।’
পাকিস্তানের বোলিং ইউনিটের দুর্দশা চলছে ২০২৩ বিশ্বকাপ থেকেই। শাহিন সর্বোচ্চ ১৮ উইকেট পেলেও খরুচে বোলিং করেছেন। আরেক পেসার হারিস রউফ রান বিলিয়েছেন মুক্তহস্তে। বোলারদের পারফরম্যান্স নিয়ে রমিজ বলেন, ‘পাকিস্তানের সাফল্য নির্ভর করছে বোলারদের ওপর। ভারতে গত বছরের বিশ্বকাপ থেকে বেশ সংগ্রাম করছে তারা। দুই বল ভালো হচ্ছে, তো পরের বলগুলো খারাপ। তাতে পরিস্থিতি আরও কঠিন হচ্ছে।’
আরও পড়ুন:

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারায় পাকিস্তানকে নিয়ে চলতে থাকে সমালোচনা। ডাবলিনে গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টি জেতার পর বাবর আজম জানিয়েছেন, তিনি স্বস্তি পেয়েছেন। তবে রমিজ রাজা খুঁত ধরেছেন পাকিস্তান দলের।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের সামনে ছিল ১৯৪ রানের লক্ষ্য। সেই রান তাড়া করতে নেমে ১৬.৫ ওভারে নিশ্চিত করে ৭ উইকেটের জয়। তবে জয়ের পথ অতটা মসৃণ ছিল না পাকিস্তানের জন্য। তৃতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান ৭৮ বলে ১৪০ রানের যে জুটি গড়েছেন, সেই জুটি এত দূর গিয়েছে আয়ারল্যান্ডের পিচ্ছিল ফিল্ডিংয়ের কারণে। রিজওয়ান ও ফখর—পাকিস্তানের দুই ব্যাটারেরই ক্যাচ ফেলেছেন গ্রাহাম হিউম। বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট পেলেও ৪ ওভারে ৪৯ রান দিয়েছেন। মোহাম্মদ আমিরও ছিলেন খরুচে। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ ম্যাচ শেষে বলেন, ‘তারা ২০০ রান দিয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে। মনে হচ্ছে আমাদের বোলাররা বেশ পিছিয়ে পড়ে। যদি তারা রিজওয়ান ও জামানের ক্যাচ ধরত, তাহলে পাকিস্তানের জন্য ম্যাচ জেতা কঠিন হয়ে যেত। পাকিস্তানের সেরা বোলাররা আয়ারল্যান্ডের বিপক্ষে অনেক রান দিচ্ছে। ভবিষ্যতে তাদের জন্য তা কঠিন হয়ে যাবে।’
পাকিস্তানের বোলিং ইউনিটের দুর্দশা চলছে ২০২৩ বিশ্বকাপ থেকেই। শাহিন সর্বোচ্চ ১৮ উইকেট পেলেও খরুচে বোলিং করেছেন। আরেক পেসার হারিস রউফ রান বিলিয়েছেন মুক্তহস্তে। বোলারদের পারফরম্যান্স নিয়ে রমিজ বলেন, ‘পাকিস্তানের সাফল্য নির্ভর করছে বোলারদের ওপর। ভারতে গত বছরের বিশ্বকাপ থেকে বেশ সংগ্রাম করছে তারা। দুই বল ভালো হচ্ছে, তো পরের বলগুলো খারাপ। তাতে পরিস্থিতি আরও কঠিন হচ্ছে।’
আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে