আজকের পত্রিকা ডেস্ক

দুর্বার রাজশাহীর অপেশাদার কর্মকাণ্ড নিয়ে সংবাদ তো কম হয়নি। দেশি-বিদেশি সব ক্রিকেটারদের টাকা-পয়সা ঠিক সময়ে পরিশোধ না করা, দফায় দফায় চেক বাউন্সের অভিযোগ উঠেছে ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে।
ক্রীড়া মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩,৭, ১০ ফেব্রুয়ারি—তিন কিস্তিতে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করা হবে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে জড়িত সকলের পাওনা বুঝিয়ে দিতে আজ সকালে বিতর্কিত মালিক শফিককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, শফিককে হেফাজতে নিয়েছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিজের দোষ স্বীকার করে ২৫ শতাংশ হারে তিন দফায় পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিয়েছেন শফিক। যদি তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে।
এর আগে পরশু রাতে লিগ পর্বের শেষ ম্যাচ (ফরচুন বরিশাল-চিটাগং কিংস) চলাকালে মিরপুরে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। দুর্বার রাজশাহীর মালিক শফিকের সঙ্গে আলোচনায় বসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। গতকালের মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সেটা দেখা যায়নি। এমনকি ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, রাজশাহীর মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে মন্ত্রণালয় সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। এছাড়া বিপিএলের নানারকম অনিয়ম খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে।
পারিশ্রমিক বিতর্কের কারণে তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়রা অনুশীলন বয়কট করেছিলেন বলে জানা গেছে। এমনকি ব্যাগপত্তর নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটারদের হোটেল ছাড়ার ঘটনার কথা শোনা গেছে। গত ২৬ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহী খেলেছে বিদেশি ক্রিকেটার ছাড়াই। শেষ অংশে এসে রাজশাহীর প্লে-অফ খেলার সম্ভাবনা তৈরি হলেও বাস্তবে সেটা হয়নি। কারণ, পরশু ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। রাজশাহী ১২ ম্যাচে ৬ জয় ও ৬ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে থেকে শেষ করেছে।
আরও পড়ুন:

দুর্বার রাজশাহীর অপেশাদার কর্মকাণ্ড নিয়ে সংবাদ তো কম হয়নি। দেশি-বিদেশি সব ক্রিকেটারদের টাকা-পয়সা ঠিক সময়ে পরিশোধ না করা, দফায় দফায় চেক বাউন্সের অভিযোগ উঠেছে ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে।
ক্রীড়া মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩,৭, ১০ ফেব্রুয়ারি—তিন কিস্তিতে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করা হবে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে জড়িত সকলের পাওনা বুঝিয়ে দিতে আজ সকালে বিতর্কিত মালিক শফিককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, শফিককে হেফাজতে নিয়েছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিজের দোষ স্বীকার করে ২৫ শতাংশ হারে তিন দফায় পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিয়েছেন শফিক। যদি তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে।
এর আগে পরশু রাতে লিগ পর্বের শেষ ম্যাচ (ফরচুন বরিশাল-চিটাগং কিংস) চলাকালে মিরপুরে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। দুর্বার রাজশাহীর মালিক শফিকের সঙ্গে আলোচনায় বসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। গতকালের মধ্যে দলের ৫০ শতাংশ পাওনা পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সেটা দেখা যায়নি। এমনকি ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, রাজশাহীর মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে মন্ত্রণালয় সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। এছাড়া বিপিএলের নানারকম অনিয়ম খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে।
পারিশ্রমিক বিতর্কের কারণে তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়রা অনুশীলন বয়কট করেছিলেন বলে জানা গেছে। এমনকি ব্যাগপত্তর নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটারদের হোটেল ছাড়ার ঘটনার কথা শোনা গেছে। গত ২৬ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহী খেলেছে বিদেশি ক্রিকেটার ছাড়াই। শেষ অংশে এসে রাজশাহীর প্লে-অফ খেলার সম্ভাবনা তৈরি হলেও বাস্তবে সেটা হয়নি। কারণ, পরশু ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। রাজশাহী ১২ ম্যাচে ৬ জয় ও ৬ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে থেকে শেষ করেছে।
আরও পড়ুন:

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৬ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৭ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১০ ঘণ্টা আগে