আজকের পত্রিকা ডেস্ক

অন্য রকম বিপিএল আয়োজন করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাবমূর্তি নিয়ে টানাটানি। বিশেষ করে পারিশ্রমিক ইস্যুতে বিপিএল চরম বিতর্কিত টুর্নামেন্টে পরিণত হয়েছে। বিপিএলের বিতর্কিত ঘটনা মানে বিসিবি তথা দেশেরই ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে। এই পরিপ্রেক্ষিতে যথাযথ পরীক্ষান্তে খতিয়ে দেখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে আজ।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘২০২৫ বিপিএলকে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকা সংক্রান্তে উত্থাপিত ইস্যুসমূহ যথাযথ পরীক্ষান্তে খতিয়ে দেখতে একটা সত্যানুসন্ধান কমিটি গঠন করা হলো।’ তিন সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসেবে কাজ করবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক। সাত কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এই বিপিএলটা অন্য রকম করে তুলতে সরকার কী কী উদ্যোগ নিয়েছে, কমিটি গঠনের চিঠির শুরুতেই সেটা উল্লেখ করা হয়েছে। ২০২৫ বিপিএলকে সাজানো হয়েছিল নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে। প্রধান উপদেষ্টা স্বয়ং কিছু উদ্ভাবনী ধারণা দিয়েছিলেন। তিনটি ক্রীড়া অবকাঠামো মেরামত ও সংস্কারে বড় অঙ্কের (প্রায় ৩১ কোটি টাকা) অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছিল।
বিপিএল শুরুর আগে ব্যয়বহুল কনসার্টও আয়োজন করেছিল বিসিবি। কিন্তু টুর্নামেন্টের পর দেখা গেল ভিন্ন চিত্র। একাধিক ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক ইস্যুতে বিপিএল তথা বিসিবির ভাবমূর্তি মাটিতে মিশিয়ে দিয়েছে! বিতর্কিত ফ্র্যাঞ্চাইজির প্রতিটি স্তরে এতটা অপেশাদার আচরণ অতীতে কখনো দেখা যায়নি বিপিএলে। এমনকি বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো একটি দল ম্যাচ খেলতে নামে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই।

অন্য রকম বিপিএল আয়োজন করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাবমূর্তি নিয়ে টানাটানি। বিশেষ করে পারিশ্রমিক ইস্যুতে বিপিএল চরম বিতর্কিত টুর্নামেন্টে পরিণত হয়েছে। বিপিএলের বিতর্কিত ঘটনা মানে বিসিবি তথা দেশেরই ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে। এই পরিপ্রেক্ষিতে যথাযথ পরীক্ষান্তে খতিয়ে দেখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ক্রীড়া পরিষদ একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে আজ।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘২০২৫ বিপিএলকে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকা সংক্রান্তে উত্থাপিত ইস্যুসমূহ যথাযথ পরীক্ষান্তে খতিয়ে দেখতে একটা সত্যানুসন্ধান কমিটি গঠন করা হলো।’ তিন সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসেবে কাজ করবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক। সাত কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এই বিপিএলটা অন্য রকম করে তুলতে সরকার কী কী উদ্যোগ নিয়েছে, কমিটি গঠনের চিঠির শুরুতেই সেটা উল্লেখ করা হয়েছে। ২০২৫ বিপিএলকে সাজানো হয়েছিল নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে। প্রধান উপদেষ্টা স্বয়ং কিছু উদ্ভাবনী ধারণা দিয়েছিলেন। তিনটি ক্রীড়া অবকাঠামো মেরামত ও সংস্কারে বড় অঙ্কের (প্রায় ৩১ কোটি টাকা) অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছিল।
বিপিএল শুরুর আগে ব্যয়বহুল কনসার্টও আয়োজন করেছিল বিসিবি। কিন্তু টুর্নামেন্টের পর দেখা গেল ভিন্ন চিত্র। একাধিক ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক ইস্যুতে বিপিএল তথা বিসিবির ভাবমূর্তি মাটিতে মিশিয়ে দিয়েছে! বিতর্কিত ফ্র্যাঞ্চাইজির প্রতিটি স্তরে এতটা অপেশাদার আচরণ অতীতে কখনো দেখা যায়নি বিপিএলে। এমনকি বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো একটি দল ম্যাচ খেলতে নামে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে