নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দুই বছর পর প্রাথমিক দলে ফিরেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে শুরুর দিন থেকেই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ইমরুল কায়েস। আশায় ছিলেন এবার বহু কাঙ্ক্ষিত সুযোগটা হবে। আপাতত সেটি হচ্ছে না। অন্তত প্রথম দুই ওয়ানডে দলে এই বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যানের জায়গা নেই।
আজ বিকেল ৩টায় বিকেএসপিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন যখন ১৯ সদস্যের (৪ জন স্ট্যান্ডবাই) স্কোয়াড ঘোষণা করছেন, তখন মাঠেই ছিলেন ইমরুল। সেখানে প্রস্তুতি ম্যাচে তিনি খেলছিলেন লাল দলের হয়ে। ইমরুল নিজের বাদ পড়া হয়তো সেখানেই শুনলেন!
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ইমরুলের দলে না থাকার সঙ্গে চমক আছে আরও একটি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৬৭ রানের ইনিংস খেলার পরও সাদা বলে নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেনি নাজমুল হোসেন। এই দুজনকে বাদ দিলে ১৫ সদস্যের দলে থাকা অন্য নামগুলো অনুমেয় ছিল। কোভিড পরিস্থিতি সামনে রেখে এঁদের সঙ্গে চার ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে দলের সঙ্গে।
নির্বাচকেরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলা ক্রিকেটারদেরই সুযোগ বেশি দিয়েছেন। সেটিই বললেন মিনহাজুল আবেদীন, ‘আমরা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুবই ভালো করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবার দল খুব একটা বদলাইনি। আশা করছি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা ভালো খেলতে পারব।’
প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
স্ট্যান্ডবাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম।

ঢাকা: দুই বছর পর প্রাথমিক দলে ফিরেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে শুরুর দিন থেকেই অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ইমরুল কায়েস। আশায় ছিলেন এবার বহু কাঙ্ক্ষিত সুযোগটা হবে। আপাতত সেটি হচ্ছে না। অন্তত প্রথম দুই ওয়ানডে দলে এই বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যানের জায়গা নেই।
আজ বিকেল ৩টায় বিকেএসপিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন যখন ১৯ সদস্যের (৪ জন স্ট্যান্ডবাই) স্কোয়াড ঘোষণা করছেন, তখন মাঠেই ছিলেন ইমরুল। সেখানে প্রস্তুতি ম্যাচে তিনি খেলছিলেন লাল দলের হয়ে। ইমরুল নিজের বাদ পড়া হয়তো সেখানেই শুনলেন!
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ইমরুলের দলে না থাকার সঙ্গে চমক আছে আরও একটি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৬৭ রানের ইনিংস খেলার পরও সাদা বলে নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেনি নাজমুল হোসেন। এই দুজনকে বাদ দিলে ১৫ সদস্যের দলে থাকা অন্য নামগুলো অনুমেয় ছিল। কোভিড পরিস্থিতি সামনে রেখে এঁদের সঙ্গে চার ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে দলের সঙ্গে।
নির্বাচকেরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলা ক্রিকেটারদেরই সুযোগ বেশি দিয়েছেন। সেটিই বললেন মিনহাজুল আবেদীন, ‘আমরা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুবই ভালো করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবার দল খুব একটা বদলাইনি। আশা করছি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা ভালো খেলতে পারব।’
প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
স্ট্যান্ডবাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম ও আমিনুল ইসলাম।

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
২৪ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে