Ajker Patrika

বিশ্বকাপ আয়োজনের পরও ১৮৬ কোটি টাকা ক্ষতি অস্ট্রেলিয়ার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১০: ৩৩
বিশ্বকাপ আয়োজনের পরও ১৮৬ কোটি টাকা ক্ষতি অস্ট্রেলিয়ার

২০১৫ বিশ্বকাপের পর গত বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা সাত বছরের ব্যবধানে কোনো আইসিসি ইভেন্ট আয়োজন। এখানে বর্তমানে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টার ধুন্ধুমার অ্যাকশনের টি-টোয়েন্টি সংস্করণের জনপ্রিয়তাই বেশি। তবে এই বিশ্বকাপ আয়োজন করেও মোটা অঙ্কের টাকা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গতকাল ২০২২-২৩ অর্থবছরের এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আয় হয়েছে ৪ কোটি ২৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি ৪৬৭ কোটি ৬৯ লাখ টাকা)। বিপরীতে ক্ষতি হয়েছে ১ কোটি ৬৯ লাখ ডলার (বাংলাদেশি ১৮৫ কোটি ৯৭ লাখ টাকা)। 

লাভ-ক্ষতির অঙ্ক যা-ই হোক না কেন, স্টেডিয়ামে এসে খেলা দেখেছেন হাজার হাজার ভক্ত-সমর্থক। টি-টোয়েন্টি বিশ্বকাপে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দর্শক ছিল ৯২ হাজার। শেষ বলের রোমাঞ্চে সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ভারত-পাকিস্তান ম্যাচের মতো দর্শক না হলেও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট বিগ ব্যাশে দর্শক একেবারে কম হয়নি। পার্থ স্টেডিয়ামে পার্থ স্করচার্স ও ব্রিসবেন হিটের বিগ ব্যাশ ফাইনালে দর্শক ছিল ৫৩ হাজার ৮৬৬। পাশাপাশি ফক্সটেল গ্রুপ ও সেভেন ওয়েস্ট মিডিয়ার সঙ্গে ২০২৪-৩১ পর্যন্ত সাত বছরের মিডিয়া স্বত্ব চুক্তি সিএ করেছে ১৫১ কোটি ২০ লাখ ডলারে (বাংলাদেশি ১৬ হাজার ৬৩৮ কোটি ৬৪ লাখ টাকা)। তারা এই চুক্তি করেছে সাত বছরে অস্ট্রেলিয়ায় ক্রিকেট সম্প্রচার করতে।
 
সিএর চেয়ারম্যান মাইক বেয়ার্ডের মতে, ক্রিকেটে অস্ট্রেলিয়া এই অর্থবছরে অনেক অর্জন করেছে। একই সঙ্গে টি-টোয়েন্টি আয়োজনে যে চ্যালেঞ্জ রয়েছে, তা স্বীকার করেছেন তিনি। বেয়ার্ড বলেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য এই বছরটা অনেক অর্জনের। যেখানে মিডিয়া-স্বত্ব সম্পন্ন হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের উত্থানে ক্রিকেট এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে সেটাতে চ্যালেঞ্জও রয়েছে। একই সঙ্গে অনেক সুযোগও তৈরি হচ্ছে। বিশ্বের নেতা হিসেবে আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে ক্রিকেটের উন্নয়নে সিএ বর্তমানে অনেক ভালো অবস্থানে রয়েছে। একই সঙ্গে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের উন্নয়নে আমাদের প্রতিশ্রুতিও রক্ষা করব। অলিম্পিক খেলা হিসেবে ক্রিকেট যেহেতু যুক্ত হয়েছে, চেষ্টা করব সর্বোচ্চ উপায়ে এর লাভ কাজে লাগিয়ে খেলাটা ছড়িয়ে দিতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত