ক্রীড়া ডেস্ক

নিরাপত্তা ইস্যুতে নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে সম্প্রতি আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিঠির উত্তরে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বিসিবির দাবি গুরুত্বের সঙ্গে দেখবে তারা। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে সেটা পরের বিষয়। তবে মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলবে না বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আসিফ নজরুল বলেন, ‘আমাদের প্রথম অবস্থান হচ্ছে আইসিসিকে বোঝানো যে, আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে। সেই শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বোঝাবো যে, আমাদের অবস্থানের মূলনীতি বাংলাদেশের নিরাপত্তা, সম্মান আর মর্যাদার প্রশ্নে আমরা আপস করব না। কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। পরবর্তী পরিস্থিতি যা হবে, সেটা নিয়ে আবার আমরা বসে সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত খুব পরিষ্কারভাবে নিয়েছি যে, আমরা আইসিসিকে বোঝাবো যে, আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নেই। আজকে রাতে বা কালকে সকালের মধ্যে চিঠি দেওয়া হবে।’
ঘটনার সূত্রপাত ৩ জানুয়ারি। সেদিন ভারতীয় ক্রিকেটে বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। সেই ঘটনায় স্বাভাবিকভাবেই ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের জন্য কতটা নিরাপদ হবে, সেটা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
মোস্তাফিজের বাদ পড়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা আওয়াজ তুলেছেন—টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে সফর বয়কট করা হোক। বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারও এর পক্ষে। এই ইস্যুতে বিসিবির টনক নড়তেও সময় লাগেনি। তবে আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংস্থাটি।
গতকাল রাতে এক প্রতিবেদনে ইএসপিএনক্রিকইনফো দাবি করেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাইলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, নাহলে পয়েন্ট কাটা হবে। যদিও সে দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে আইসিসি আমাদের জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না। এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারও সঙ্গে। এটা একটা প্রোপাগান্ডাই বলব আমি, মিথ্যা নিউজ বলব। এখন পর্যন্ত আইসিসির সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা আমাদের কাছে জানতে চেয়েছে, কী কী ইস্যু আছে। আমরা এখন কী কী ইস্যু আছে, সেগুলো লিখতে পারি। আমরা তো স্পোর্টস অর্গানাইজেশন। আপনারা জানেন যে, আইসিসি হলো বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। তাদের আমরা আমাদের যে কারণগুলো বোঝানোর চেষ্টা করব, তারা সেটা ভেবে দেখবে। আশা করছি যে, আমরা একটা সঠিক উত্তর পাব।’

নিরাপত্তা ইস্যুতে নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে সম্প্রতি আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিঠির উত্তরে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বিসিবির দাবি গুরুত্বের সঙ্গে দেখবে তারা। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে সেটা পরের বিষয়। তবে মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলবে না বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আসিফ নজরুল বলেন, ‘আমাদের প্রথম অবস্থান হচ্ছে আইসিসিকে বোঝানো যে, আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে। সেই শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বোঝাবো যে, আমাদের অবস্থানের মূলনীতি বাংলাদেশের নিরাপত্তা, সম্মান আর মর্যাদার প্রশ্নে আমরা আপস করব না। কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। পরবর্তী পরিস্থিতি যা হবে, সেটা নিয়ে আবার আমরা বসে সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত খুব পরিষ্কারভাবে নিয়েছি যে, আমরা আইসিসিকে বোঝাবো যে, আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নেই। আজকে রাতে বা কালকে সকালের মধ্যে চিঠি দেওয়া হবে।’
ঘটনার সূত্রপাত ৩ জানুয়ারি। সেদিন ভারতীয় ক্রিকেটে বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। সেই ঘটনায় স্বাভাবিকভাবেই ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের জন্য কতটা নিরাপদ হবে, সেটা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
মোস্তাফিজের বাদ পড়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা আওয়াজ তুলেছেন—টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে সফর বয়কট করা হোক। বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারও এর পক্ষে। এই ইস্যুতে বিসিবির টনক নড়তেও সময় লাগেনি। তবে আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংস্থাটি।
গতকাল রাতে এক প্রতিবেদনে ইএসপিএনক্রিকইনফো দাবি করেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাইলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, নাহলে পয়েন্ট কাটা হবে। যদিও সে দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে আইসিসি আমাদের জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না। এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারও সঙ্গে। এটা একটা প্রোপাগান্ডাই বলব আমি, মিথ্যা নিউজ বলব। এখন পর্যন্ত আইসিসির সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা আমাদের কাছে জানতে চেয়েছে, কী কী ইস্যু আছে। আমরা এখন কী কী ইস্যু আছে, সেগুলো লিখতে পারি। আমরা তো স্পোর্টস অর্গানাইজেশন। আপনারা জানেন যে, আইসিসি হলো বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। তাদের আমরা আমাদের যে কারণগুলো বোঝানোর চেষ্টা করব, তারা সেটা ভেবে দেখবে। আশা করছি যে, আমরা একটা সঠিক উত্তর পাব।’

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলতে এসে এখনো জয়ের মুখ দেখা হয়নি তাদের। বিপরীতে হয়েছে টানা ৬ হারের তিক্ত অভিজ্ঞতা। হারের বৃত্তে আটকে থাকায় ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করেছেন দলটির তারকা ক্রিকেটার সৌম্য সরকার।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান সম্পর্কে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিষয়টি ভালো লাগেনি তামিম ইকবালের কাছে। সিদ্ধান্ত পরিবর্তন হলে বিসিবি বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ বিষ
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ সবশেষ গত বছরের অক্টোবরে নারী ওয়ানডে বিশ্বকাপে খেলেছে। তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের ম্যাচ হয়েছে আরও আগে। এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে এক বছরের অপেক্ষা ফুরোচ্ছে বাংলাদেশের মেয়েদের।
৩ ঘণ্টা আগে
কিছুতেই যেন কিছু হচ্ছে না নোয়াখালী এক্সপ্রেসের। প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা নোয়াখালী ছয় ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৫ উইকেটের পরাজয়ে আজ নোয়াখালীর পূর্ণ হলো হারের হেক্সা।
৪ ঘণ্টা আগে