
কিছু বুঝে ওঠার আগেই রিজা হেনড্রিকসের ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে। তুলনামূলক কঠিন ক্যাচ হলেও তানজিদ তামিম আরেকটু চেষ্টা করলে ধরতেই পারতেন। মেহেদী হাসান মিরাজের পাশাপাশি হতাশ হতে হয়েছে পুরো বাংলাদেশ দলকে। তবে শুরুর সেই ক্যাচ মিসের ধাক্কা দ্রুত কাটিয়ে উঠেছে বাংলাদেশ।
ফিট হয়ে না ওঠায় আজও বাংলাদেশের বিপক্ষে নেই টেম্বা বাভুমা। বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করাম। ব্যাটিং নেওয়ার অল্প সময়ের মধ্যেই প্রথম উইকেট পড়তে পারত দক্ষিণ আফ্রিকার। ১.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর হতো ১ উইকেটে ৬ রান। হেনড্রিকস তখনো রানের খাতা খুলতে পারেননি।
জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি হেনড্রিকস। সপ্তম ওভারের প্রথম বলে শরীফুল ইসলামের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হেনড্রিকস। দক্ষিণ আফ্রিকার ওপেনারকে বোল্ড করে নাচলেন শরীফুল। ১৯ বলে ১ চারে ১২ রান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৬.১ ওভারে ১ উইকেটে ৩৩ রান। এরপর ৩ নম্বরে ব্যাটিংয়ে এসেও ইনিংস বড় করতে পারলেন না রাসি ফন ডার ডুসেন। অষ্টম ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ। ৭ বলে ১ রান করেছেন ডুসেন।
হেনড্রিকস, ডুসেনের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রান। এরপর ৪ নম্বরে ব্যাটিংয়ে আসেন মার্করাম। ওপেনার ডি কক ও মার্করাম বেশ সাবলীলভাবেই এগোচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেটে প্রোটিয়ারা করেছে ৬৭ রান। ডি কক ব্যাটিং করছেন ৩৮ রানে। অন্যদিকে মার্করাম অপরাজিত আছেন ১৫ রানে।

কিছু বুঝে ওঠার আগেই রিজা হেনড্রিকসের ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে। তুলনামূলক কঠিন ক্যাচ হলেও তানজিদ তামিম আরেকটু চেষ্টা করলে ধরতেই পারতেন। মেহেদী হাসান মিরাজের পাশাপাশি হতাশ হতে হয়েছে পুরো বাংলাদেশ দলকে। তবে শুরুর সেই ক্যাচ মিসের ধাক্কা দ্রুত কাটিয়ে উঠেছে বাংলাদেশ।
ফিট হয়ে না ওঠায় আজও বাংলাদেশের বিপক্ষে নেই টেম্বা বাভুমা। বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করাম। ব্যাটিং নেওয়ার অল্প সময়ের মধ্যেই প্রথম উইকেট পড়তে পারত দক্ষিণ আফ্রিকার। ১.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর হতো ১ উইকেটে ৬ রান। হেনড্রিকস তখনো রানের খাতা খুলতে পারেননি।
জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি হেনড্রিকস। সপ্তম ওভারের প্রথম বলে শরীফুল ইসলামের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হেনড্রিকস। দক্ষিণ আফ্রিকার ওপেনারকে বোল্ড করে নাচলেন শরীফুল। ১৯ বলে ১ চারে ১২ রান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৬.১ ওভারে ১ উইকেটে ৩৩ রান। এরপর ৩ নম্বরে ব্যাটিংয়ে এসেও ইনিংস বড় করতে পারলেন না রাসি ফন ডার ডুসেন। অষ্টম ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ। ৭ বলে ১ রান করেছেন ডুসেন।
হেনড্রিকস, ডুসেনের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রান। এরপর ৪ নম্বরে ব্যাটিংয়ে আসেন মার্করাম। ওপেনার ডি কক ও মার্করাম বেশ সাবলীলভাবেই এগোচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেটে প্রোটিয়ারা করেছে ৬৭ রান। ডি কক ব্যাটিং করছেন ৩৮ রানে। অন্যদিকে মার্করাম অপরাজিত আছেন ১৫ রানে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
১০ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৪ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
১৪ ঘণ্টা আগে