
কিছু বুঝে ওঠার আগেই রিজা হেনড্রিকসের ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে। তুলনামূলক কঠিন ক্যাচ হলেও তানজিদ তামিম আরেকটু চেষ্টা করলে ধরতেই পারতেন। মেহেদী হাসান মিরাজের পাশাপাশি হতাশ হতে হয়েছে পুরো বাংলাদেশ দলকে। তবে শুরুর সেই ক্যাচ মিসের ধাক্কা দ্রুত কাটিয়ে উঠেছে বাংলাদেশ।
ফিট হয়ে না ওঠায় আজও বাংলাদেশের বিপক্ষে নেই টেম্বা বাভুমা। বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করাম। ব্যাটিং নেওয়ার অল্প সময়ের মধ্যেই প্রথম উইকেট পড়তে পারত দক্ষিণ আফ্রিকার। ১.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর হতো ১ উইকেটে ৬ রান। হেনড্রিকস তখনো রানের খাতা খুলতে পারেননি।
জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি হেনড্রিকস। সপ্তম ওভারের প্রথম বলে শরীফুল ইসলামের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হেনড্রিকস। দক্ষিণ আফ্রিকার ওপেনারকে বোল্ড করে নাচলেন শরীফুল। ১৯ বলে ১ চারে ১২ রান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৬.১ ওভারে ১ উইকেটে ৩৩ রান। এরপর ৩ নম্বরে ব্যাটিংয়ে এসেও ইনিংস বড় করতে পারলেন না রাসি ফন ডার ডুসেন। অষ্টম ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ। ৭ বলে ১ রান করেছেন ডুসেন।
হেনড্রিকস, ডুসেনের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রান। এরপর ৪ নম্বরে ব্যাটিংয়ে আসেন মার্করাম। ওপেনার ডি কক ও মার্করাম বেশ সাবলীলভাবেই এগোচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেটে প্রোটিয়ারা করেছে ৬৭ রান। ডি কক ব্যাটিং করছেন ৩৮ রানে। অন্যদিকে মার্করাম অপরাজিত আছেন ১৫ রানে।

কিছু বুঝে ওঠার আগেই রিজা হেনড্রিকসের ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে। তুলনামূলক কঠিন ক্যাচ হলেও তানজিদ তামিম আরেকটু চেষ্টা করলে ধরতেই পারতেন। মেহেদী হাসান মিরাজের পাশাপাশি হতাশ হতে হয়েছে পুরো বাংলাদেশ দলকে। তবে শুরুর সেই ক্যাচ মিসের ধাক্কা দ্রুত কাটিয়ে উঠেছে বাংলাদেশ।
ফিট হয়ে না ওঠায় আজও বাংলাদেশের বিপক্ষে নেই টেম্বা বাভুমা। বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করাম। ব্যাটিং নেওয়ার অল্প সময়ের মধ্যেই প্রথম উইকেট পড়তে পারত দক্ষিণ আফ্রিকার। ১.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর হতো ১ উইকেটে ৬ রান। হেনড্রিকস তখনো রানের খাতা খুলতে পারেননি।
জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি হেনড্রিকস। সপ্তম ওভারের প্রথম বলে শরীফুল ইসলামের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হেনড্রিকস। দক্ষিণ আফ্রিকার ওপেনারকে বোল্ড করে নাচলেন শরীফুল। ১৯ বলে ১ চারে ১২ রান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৬.১ ওভারে ১ উইকেটে ৩৩ রান। এরপর ৩ নম্বরে ব্যাটিংয়ে এসেও ইনিংস বড় করতে পারলেন না রাসি ফন ডার ডুসেন। অষ্টম ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ। ৭ বলে ১ রান করেছেন ডুসেন।
হেনড্রিকস, ডুসেনের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রান। এরপর ৪ নম্বরে ব্যাটিংয়ে আসেন মার্করাম। ওপেনার ডি কক ও মার্করাম বেশ সাবলীলভাবেই এগোচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেটে প্রোটিয়ারা করেছে ৬৭ রান। ডি কক ব্যাটিং করছেন ৩৮ রানে। অন্যদিকে মার্করাম অপরাজিত আছেন ১৫ রানে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১৫ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে