
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগে তবু কিছু রান করতেন বিরাট কোহলি। কিন্তু আইপিএলে তিনি যে সময় কাটাচ্ছেন, সেটাকে দুঃস্বপ্ন বললেও হয়তো কম বলা হবে! একসময়ের অতিমানবীয় কোহলিও যে রক্ত-মাংসের মানুষ, সেটিই যেন প্রমাণ করে দিলেন এবারের আইপিএলে।
ভারতীয় দলের সাবেক কোচ রবি শাস্ত্রী তো কদিন আগে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোহলির মাথা কাজ করছে না। তার বিশ্রাম দরকার। তবে ভারতীয় বোর্ড সভাপতি অবশ্য সেভাবে ভাবছেন না। আইপিএলে রান না পেলেও কোহলিকে নিয়ে মোটেও চিন্তিত নন সৌরভ গাঙ্গুলি। আত্মবিশ্বাসী সৌরভ মনে করেন খুব দ্রুত রানে ফিরবেন কোহলি।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৬ গড়ে কোহলি রান করেছেন ১২৮, যা তাঁর নামের পাশে একেবারেই বেমানান। রানে নেই রোহিত শর্মাও। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলা রোহিতের গড়ও ২০-এর নিচে। এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা দুই ব্যাটার ছন্দহীন। তবু এখনই আশা হারাচ্ছেন না সৌরভ, ‘ওরা বড় ক্রিকেটার। আমি জানি ওরা ছন্দে ফিরবে। আশা করি খুব তাড়াতাড়ি রান করবে। বিরাটের মাথায় কী চলছে আমি জানি না, তবে ও রানে ফিরবেই। খুব বড় মাপের ক্রিকেটার বিরাট।’
২০১৯ সালের পর সেঞ্চুরি নেই কোহলির ব্যাটে। এবারের তো অবস্থা আরও ভয়াবহ। এখন পর্যন্ত একটি হাফ সেঞ্চুরিও করতে পারেননি সাবেক ভারতীয় অধিনায়ক। এমনকি এখন দুই অঙ্কের ঘরে যেতেও উইকেটে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে কোহলিকে। আউট হওয়ার ধরনও বেমানান।
এ অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে। শাস্ত্রীও বিশ্রামের কথা বলছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলবে ভারত। জানা গেছে, সেই সিরিজে জৈব সুরক্ষাবলয় থাকবে না। দীর্ঘদিন পর ক্রিকেটাররা এক বেড়াজাল থেকে মুক্তি পাবেন। মাঠ ও মাঠের বাইরের ক্রিকেট চেনা রূপে ফিরলেও কোহলি চেনা রূপে ফিরতে পারবেন কি না, সেটি আপাতত সময়ের ওপর তুলে দেওয়া থাকল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগে তবু কিছু রান করতেন বিরাট কোহলি। কিন্তু আইপিএলে তিনি যে সময় কাটাচ্ছেন, সেটাকে দুঃস্বপ্ন বললেও হয়তো কম বলা হবে! একসময়ের অতিমানবীয় কোহলিও যে রক্ত-মাংসের মানুষ, সেটিই যেন প্রমাণ করে দিলেন এবারের আইপিএলে।
ভারতীয় দলের সাবেক কোচ রবি শাস্ত্রী তো কদিন আগে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোহলির মাথা কাজ করছে না। তার বিশ্রাম দরকার। তবে ভারতীয় বোর্ড সভাপতি অবশ্য সেভাবে ভাবছেন না। আইপিএলে রান না পেলেও কোহলিকে নিয়ে মোটেও চিন্তিত নন সৌরভ গাঙ্গুলি। আত্মবিশ্বাসী সৌরভ মনে করেন খুব দ্রুত রানে ফিরবেন কোহলি।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৬ গড়ে কোহলি রান করেছেন ১২৮, যা তাঁর নামের পাশে একেবারেই বেমানান। রানে নেই রোহিত শর্মাও। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলা রোহিতের গড়ও ২০-এর নিচে। এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা দুই ব্যাটার ছন্দহীন। তবু এখনই আশা হারাচ্ছেন না সৌরভ, ‘ওরা বড় ক্রিকেটার। আমি জানি ওরা ছন্দে ফিরবে। আশা করি খুব তাড়াতাড়ি রান করবে। বিরাটের মাথায় কী চলছে আমি জানি না, তবে ও রানে ফিরবেই। খুব বড় মাপের ক্রিকেটার বিরাট।’
২০১৯ সালের পর সেঞ্চুরি নেই কোহলির ব্যাটে। এবারের তো অবস্থা আরও ভয়াবহ। এখন পর্যন্ত একটি হাফ সেঞ্চুরিও করতে পারেননি সাবেক ভারতীয় অধিনায়ক। এমনকি এখন দুই অঙ্কের ঘরে যেতেও উইকেটে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে কোহলিকে। আউট হওয়ার ধরনও বেমানান।
এ অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে। শাস্ত্রীও বিশ্রামের কথা বলছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলবে ভারত। জানা গেছে, সেই সিরিজে জৈব সুরক্ষাবলয় থাকবে না। দীর্ঘদিন পর ক্রিকেটাররা এক বেড়াজাল থেকে মুক্তি পাবেন। মাঠ ও মাঠের বাইরের ক্রিকেট চেনা রূপে ফিরলেও কোহলি চেনা রূপে ফিরতে পারবেন কি না, সেটি আপাতত সময়ের ওপর তুলে দেওয়া থাকল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২৬ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে