
সাকিব আল হাসান মানেই একের পর এক স্মরণীয় কীর্তি। অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে এনে দিয়েছেন মনে রাখার মতো অনেক জয়। দ্বিপাক্ষীয় সিরিজ থেকে আইসিসি ইভেন্ট—সব জায়গাতেই দুর্দান্ত বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
প্রতি বিশ্বকাপ শুরুর আগে স্বাভাবিকভাবেই গত বিশ্বকাপের বিশেষ মুহূর্তগুলো স্মরণ করা হয়। টুর্নামেন্টের সময় যত এগিয়ে আসে, স্মৃতিচারণা করা হয় তত বেশি। আর বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। নতুন বিশ্বকাপ শুরুর আগে তাই পুরোনো বিশ্বকাপ, বিশেষ করে ২০১৯ বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো সামাজিকমাধ্যমে দেখা যাচ্ছে বেশি। মহাযজ্ঞ শুরুর চার দিন আগে গতকাল সন্ধ্যায় স্টার স্পোর্টস ২০১৯ বিশ্বকাপের সেরা চার মুহূর্ত নিয়ে ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছে। যার মধ্যে আছেন সাকিব। কার্ডিফে ইংল্যান্ডের পেসার মার্ক উডের বল পয়েন্টের ওপর দিয়ে চার মারেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার।
সাকিব ছাড়াও ভিডিওতে রয়েছে জস বাটলার, বিরাট কোহলি, কুইন্টন ডি কক-এই তিন তারকা ব্যাটারের বাউন্ডারি। ট্রেন্ট ব্রিজে পাকিস্তানি বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজকে স্কুপ করে ফাইন লেগ দিয়ে চার মারেন বাটলার। কোহলির বাউন্ডারি ছিল বাংলাদেশের বিপক্ষে। এজবাস্টনে রুবেল হোসেনের বল মিড অফ দিয়ে চার মারেন ভারতীয় তারকা ব্যাটার। আর কুইন্টন ডি কক চার মারেন রশিদ খানের বলে। কার্ডিফে স্লগ সুইপে চার মেরে নিজের ফিফটি তুলে নেন ডি কক।
২০১৯ বিশ্বকাপে ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন সাকিব। ৮৬.৫৭ গড়ে করেন ৬০৬ রান। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নারের পরেই ছিলেন সাকিব। বোলিংয়ে নিয়েছেন ১১ উইকেট, যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।

সাকিব আল হাসান মানেই একের পর এক স্মরণীয় কীর্তি। অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে এনে দিয়েছেন মনে রাখার মতো অনেক জয়। দ্বিপাক্ষীয় সিরিজ থেকে আইসিসি ইভেন্ট—সব জায়গাতেই দুর্দান্ত বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
প্রতি বিশ্বকাপ শুরুর আগে স্বাভাবিকভাবেই গত বিশ্বকাপের বিশেষ মুহূর্তগুলো স্মরণ করা হয়। টুর্নামেন্টের সময় যত এগিয়ে আসে, স্মৃতিচারণা করা হয় তত বেশি। আর বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। নতুন বিশ্বকাপ শুরুর আগে তাই পুরোনো বিশ্বকাপ, বিশেষ করে ২০১৯ বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো সামাজিকমাধ্যমে দেখা যাচ্ছে বেশি। মহাযজ্ঞ শুরুর চার দিন আগে গতকাল সন্ধ্যায় স্টার স্পোর্টস ২০১৯ বিশ্বকাপের সেরা চার মুহূর্ত নিয়ে ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছে। যার মধ্যে আছেন সাকিব। কার্ডিফে ইংল্যান্ডের পেসার মার্ক উডের বল পয়েন্টের ওপর দিয়ে চার মারেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার।
সাকিব ছাড়াও ভিডিওতে রয়েছে জস বাটলার, বিরাট কোহলি, কুইন্টন ডি কক-এই তিন তারকা ব্যাটারের বাউন্ডারি। ট্রেন্ট ব্রিজে পাকিস্তানি বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজকে স্কুপ করে ফাইন লেগ দিয়ে চার মারেন বাটলার। কোহলির বাউন্ডারি ছিল বাংলাদেশের বিপক্ষে। এজবাস্টনে রুবেল হোসেনের বল মিড অফ দিয়ে চার মারেন ভারতীয় তারকা ব্যাটার। আর কুইন্টন ডি কক চার মারেন রশিদ খানের বলে। কার্ডিফে স্লগ সুইপে চার মেরে নিজের ফিফটি তুলে নেন ডি কক।
২০১৯ বিশ্বকাপে ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন সাকিব। ৮৬.৫৭ গড়ে করেন ৬০৬ রান। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নারের পরেই ছিলেন সাকিব। বোলিংয়ে নিয়েছেন ১১ উইকেট, যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে