Ajker Patrika

এক ম্যাচে দুই রেকর্ড গড়লেন রোহিত

এক ম্যাচে দুই রেকর্ড গড়লেন রোহিত

আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের তালিকাটা যেন একটা মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে। দুই দিন আগেই রোহিত শর্মাকে ছাড়িয়ে শীর্ষে উঠেছিলেন মার্টিন গাপটিল। আর গতকাল উইন্ডিজের বিপক্ষে ৬৪ রান করার পথে  গাপটিলকে ছাড়িয়ে ফের শীর্ষে উঠে এসেছেন রোহিত।

এই ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছেন রোহিত। এখন সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক ভারতীয় অধিনায়ক। তিনি এ রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন সতীর্থ বিরাট কোহলিকে।

প্রথম টি-টোয়েন্টিতে ভারতের ৬৮ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রোহিত। ম্যাচ জয়ের সঙ্গে এক ম্যাচে দুই রেকর্ড গড়েছেন এই ওপেনার। প্রথম রেকর্ডটি গড়েছেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের। ১২৯ ম্যাচে রোহিত করেছেন ৩৪৪৩ রান। দুইয়ে থাকা গাপটিল ১১৬ ম্যাচে করেছেন ৩৩৯৯ রান। আর তিনে থাকা কোহলি ৯৯ ম্যাচে করেছেন ৩৩০৮ রান।

রোহিতের দ্বিতীয় রেকর্ডটি সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের। এই রেকর্ডটি গড়েছেন সতীর্থ কোহলির রেকর্ড ভেঙে। এত দিন ৩০টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে শীর্ষে ছিলেন সাবেক অধিনায়ক। গতকাল রোহিতের ৪৪ বলের দুর্দান্ত ৬৪ রানের ইনিংস খেলে এই তালিকায়ও এক নম্বরে এসেছেন রোহিত। বর্তমান অধিনায়কের পঞ্চাশোর্ধ্ব ইনিংস এখন ৩১টি।

সংক্ষিপ্ত সংস্করণে কোহলি যেখানে এখনো পর্যন্ত সেঞ্চুরি করতে পারেননি। রোহিত সেখানে চারটিকে পঞ্চাশোর্ধ্ব ইনিংসকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। ২৭ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এই তালিকার তিনে আছেন বাবর আজম। এই সংস্করণে পাকিস্তানের অধিনায়কের সেঞ্চুরি আছে একটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত