
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে অনেক বড় শাস্তিই পেলেন যুক্তরাজ্যভিত্তিক ক্লাব ক্রিকেটার রিজওয়ান জাভেদ। দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে ১৭ বছরের জন্য নিষিদ্ধ হয়ে গেলেন এই ক্রিকেটার। জাভেদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী ৫টি আইন ভাঙার অভিযোগ রয়েছে।
ঘটনা ২০২১ আবুধাবি টি-টেন লিগের। সেই টুর্নামেন্টে দুর্নীতির সঙ্গে জড়ানোর দায়ে রিজওয়ানসহ আট ক্রিকেটারের বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বরে অভিযোগ এনেছিল আইসিসি। তার মধ্যে ছিলেন বাংলাদেশের নাসির হোসেনও। সেই নাসিরকে এ বছরের জানুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে ২ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
আইসিসির নৈতিক বিভাগের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেন, ‘পেশাদার ক্রিকেটারদের বারবার দুর্নীতিতে প্ররোচনা দেওয়ার জন্য রিজওয়ান জাভেদ লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন। দুর্নীতিবাজদের জন্য এটা কঠিন এক বার্তা দিল যারা যেকোনো পর্যায়ের ক্রিকেটারদের শিকারে পরিণত করার চেষ্টা করছে। দুর্নীতিতে জড়ানোর জন্য এসব প্ররোচনা কঠোরভাবে দমন করা হবে।’
যেসব ধারা ভাঙার অপরাধে জাভেদকে অভিযুক্ত করা হয়েছে—
২.১.১
২০২১ আবুধাবি টি-টেন লিগে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকা (তিনটি আলাদা ঘটনা)।
২.১.৩
দুর্নীতিতে জড়িত হতে অন্য খেলোয়াড়কে উপহারের প্রস্তাব দেওয়া
২.১.৪
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ২.১ নম্বর ধারা ভাঙতে কাউকে উৎসাহিত করা, প্ররোচনা দেওয়া, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজে লাগানো
২.৪.৪
দুর্নীতির সঙ্গে জড়িত কোনো প্রস্তাব বা আমন্ত্রণ পাওয়ার কথা ডিএসিওকে বিস্তারিত জানাতে না পারার ব্যর্থতা
২.৪.৬
ডিএসিওর তদন্ত কাজে যথাযথভাবে সহযোগিতা করতে না পারার ব্যর্থতা বা অস্বীকার করা
২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছিলেন রিজওয়ান। তখন ১৪ দিনের মধ্যে তাঁকে এর জবাব দিতে বলা হয়েছিল। যুক্তরাজ্যভিত্তিক ক্লাব ক্রিকেটার জবাব দিতে পারেননি দেখে নিষিদ্ধ হয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে অনেক বড় শাস্তিই পেলেন যুক্তরাজ্যভিত্তিক ক্লাব ক্রিকেটার রিজওয়ান জাভেদ। দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে ১৭ বছরের জন্য নিষিদ্ধ হয়ে গেলেন এই ক্রিকেটার। জাভেদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী ৫টি আইন ভাঙার অভিযোগ রয়েছে।
ঘটনা ২০২১ আবুধাবি টি-টেন লিগের। সেই টুর্নামেন্টে দুর্নীতির সঙ্গে জড়ানোর দায়ে রিজওয়ানসহ আট ক্রিকেটারের বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বরে অভিযোগ এনেছিল আইসিসি। তার মধ্যে ছিলেন বাংলাদেশের নাসির হোসেনও। সেই নাসিরকে এ বছরের জানুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে ২ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি।
আইসিসির নৈতিক বিভাগের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেন, ‘পেশাদার ক্রিকেটারদের বারবার দুর্নীতিতে প্ররোচনা দেওয়ার জন্য রিজওয়ান জাভেদ লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন। দুর্নীতিবাজদের জন্য এটা কঠিন এক বার্তা দিল যারা যেকোনো পর্যায়ের ক্রিকেটারদের শিকারে পরিণত করার চেষ্টা করছে। দুর্নীতিতে জড়ানোর জন্য এসব প্ররোচনা কঠোরভাবে দমন করা হবে।’
যেসব ধারা ভাঙার অপরাধে জাভেদকে অভিযুক্ত করা হয়েছে—
২.১.১
২০২১ আবুধাবি টি-টেন লিগে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকা (তিনটি আলাদা ঘটনা)।
২.১.৩
দুর্নীতিতে জড়িত হতে অন্য খেলোয়াড়কে উপহারের প্রস্তাব দেওয়া
২.১.৪
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ২.১ নম্বর ধারা ভাঙতে কাউকে উৎসাহিত করা, প্ররোচনা দেওয়া, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজে লাগানো
২.৪.৪
দুর্নীতির সঙ্গে জড়িত কোনো প্রস্তাব বা আমন্ত্রণ পাওয়ার কথা ডিএসিওকে বিস্তারিত জানাতে না পারার ব্যর্থতা
২.৪.৬
ডিএসিওর তদন্ত কাজে যথাযথভাবে সহযোগিতা করতে না পারার ব্যর্থতা বা অস্বীকার করা
২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছিলেন রিজওয়ান। তখন ১৪ দিনের মধ্যে তাঁকে এর জবাব দিতে বলা হয়েছিল। যুক্তরাজ্যভিত্তিক ক্লাব ক্রিকেটার জবাব দিতে পারেননি দেখে নিষিদ্ধ হয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে