আজকের পত্রিকা ডেস্ক

দুর্বার রাজশাহীকে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ করে অনেকে ‘দুর্বল রাজশাহী’ বলে থাকেন। বিদ্রুপ করে বলা কথারই এখন বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। টুর্নামেন্টের মাঝপথেই ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়রা তাদের পাওনা টাকা কীভাবে পাবেন, সেই ব্যাপরে কথা বলেছেন রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি।
বিপিএলে চট্টগ্রাম পর্ব খেলা মাঠে গড়ানোর আগেই গতকাল জানা যায়, তাসকিন, বিজয়ের মতো স্থানীয় ক্রিকেটারদের কোনো পারিশ্রমিক পরিশোধ করেনি রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী। তাসকিনরা যেন পাওনা টাকা বুঝে পান, সেই ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গতকাল চট্টগ্রামে চলে গেছেন।
পারিশ্রমিকের সমস্যার সমাধানের ব্যাপারে কী সিদ্ধান্ত হলো, সেটা নিয়ে আজ চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অপি। সাংবাদিকদের রাজশাহী ম্যানেজার বলেন, ‘বিসিবি সভাপতি ও দলের মালিকপক্ষের সঙ্গে যে সভা হয়েছে,সেখানে পরিষ্কারভাবে সব বলা হয়েছে। বোর্ড সভাপতি সেটা আশ্বস্ত করেছেন। আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে মালিকেরা আশ্বস্ত করেছেন আজ ২৫ শতাংশ টাকা নগদ দেওয়া হবে। আজই বাকি ২৫ শতাংশের ১৯ জানুয়ারির একটি চেক দেওয়া হবে। তাতে করে ৫০ শতাংশ চিটাগং অংশেই হয়ে যাবে।
তাসকিনদের পারিশ্রমিক দিতে কেন দেরি হলো রাজশাহীর, সেই প্রশ্ন আজ অপিকে করেছেন সাংবাদিকেরা। সংবাদমাধ্যমকে রাজশাহীর টিম ম্যানেজার বলেন, ‘ক্রিকেটাররা তো পারিশ্রমিকের জন্যই খেলে। তাদের আয়ের বড় উৎস বিপিএল। ৩ তারিখে টাকাটা দেওয়ার কথা ছিল। কিন্তু মিরপুরে বলের আঘাত পেয়েছে তার (রাজশাহীর সত্বাধিকারী) স্ত্রী অসুস্থ হয়েছেন। দেশের বাইরে চলে যাওয়ার কারণে দেরিটা হয়েছে।’
পারিশ্রমিক ইস্যুতে রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বাতিলের কথাও শোনা গেছে। এ ব্যাপারে অপি আজ সাংবাদিকদের বলেন,‘মালিকপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল ১৪ জানুয়ারির মধ্যে পারিশ্রমিক দিতে পারব। কিন্তু ৩ জানুয়ারির অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হয়নি। প্রতিশ্রুতি রক্ষা না করা গেলে কিছু করার থাকে না। আয় না থাকলে মান-অভিমানও চলে আসে। ক্রিকেটাররা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের বিশ্রাম নিতেই বলেছিলাম। পরে যেটা হয়েছে তা আমরাও চাইনি।’

পারিশ্রমিকের ব্যাপারই শুধু নয়, ব্যবস্থাপনার দিক থেকে আরও অনেক ঝামেলা আছে রাজশাহীর। তাসকিনদের জন্য কিট ব্যাগও নেই। এমন সমস্যায় কেন পড়েছে রাজশাহী, সেই ব্যাখ্যায় অপি বলেন, ‘কিট ব্যাগ আমরা ভারত থেকে অর্ডার করেছিলাম। এসেছে হেলমেট, প্যাড ও গ্লাভস। কিট ব্যাগ না আনার কারণ ছিল ইমিগ্রেশন থেকে ছাড়পত্র পাওয়া যায়নি। অন্যান্য দল হয়তো আরও আগে শুরু করেছিল। বিপিএলের সময় যখন ঘনিয়ে আসে, তখন অর্ডার করি। আমাদের এখানে অনেক দেরি হয়ে গেছে।’
৬ ম্যাচে ২ জয় ও ৪ পরাজয়ে ৪ পয়েন্ট এখন দুর্বার রাজশাহীর। সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলে এখন তারা ৬ নম্বরে অবস্থান করছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নামবে রাজশাহী।
এবারের বিপিএল হবে অন্য রকম বিপিএল—টুর্নামেন্ট শুরুর আগে এমন ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বাস্তবে কী হচ্ছে? টিকিট নিয়ে বিশৃঙ্খলা, আম্পায়ারিং নিয়ে অভিযোগ, পারিশ্রমিক নিয়ে ঝামেলা-পুরোনো সমস্যাগুলো তো এবারও দেখা যাচ্ছে।
আরও পড়ুন:

দুর্বার রাজশাহীকে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ করে অনেকে ‘দুর্বল রাজশাহী’ বলে থাকেন। বিদ্রুপ করে বলা কথারই এখন বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। টুর্নামেন্টের মাঝপথেই ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়রা তাদের পাওনা টাকা কীভাবে পাবেন, সেই ব্যাপরে কথা বলেছেন রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি।
বিপিএলে চট্টগ্রাম পর্ব খেলা মাঠে গড়ানোর আগেই গতকাল জানা যায়, তাসকিন, বিজয়ের মতো স্থানীয় ক্রিকেটারদের কোনো পারিশ্রমিক পরিশোধ করেনি রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী। তাসকিনরা যেন পাওনা টাকা বুঝে পান, সেই ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গতকাল চট্টগ্রামে চলে গেছেন।
পারিশ্রমিকের সমস্যার সমাধানের ব্যাপারে কী সিদ্ধান্ত হলো, সেটা নিয়ে আজ চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অপি। সাংবাদিকদের রাজশাহী ম্যানেজার বলেন, ‘বিসিবি সভাপতি ও দলের মালিকপক্ষের সঙ্গে যে সভা হয়েছে,সেখানে পরিষ্কারভাবে সব বলা হয়েছে। বোর্ড সভাপতি সেটা আশ্বস্ত করেছেন। আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে মালিকেরা আশ্বস্ত করেছেন আজ ২৫ শতাংশ টাকা নগদ দেওয়া হবে। আজই বাকি ২৫ শতাংশের ১৯ জানুয়ারির একটি চেক দেওয়া হবে। তাতে করে ৫০ শতাংশ চিটাগং অংশেই হয়ে যাবে।
তাসকিনদের পারিশ্রমিক দিতে কেন দেরি হলো রাজশাহীর, সেই প্রশ্ন আজ অপিকে করেছেন সাংবাদিকেরা। সংবাদমাধ্যমকে রাজশাহীর টিম ম্যানেজার বলেন, ‘ক্রিকেটাররা তো পারিশ্রমিকের জন্যই খেলে। তাদের আয়ের বড় উৎস বিপিএল। ৩ তারিখে টাকাটা দেওয়ার কথা ছিল। কিন্তু মিরপুরে বলের আঘাত পেয়েছে তার (রাজশাহীর সত্বাধিকারী) স্ত্রী অসুস্থ হয়েছেন। দেশের বাইরে চলে যাওয়ার কারণে দেরিটা হয়েছে।’
পারিশ্রমিক ইস্যুতে রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বাতিলের কথাও শোনা গেছে। এ ব্যাপারে অপি আজ সাংবাদিকদের বলেন,‘মালিকপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল ১৪ জানুয়ারির মধ্যে পারিশ্রমিক দিতে পারব। কিন্তু ৩ জানুয়ারির অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হয়নি। প্রতিশ্রুতি রক্ষা না করা গেলে কিছু করার থাকে না। আয় না থাকলে মান-অভিমানও চলে আসে। ক্রিকেটাররা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের বিশ্রাম নিতেই বলেছিলাম। পরে যেটা হয়েছে তা আমরাও চাইনি।’

পারিশ্রমিকের ব্যাপারই শুধু নয়, ব্যবস্থাপনার দিক থেকে আরও অনেক ঝামেলা আছে রাজশাহীর। তাসকিনদের জন্য কিট ব্যাগও নেই। এমন সমস্যায় কেন পড়েছে রাজশাহী, সেই ব্যাখ্যায় অপি বলেন, ‘কিট ব্যাগ আমরা ভারত থেকে অর্ডার করেছিলাম। এসেছে হেলমেট, প্যাড ও গ্লাভস। কিট ব্যাগ না আনার কারণ ছিল ইমিগ্রেশন থেকে ছাড়পত্র পাওয়া যায়নি। অন্যান্য দল হয়তো আরও আগে শুরু করেছিল। বিপিএলের সময় যখন ঘনিয়ে আসে, তখন অর্ডার করি। আমাদের এখানে অনেক দেরি হয়ে গেছে।’
৬ ম্যাচে ২ জয় ও ৪ পরাজয়ে ৪ পয়েন্ট এখন দুর্বার রাজশাহীর। সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলে এখন তারা ৬ নম্বরে অবস্থান করছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নামবে রাজশাহী।
এবারের বিপিএল হবে অন্য রকম বিপিএল—টুর্নামেন্ট শুরুর আগে এমন ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বাস্তবে কী হচ্ছে? টিকিট নিয়ে বিশৃঙ্খলা, আম্পায়ারিং নিয়ে অভিযোগ, পারিশ্রমিক নিয়ে ঝামেলা-পুরোনো সমস্যাগুলো তো এবারও দেখা যাচ্ছে।
আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৭ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৯ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১২ ঘণ্টা আগে