
এশিয়া কাপ শেষ হলেও ভারতের ব্যস্ত সূচি শেষ হচ্ছে না শিগগিরই। ওয়ানডে বিশ্বকাপের আগে আরও বেশ কিছু ম্যাচ খেলতে হবে রোহিত শর্মার দলকে। আইসিসির এমন বড় ইভেন্টের আগে তা ভারতের ওপর প্রভাব ফেলবে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে এশিয়া কাপ জিতেছে ভারত। এরপরই ভারতকে খেলতে হবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২,২৪ ও ২৭ সেপ্টেম্বর মোহালি, ইন্দোর, রাজকোটে হবে তিন ওয়ানডে। এখানেই শেষ নয়, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ম্যাচ দুটি হবে আবার দুই ভিন্ন ভেন্যু গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে।
সব মিলিয়ে বিশ্বকাপের আগে ভারতের ওপর বেশ ধকলই যাবে। ম্যাচের পাশাপাশি এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ভ্রমণ ক্লান্তি তো রয়েছেই। এছাড়া ভারতীয় দলে ইঞ্জুরিরও সমস্যা রয়েছে। চোটে পড়ায় এশিয়া কাপের ফাইনালের আগেই ছিটকে যান অক্ষর প্যাটেল। তাছাড়া লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার পুরোপুরি ফিট না হয়েও খেলেছেন এশিয়া কাপ। এ কারণেই ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলাটা অপ্রয়োজনীয় মনে করছেন আকরাম। এশিয়া কাপ ফাইনাল শেষে স্টার স্পোর্টসকে পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেছেন, ‘ভারতে অনেক ভেন্যু আছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে একদিন লাগে (প্রতি ম্যাচের আগে)। বিশ্বকাপের আগে আপনাকে শক্তি ধরে রাখতে হবে। আমি বুঝতে পারছি না কেন তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এটা অনেক আগেই হয়তো তৈরি করা হয়েছে, তবে এটা দরকার ছিল না। যখন আপনি ঘরের মাঠে ফেভারিট, এত বড় টুর্নামেন্টের আগে আপনি নিশ্চয়ই ক্লান্ত হতে চাইবেন না। যদি আপনার দলে অনেক খেলোয়াড় থাকে, তাহলে সেটা করতে পারেন।’
২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ রেখেছে আইসিসি। আর ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। ৮ অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। ১৯ নভেম্বর আহমেদাবাদেই হবে ফাইনাল।

এশিয়া কাপ শেষ হলেও ভারতের ব্যস্ত সূচি শেষ হচ্ছে না শিগগিরই। ওয়ানডে বিশ্বকাপের আগে আরও বেশ কিছু ম্যাচ খেলতে হবে রোহিত শর্মার দলকে। আইসিসির এমন বড় ইভেন্টের আগে তা ভারতের ওপর প্রভাব ফেলবে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে এশিয়া কাপ জিতেছে ভারত। এরপরই ভারতকে খেলতে হবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২,২৪ ও ২৭ সেপ্টেম্বর মোহালি, ইন্দোর, রাজকোটে হবে তিন ওয়ানডে। এখানেই শেষ নয়, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ম্যাচ দুটি হবে আবার দুই ভিন্ন ভেন্যু গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে।
সব মিলিয়ে বিশ্বকাপের আগে ভারতের ওপর বেশ ধকলই যাবে। ম্যাচের পাশাপাশি এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ভ্রমণ ক্লান্তি তো রয়েছেই। এছাড়া ভারতীয় দলে ইঞ্জুরিরও সমস্যা রয়েছে। চোটে পড়ায় এশিয়া কাপের ফাইনালের আগেই ছিটকে যান অক্ষর প্যাটেল। তাছাড়া লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার পুরোপুরি ফিট না হয়েও খেলেছেন এশিয়া কাপ। এ কারণেই ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলাটা অপ্রয়োজনীয় মনে করছেন আকরাম। এশিয়া কাপ ফাইনাল শেষে স্টার স্পোর্টসকে পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেছেন, ‘ভারতে অনেক ভেন্যু আছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে একদিন লাগে (প্রতি ম্যাচের আগে)। বিশ্বকাপের আগে আপনাকে শক্তি ধরে রাখতে হবে। আমি বুঝতে পারছি না কেন তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এটা অনেক আগেই হয়তো তৈরি করা হয়েছে, তবে এটা দরকার ছিল না। যখন আপনি ঘরের মাঠে ফেভারিট, এত বড় টুর্নামেন্টের আগে আপনি নিশ্চয়ই ক্লান্ত হতে চাইবেন না। যদি আপনার দলে অনেক খেলোয়াড় থাকে, তাহলে সেটা করতে পারেন।’
২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ রেখেছে আইসিসি। আর ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। ৮ অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। ১৯ নভেম্বর আহমেদাবাদেই হবে ফাইনাল।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল তারা।
৩৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সংস্করণে ৩ ম্যাচের সিরিজ খেলছে তারা। বিশ্বকাপের জন্য তাই এই সিরিজ থেকেই সেরা একাদশের খোঁজ করছেন আফগান অধিনায়ক রশিদ খান।
১ ঘণ্টা আগে
শিরোনাম দেখে ভড়কে যাওয়ার কারণ নেই। ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ফিরছেন না জাতীয় দলে। বলছি ফুটবলার মাশরাফি ইসলামের কথা; সদ্য সমাপ্ত প্রথম বিভাগ লিগে ১৮ গোল করে যিনি হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। তাঁর দল মহাখালী একাদশ দ্বিতীয় হয়ে লিগ শেষ করে পেয়েছে প্রমোশন। লিগে চ্যাম্পিয়ন হয়েছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র; আগ
২ ঘণ্টা আগে
২১ জানুয়ারি বা আগামীকালই কি আইসিসি জানিয়ে দিচ্ছে, বাংলাদেশের ভাগ্যে কী আছে। বিশ্বকাপ আদৌ খেলা হবে, নাকি নিজেদের চাওয়ামতো শ্রীলঙ্কায় খেলার সুযোগ হবে। বিসিবির একাধিক পরিচালক গতকাল জানিয়েছেন, তাঁদের ২১ জানুয়ারির কোনো ডেডলাইন জানা নেই। তবে এটা ঠিক, এ সপ্তাহেই চলে আসতে পারে সিদ্ধান্ত। বিশ্বকাপে খেলা না
২ ঘণ্টা আগে