
এশিয়া কাপ শেষ হলেও ভারতের ব্যস্ত সূচি শেষ হচ্ছে না শিগগিরই। ওয়ানডে বিশ্বকাপের আগে আরও বেশ কিছু ম্যাচ খেলতে হবে রোহিত শর্মার দলকে। আইসিসির এমন বড় ইভেন্টের আগে তা ভারতের ওপর প্রভাব ফেলবে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে এশিয়া কাপ জিতেছে ভারত। এরপরই ভারতকে খেলতে হবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২,২৪ ও ২৭ সেপ্টেম্বর মোহালি, ইন্দোর, রাজকোটে হবে তিন ওয়ানডে। এখানেই শেষ নয়, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ম্যাচ দুটি হবে আবার দুই ভিন্ন ভেন্যু গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে।
সব মিলিয়ে বিশ্বকাপের আগে ভারতের ওপর বেশ ধকলই যাবে। ম্যাচের পাশাপাশি এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ভ্রমণ ক্লান্তি তো রয়েছেই। এছাড়া ভারতীয় দলে ইঞ্জুরিরও সমস্যা রয়েছে। চোটে পড়ায় এশিয়া কাপের ফাইনালের আগেই ছিটকে যান অক্ষর প্যাটেল। তাছাড়া লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার পুরোপুরি ফিট না হয়েও খেলেছেন এশিয়া কাপ। এ কারণেই ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলাটা অপ্রয়োজনীয় মনে করছেন আকরাম। এশিয়া কাপ ফাইনাল শেষে স্টার স্পোর্টসকে পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেছেন, ‘ভারতে অনেক ভেন্যু আছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে একদিন লাগে (প্রতি ম্যাচের আগে)। বিশ্বকাপের আগে আপনাকে শক্তি ধরে রাখতে হবে। আমি বুঝতে পারছি না কেন তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এটা অনেক আগেই হয়তো তৈরি করা হয়েছে, তবে এটা দরকার ছিল না। যখন আপনি ঘরের মাঠে ফেভারিট, এত বড় টুর্নামেন্টের আগে আপনি নিশ্চয়ই ক্লান্ত হতে চাইবেন না। যদি আপনার দলে অনেক খেলোয়াড় থাকে, তাহলে সেটা করতে পারেন।’
২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ রেখেছে আইসিসি। আর ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। ৮ অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। ১৯ নভেম্বর আহমেদাবাদেই হবে ফাইনাল।

এশিয়া কাপ শেষ হলেও ভারতের ব্যস্ত সূচি শেষ হচ্ছে না শিগগিরই। ওয়ানডে বিশ্বকাপের আগে আরও বেশ কিছু ম্যাচ খেলতে হবে রোহিত শর্মার দলকে। আইসিসির এমন বড় ইভেন্টের আগে তা ভারতের ওপর প্রভাব ফেলবে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে এশিয়া কাপ জিতেছে ভারত। এরপরই ভারতকে খেলতে হবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২,২৪ ও ২৭ সেপ্টেম্বর মোহালি, ইন্দোর, রাজকোটে হবে তিন ওয়ানডে। এখানেই শেষ নয়, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ম্যাচ দুটি হবে আবার দুই ভিন্ন ভেন্যু গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে।
সব মিলিয়ে বিশ্বকাপের আগে ভারতের ওপর বেশ ধকলই যাবে। ম্যাচের পাশাপাশি এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ভ্রমণ ক্লান্তি তো রয়েছেই। এছাড়া ভারতীয় দলে ইঞ্জুরিরও সমস্যা রয়েছে। চোটে পড়ায় এশিয়া কাপের ফাইনালের আগেই ছিটকে যান অক্ষর প্যাটেল। তাছাড়া লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার পুরোপুরি ফিট না হয়েও খেলেছেন এশিয়া কাপ। এ কারণেই ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলাটা অপ্রয়োজনীয় মনে করছেন আকরাম। এশিয়া কাপ ফাইনাল শেষে স্টার স্পোর্টসকে পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেছেন, ‘ভারতে অনেক ভেন্যু আছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে একদিন লাগে (প্রতি ম্যাচের আগে)। বিশ্বকাপের আগে আপনাকে শক্তি ধরে রাখতে হবে। আমি বুঝতে পারছি না কেন তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এটা অনেক আগেই হয়তো তৈরি করা হয়েছে, তবে এটা দরকার ছিল না। যখন আপনি ঘরের মাঠে ফেভারিট, এত বড় টুর্নামেন্টের আগে আপনি নিশ্চয়ই ক্লান্ত হতে চাইবেন না। যদি আপনার দলে অনেক খেলোয়াড় থাকে, তাহলে সেটা করতে পারেন।’
২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ রেখেছে আইসিসি। আর ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। ৮ অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। ১৯ নভেম্বর আহমেদাবাদেই হবে ফাইনাল।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১২ ঘণ্টা আগে