নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুর টেস্টে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে দারুণ এক সেঞ্চুরি করেছেন লরকান টাকার। এতে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটারও হয়ে গেলেন তিনি। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলেছিল আয়ারল্যান্ড। ওই ম্যাচে অভিষেক টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়েন কেভিন ও’ব্রায়েন। ১১৮ রান করেছিলেন এ অলরাউন্ডার।
বাংলাদেশের বিপক্ষে আজ টেস্টের তৃতীয় দিন ১০৮ রান করে ইবাদত হোসেনের শিকার হয়ে ফিরেছেন টাকার। ১৪টি চার ও এবং ছক্কায় সাজানো ইনিংসে খেলেছেন ১৬২ বল। তৃতীয় সেশনে তাঁকে ফিরিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশও।
আগের দুই সেশনে বাংলাদেশের বোলারদের মাত্র ২ উইকেট দিয়েছে আয়ারল্যান্ড। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম উইকেটে দারুণ ৩টি জুটির সৌজন্যে ৪৪ রানের লিড নিয়ে দ্বিতীয় সেশন শেষ করেছে সফরকারীরা। পঞ্চম উইকেটে হ্যারি টেক্টর ও পিটার মুর ১৫৪ বলে গড়েছিলেন ৩৮ রানের জুটি। ষষ্ঠ উইকেটে লরকান টাকারকে নিয়ে ১৪৫ বলে ৭২ রানের আরেকটা কার্যকরী জুটি গড়েন টেক্টর।
মিরপুর টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছেন টেক্টর। দলের বিপর্যয়ের মুহূর্তে ১৫৯ বলে খেলেছেন ৫৬ রানের ধৈর্যশীল ইনিংস। প্রথম সেশনে মুরকে ড্রেসিংরুমে ফেরান শরিফুল। দ্বিতীয় সেশনে এলবিডব্লিউর ফাঁদে পড়ে তাইজুল ইসলামের শিকার হয়ে ফেরেন টেক্টর।
সপ্তম উইকেটে অ্যান্ডি ম্যাকব্রাইনকে সঙ্গে নিয়ে টাকার কাটিয়ে দেন দ্বিতীয় সেশনের বাকি সময়। তাঁদের দুজনের ব্যাটে ১৫৫ রানে পিছিয়ে থাকা আয়ারল্যান্ড পেয়েছে লিডও। ইতিমধ্যে ১৭১ বলে সপ্তম উইকেট জুটিতে তাঁরা যোগ করেছেন ১১১ রান।
ফিফটির পথে হাঁটছেন ম্যাকব্রাইন। ৪৩ রানে ব্যাটিং করছেন এ অলরাউন্ডার। এ প্রতিবেদন পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৩৭ রান। এতে তাদের লিড হলো ৮২ রান।

মিরপুর টেস্টে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে দারুণ এক সেঞ্চুরি করেছেন লরকান টাকার। এতে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটারও হয়ে গেলেন তিনি। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলেছিল আয়ারল্যান্ড। ওই ম্যাচে অভিষেক টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়েন কেভিন ও’ব্রায়েন। ১১৮ রান করেছিলেন এ অলরাউন্ডার।
বাংলাদেশের বিপক্ষে আজ টেস্টের তৃতীয় দিন ১০৮ রান করে ইবাদত হোসেনের শিকার হয়ে ফিরেছেন টাকার। ১৪টি চার ও এবং ছক্কায় সাজানো ইনিংসে খেলেছেন ১৬২ বল। তৃতীয় সেশনে তাঁকে ফিরিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশও।
আগের দুই সেশনে বাংলাদেশের বোলারদের মাত্র ২ উইকেট দিয়েছে আয়ারল্যান্ড। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম উইকেটে দারুণ ৩টি জুটির সৌজন্যে ৪৪ রানের লিড নিয়ে দ্বিতীয় সেশন শেষ করেছে সফরকারীরা। পঞ্চম উইকেটে হ্যারি টেক্টর ও পিটার মুর ১৫৪ বলে গড়েছিলেন ৩৮ রানের জুটি। ষষ্ঠ উইকেটে লরকান টাকারকে নিয়ে ১৪৫ বলে ৭২ রানের আরেকটা কার্যকরী জুটি গড়েন টেক্টর।
মিরপুর টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছেন টেক্টর। দলের বিপর্যয়ের মুহূর্তে ১৫৯ বলে খেলেছেন ৫৬ রানের ধৈর্যশীল ইনিংস। প্রথম সেশনে মুরকে ড্রেসিংরুমে ফেরান শরিফুল। দ্বিতীয় সেশনে এলবিডব্লিউর ফাঁদে পড়ে তাইজুল ইসলামের শিকার হয়ে ফেরেন টেক্টর।
সপ্তম উইকেটে অ্যান্ডি ম্যাকব্রাইনকে সঙ্গে নিয়ে টাকার কাটিয়ে দেন দ্বিতীয় সেশনের বাকি সময়। তাঁদের দুজনের ব্যাটে ১৫৫ রানে পিছিয়ে থাকা আয়ারল্যান্ড পেয়েছে লিডও। ইতিমধ্যে ১৭১ বলে সপ্তম উইকেট জুটিতে তাঁরা যোগ করেছেন ১১১ রান।
ফিফটির পথে হাঁটছেন ম্যাকব্রাইন। ৪৩ রানে ব্যাটিং করছেন এ অলরাউন্ডার। এ প্রতিবেদন পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৩৭ রান। এতে তাদের লিড হলো ৮২ রান।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
২ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৪ ঘণ্টা আগে