
জয়ের জন্য শেষ দুই ওভারে গুজরাট টাইটানসের দরকার ছিল ৩৫ রান। সেই সমীকরণ শেষ ওভারে গিয়ে দাঁড়ায় ১৫ রান। আভেশ খানকে ৩ চারে জয়ের রোমাঞ্চকর কাজটি সারেন রশিদ খান।
গতকাল জয়পুরে আইপিএলে রশিদের বীরত্বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে গুজরাট। ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুবমান গিল ফিরলে হার চোখ রাঙাচ্ছিল তাঁর দলকে। তবে সেটি হতে দেননি রশিদ। ১১ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে ম্যাচ বের করে আনেন আফগান স্পিনার। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি।
এমন রোমাঞ্চকর জয়ের ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন গিল। ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ড। আইপিএলে সবচেয়ে কম বয়সী হিসেবে ৩ হাজার রানের মাইফলক ছুঁলেন এই ওপেনার। রাজস্থানের বিপক্ষে ৪৪ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে ৩ হাজার রানের মাইফলক ছুঁয়েছেন গিল। এদিন তাঁর বয়স ছিল ২৪ বছর ২১৫ দিন। সবচেয়ে কম বয়সী হিসেবে আইপিএলে এর আগে ৩ হাজার রানের সংগ্রাহক হওয়ার সময় কোহলির বয়স ছিল ২৬ বছর ১৮৬ দিন।
আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ডটি লোকেশ রাহুলের। তাঁর লেগেছিল ৮০ ইনিংস। এ তালিকায় গিল দুই নম্বরে। ভারতীয় ওপেনারের লাগল ৯৪ ইনিংস। তবে সব মিলিয়ে আইপিএলে দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক গড়ার কীর্তিটি ক্রিস গেইলের। ক্যারিবীয় কিংবদন্তির এই কীর্তি গড়তে লেগেছিল ৭৫ ইনিংস। পরের স্থানে রাহুল। তিনে থাকা জস বাটলার, গিল ও ফাফ ডু প্লেসির লেগেছে সমান ৯৪ ইনিংস।
গিল কীর্তি গড়ার ম্যাচে হারের সঙ্গে শাস্তিও জুটেছে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের। গুজরাটের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে শাস্তি হিসেবে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে তাঁকে। তাঁর দল হারল টানা ৪ জয়ের পর।

জয়ের জন্য শেষ দুই ওভারে গুজরাট টাইটানসের দরকার ছিল ৩৫ রান। সেই সমীকরণ শেষ ওভারে গিয়ে দাঁড়ায় ১৫ রান। আভেশ খানকে ৩ চারে জয়ের রোমাঞ্চকর কাজটি সারেন রশিদ খান।
গতকাল জয়পুরে আইপিএলে রশিদের বীরত্বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে গুজরাট। ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুবমান গিল ফিরলে হার চোখ রাঙাচ্ছিল তাঁর দলকে। তবে সেটি হতে দেননি রশিদ। ১১ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে ম্যাচ বের করে আনেন আফগান স্পিনার। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি।
এমন রোমাঞ্চকর জয়ের ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন গিল। ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ড। আইপিএলে সবচেয়ে কম বয়সী হিসেবে ৩ হাজার রানের মাইফলক ছুঁলেন এই ওপেনার। রাজস্থানের বিপক্ষে ৪৪ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে ৩ হাজার রানের মাইফলক ছুঁয়েছেন গিল। এদিন তাঁর বয়স ছিল ২৪ বছর ২১৫ দিন। সবচেয়ে কম বয়সী হিসেবে আইপিএলে এর আগে ৩ হাজার রানের সংগ্রাহক হওয়ার সময় কোহলির বয়স ছিল ২৬ বছর ১৮৬ দিন।
আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ডটি লোকেশ রাহুলের। তাঁর লেগেছিল ৮০ ইনিংস। এ তালিকায় গিল দুই নম্বরে। ভারতীয় ওপেনারের লাগল ৯৪ ইনিংস। তবে সব মিলিয়ে আইপিএলে দ্রুততম ৩ হাজার রানের মাইলফলক গড়ার কীর্তিটি ক্রিস গেইলের। ক্যারিবীয় কিংবদন্তির এই কীর্তি গড়তে লেগেছিল ৭৫ ইনিংস। পরের স্থানে রাহুল। তিনে থাকা জস বাটলার, গিল ও ফাফ ডু প্লেসির লেগেছে সমান ৯৪ ইনিংস।
গিল কীর্তি গড়ার ম্যাচে হারের সঙ্গে শাস্তিও জুটেছে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের। গুজরাটের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে শাস্তি হিসেবে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে তাঁকে। তাঁর দল হারল টানা ৪ জয়ের পর।

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
১ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
১ ঘণ্টা আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
৩ ঘণ্টা আগে