নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জরুরি বৈঠক শেষে গতকাল রাতে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। অধিনায়কত্ব ছেড়ে দিলেও খেলোয়াড় হিসেবে থাকছেন তিনি। তবে ক্রিকেটার হিসেবে ফেরাটাও শিগ্গির হচ্ছে না। এশিয়া কাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ফিরবেন তিনি।
তামিম অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় একটা শূন্যতা তৈরি হয়েছে ওয়ানডে দলে। অধিনায়কের দায়িত্ব কে নেবেন, সেটা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। নতুন অধিনায়ক কে হতে পারেন প্রশ্নে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এটা তো এই মুহূর্তে বলা কঠিন। সে (তামিম) যদি বলত যে এশিয়া কাপ খেলব না, আমাদের অবশ্যই একজন তো আছেই লিটন দাস (সহ-অধিনায়ক)। কিন্তু এটা তো হচ্ছে না। সে যে অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছে, এটা আমি আজই (গতকাল) জানলাম। এটা দু-একজনের সঙ্গে কথা না বলে বলতে পারছি না।’
যাঁকেই দায়িত্ব দেওয়া হোক, বিশ্বকাপ তো অবশ্যই অন্তত দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পাপন। কদিন ধরে একটা গুঞ্জন চলছিল, সাকিব আল হাসানকে ওয়ানডে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও বিসিবির সেই প্রস্তাব নাকি তিনি গ্রহণ করেননি। বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছেন বিসিবি সভাপতি পাপন। যত দূর জানা গেছে, এই মুহূর্তে বিসিবির হাতে সম্ভাব্য দুটি অপশন আছে। প্রথমত, অন্য দুই সংস্করণের অধিনায়ক সাকিবের হাতে দায়িত্ব তুলে দেওয়া। যদি সাকিব রাজি হয়ে যান, সে ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যায়। যদি সাকিব কোনো কারণে রাজি না হন, সে ক্ষেত্রে সহ-অধিনায়ক লিটন দাসের দিকে হাত বাড়াতে হবে। এই সময়ে অনেক কিছুই নির্ভর করছে ‘যদি’ ‘কিন্তু’র ওপর। পাপন জানিয়েছেন, যাঁকেই বেছে নেওয়া হোক, আগে ক্রিকেটারদের মতামত নেওয়া হবে। ক্রিকেটারদের মতামতের পর বল থাকবে বিসিবির কোর্টে।

জরুরি বৈঠক শেষে গতকাল রাতে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। অধিনায়কত্ব ছেড়ে দিলেও খেলোয়াড় হিসেবে থাকছেন তিনি। তবে ক্রিকেটার হিসেবে ফেরাটাও শিগ্গির হচ্ছে না। এশিয়া কাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ফিরবেন তিনি।
তামিম অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় একটা শূন্যতা তৈরি হয়েছে ওয়ানডে দলে। অধিনায়কের দায়িত্ব কে নেবেন, সেটা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। নতুন অধিনায়ক কে হতে পারেন প্রশ্নে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এটা তো এই মুহূর্তে বলা কঠিন। সে (তামিম) যদি বলত যে এশিয়া কাপ খেলব না, আমাদের অবশ্যই একজন তো আছেই লিটন দাস (সহ-অধিনায়ক)। কিন্তু এটা তো হচ্ছে না। সে যে অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছে, এটা আমি আজই (গতকাল) জানলাম। এটা দু-একজনের সঙ্গে কথা না বলে বলতে পারছি না।’
যাঁকেই দায়িত্ব দেওয়া হোক, বিশ্বকাপ তো অবশ্যই অন্তত দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পাপন। কদিন ধরে একটা গুঞ্জন চলছিল, সাকিব আল হাসানকে ওয়ানডে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও বিসিবির সেই প্রস্তাব নাকি তিনি গ্রহণ করেননি। বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছেন বিসিবি সভাপতি পাপন। যত দূর জানা গেছে, এই মুহূর্তে বিসিবির হাতে সম্ভাব্য দুটি অপশন আছে। প্রথমত, অন্য দুই সংস্করণের অধিনায়ক সাকিবের হাতে দায়িত্ব তুলে দেওয়া। যদি সাকিব রাজি হয়ে যান, সে ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যায়। যদি সাকিব কোনো কারণে রাজি না হন, সে ক্ষেত্রে সহ-অধিনায়ক লিটন দাসের দিকে হাত বাড়াতে হবে। এই সময়ে অনেক কিছুই নির্ভর করছে ‘যদি’ ‘কিন্তু’র ওপর। পাপন জানিয়েছেন, যাঁকেই বেছে নেওয়া হোক, আগে ক্রিকেটারদের মতামত নেওয়া হবে। ক্রিকেটারদের মতামতের পর বল থাকবে বিসিবির কোর্টে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে