নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই বছর ধরে বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলে নেই সৌম্য সরকার। বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০ ওভারের ম্যাচও খেলেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাদ পড়ার কারণও খুব পরিষ্কার–সৌম্যর টানা বাজে ফর্ম। ফর্মে ফেরার জন্য ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) মঞ্চ হিসেবে পেয়েও হতাশায় মুখ ঢাকছেন বাঁহাতি এই ব্যাটার।
ডিপিএলের ৯ম রাউন্ড পর্যন্ত সৌম্য করেছেন মাত্র একটি ফিফটি। অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলেছিলেন সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস। আজ ব্রাদার্সের ইউনিয়নের বিপক্ষে মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচে আউট হয়েছেন ৯ রানে। তার আগের ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে করেছেন মাত্র ১৩ রান। একটা সময় বাংলাদেশের হয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন সৌম্য। ম্যাচ জেতানো অনেক ইনিংস আছে তাঁর।
সৌম্যর সামর্থ্য নিয়ে বলার কিছু নেই। কিন্তু তাঁর টানা বাজে ফর্মে হতাশ বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। আজ ফতুল্লায় সাংবাদিকদের তিনি বলেন, ‘ওর কাছে যে প্রত্যাশা ছিল, ঠিক আসলে তা পাচ্ছি না। কিছুদিন আগেও দলের সঙ্গে ছিল। অতীতে সে অনেক ভালো ভালো ইনিংস খেলেছে, ম্যাচ উইনার। ঘরোয়া লিগেও ওর কাছে যেরকম প্রত্যাশা করছি, ওরকম পাচ্ছি না। ও এখনো আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। ওর সামর্থ্য সম্পর্কে আমরা সবাই জানি। যেমনটা প্রত্যাশা করছি, ঠিক তেমনটা হচ্ছে না। একটু তো হতাশ অবশ্যই।’
সুমনের মতে, কীভাবে ব্যাটিং করবেন তা ঠিক করতে হবে সৌম্যকেই, ‘ওর সঙ্গে সবাই কথা বলছে, যে সমর্থন দেওয়া দরকার, মানসিক সমর্থন–সেটা সব সময় দেওয়া হয়। সে সব সময় দলের মধ্যে আছে, আসা-যাওয়ার মধ্যে আছে। সৌম্য কিন্তু অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। নতুন না, যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। ওর নিজেকেই ঠিক করতে হবে খেলাটা কীভাবে খেলবে।’
সুমন মনে করছেন, ফর্মে ফিরতে সৌম্যর প্রয়োজন নিজের ব্যাটিং পরিকল্পনা করা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘ব্যাটিং পরিকল্পনা করতে হবে। সব ব্যাটারেরই ব্যাটিং পরিকল্পনা থাকে। নিজস্ব পরিকল্পনা করেই মাঠে নামে। কোন বোলারকে মারব, কোন বোলারকে ঠেকাব, কোন পাশে মাঠ ছোট, কোন পাশে বড়, বাতাসটা কোন দিকে এগুলো—কিছু মূল বিষয় থাকে। সব ব্যাটারেরই ব্যাটিং পরিকল্পনা থাকে। সৌম্যকে নিজের ব্যাটিং পরিকল্পনা ঠিক করতে হবে, আসলে সে কীভাবে ব্যাটিং করতে চায়। নিজের ব্যাটিংটা বোঝা খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটারের জন্য। সৌম্য অনেক ম্যাচ খেলেছে, ওকে আসলে বোঝানোর কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাফল্য পেয়েছিল।’

দুই বছর ধরে বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলে নেই সৌম্য সরকার। বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০ ওভারের ম্যাচও খেলেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাদ পড়ার কারণও খুব পরিষ্কার–সৌম্যর টানা বাজে ফর্ম। ফর্মে ফেরার জন্য ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) মঞ্চ হিসেবে পেয়েও হতাশায় মুখ ঢাকছেন বাঁহাতি এই ব্যাটার।
ডিপিএলের ৯ম রাউন্ড পর্যন্ত সৌম্য করেছেন মাত্র একটি ফিফটি। অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলেছিলেন সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস। আজ ব্রাদার্সের ইউনিয়নের বিপক্ষে মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচে আউট হয়েছেন ৯ রানে। তার আগের ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে করেছেন মাত্র ১৩ রান। একটা সময় বাংলাদেশের হয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন সৌম্য। ম্যাচ জেতানো অনেক ইনিংস আছে তাঁর।
সৌম্যর সামর্থ্য নিয়ে বলার কিছু নেই। কিন্তু তাঁর টানা বাজে ফর্মে হতাশ বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। আজ ফতুল্লায় সাংবাদিকদের তিনি বলেন, ‘ওর কাছে যে প্রত্যাশা ছিল, ঠিক আসলে তা পাচ্ছি না। কিছুদিন আগেও দলের সঙ্গে ছিল। অতীতে সে অনেক ভালো ভালো ইনিংস খেলেছে, ম্যাচ উইনার। ঘরোয়া লিগেও ওর কাছে যেরকম প্রত্যাশা করছি, ওরকম পাচ্ছি না। ও এখনো আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। ওর সামর্থ্য সম্পর্কে আমরা সবাই জানি। যেমনটা প্রত্যাশা করছি, ঠিক তেমনটা হচ্ছে না। একটু তো হতাশ অবশ্যই।’
সুমনের মতে, কীভাবে ব্যাটিং করবেন তা ঠিক করতে হবে সৌম্যকেই, ‘ওর সঙ্গে সবাই কথা বলছে, যে সমর্থন দেওয়া দরকার, মানসিক সমর্থন–সেটা সব সময় দেওয়া হয়। সে সব সময় দলের মধ্যে আছে, আসা-যাওয়ার মধ্যে আছে। সৌম্য কিন্তু অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। নতুন না, যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। ওর নিজেকেই ঠিক করতে হবে খেলাটা কীভাবে খেলবে।’
সুমন মনে করছেন, ফর্মে ফিরতে সৌম্যর প্রয়োজন নিজের ব্যাটিং পরিকল্পনা করা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘ব্যাটিং পরিকল্পনা করতে হবে। সব ব্যাটারেরই ব্যাটিং পরিকল্পনা থাকে। নিজস্ব পরিকল্পনা করেই মাঠে নামে। কোন বোলারকে মারব, কোন বোলারকে ঠেকাব, কোন পাশে মাঠ ছোট, কোন পাশে বড়, বাতাসটা কোন দিকে এগুলো—কিছু মূল বিষয় থাকে। সব ব্যাটারেরই ব্যাটিং পরিকল্পনা থাকে। সৌম্যকে নিজের ব্যাটিং পরিকল্পনা ঠিক করতে হবে, আসলে সে কীভাবে ব্যাটিং করতে চায়। নিজের ব্যাটিংটা বোঝা খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটারের জন্য। সৌম্য অনেক ম্যাচ খেলেছে, ওকে আসলে বোঝানোর কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাফল্য পেয়েছিল।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে