নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই বছর ধরে বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলে নেই সৌম্য সরকার। বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০ ওভারের ম্যাচও খেলেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাদ পড়ার কারণও খুব পরিষ্কার–সৌম্যর টানা বাজে ফর্ম। ফর্মে ফেরার জন্য ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) মঞ্চ হিসেবে পেয়েও হতাশায় মুখ ঢাকছেন বাঁহাতি এই ব্যাটার।
ডিপিএলের ৯ম রাউন্ড পর্যন্ত সৌম্য করেছেন মাত্র একটি ফিফটি। অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলেছিলেন সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস। আজ ব্রাদার্সের ইউনিয়নের বিপক্ষে মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচে আউট হয়েছেন ৯ রানে। তার আগের ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে করেছেন মাত্র ১৩ রান। একটা সময় বাংলাদেশের হয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন সৌম্য। ম্যাচ জেতানো অনেক ইনিংস আছে তাঁর।
সৌম্যর সামর্থ্য নিয়ে বলার কিছু নেই। কিন্তু তাঁর টানা বাজে ফর্মে হতাশ বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। আজ ফতুল্লায় সাংবাদিকদের তিনি বলেন, ‘ওর কাছে যে প্রত্যাশা ছিল, ঠিক আসলে তা পাচ্ছি না। কিছুদিন আগেও দলের সঙ্গে ছিল। অতীতে সে অনেক ভালো ভালো ইনিংস খেলেছে, ম্যাচ উইনার। ঘরোয়া লিগেও ওর কাছে যেরকম প্রত্যাশা করছি, ওরকম পাচ্ছি না। ও এখনো আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। ওর সামর্থ্য সম্পর্কে আমরা সবাই জানি। যেমনটা প্রত্যাশা করছি, ঠিক তেমনটা হচ্ছে না। একটু তো হতাশ অবশ্যই।’
সুমনের মতে, কীভাবে ব্যাটিং করবেন তা ঠিক করতে হবে সৌম্যকেই, ‘ওর সঙ্গে সবাই কথা বলছে, যে সমর্থন দেওয়া দরকার, মানসিক সমর্থন–সেটা সব সময় দেওয়া হয়। সে সব সময় দলের মধ্যে আছে, আসা-যাওয়ার মধ্যে আছে। সৌম্য কিন্তু অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। নতুন না, যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। ওর নিজেকেই ঠিক করতে হবে খেলাটা কীভাবে খেলবে।’
সুমন মনে করছেন, ফর্মে ফিরতে সৌম্যর প্রয়োজন নিজের ব্যাটিং পরিকল্পনা করা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘ব্যাটিং পরিকল্পনা করতে হবে। সব ব্যাটারেরই ব্যাটিং পরিকল্পনা থাকে। নিজস্ব পরিকল্পনা করেই মাঠে নামে। কোন বোলারকে মারব, কোন বোলারকে ঠেকাব, কোন পাশে মাঠ ছোট, কোন পাশে বড়, বাতাসটা কোন দিকে এগুলো—কিছু মূল বিষয় থাকে। সব ব্যাটারেরই ব্যাটিং পরিকল্পনা থাকে। সৌম্যকে নিজের ব্যাটিং পরিকল্পনা ঠিক করতে হবে, আসলে সে কীভাবে ব্যাটিং করতে চায়। নিজের ব্যাটিংটা বোঝা খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটারের জন্য। সৌম্য অনেক ম্যাচ খেলেছে, ওকে আসলে বোঝানোর কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাফল্য পেয়েছিল।’

দুই বছর ধরে বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলে নেই সৌম্য সরকার। বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০ ওভারের ম্যাচও খেলেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাদ পড়ার কারণও খুব পরিষ্কার–সৌম্যর টানা বাজে ফর্ম। ফর্মে ফেরার জন্য ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) মঞ্চ হিসেবে পেয়েও হতাশায় মুখ ঢাকছেন বাঁহাতি এই ব্যাটার।
ডিপিএলের ৯ম রাউন্ড পর্যন্ত সৌম্য করেছেন মাত্র একটি ফিফটি। অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলেছিলেন সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস। আজ ব্রাদার্সের ইউনিয়নের বিপক্ষে মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচে আউট হয়েছেন ৯ রানে। তার আগের ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে করেছেন মাত্র ১৩ রান। একটা সময় বাংলাদেশের হয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন সৌম্য। ম্যাচ জেতানো অনেক ইনিংস আছে তাঁর।
সৌম্যর সামর্থ্য নিয়ে বলার কিছু নেই। কিন্তু তাঁর টানা বাজে ফর্মে হতাশ বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। আজ ফতুল্লায় সাংবাদিকদের তিনি বলেন, ‘ওর কাছে যে প্রত্যাশা ছিল, ঠিক আসলে তা পাচ্ছি না। কিছুদিন আগেও দলের সঙ্গে ছিল। অতীতে সে অনেক ভালো ভালো ইনিংস খেলেছে, ম্যাচ উইনার। ঘরোয়া লিগেও ওর কাছে যেরকম প্রত্যাশা করছি, ওরকম পাচ্ছি না। ও এখনো আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। ওর সামর্থ্য সম্পর্কে আমরা সবাই জানি। যেমনটা প্রত্যাশা করছি, ঠিক তেমনটা হচ্ছে না। একটু তো হতাশ অবশ্যই।’
সুমনের মতে, কীভাবে ব্যাটিং করবেন তা ঠিক করতে হবে সৌম্যকেই, ‘ওর সঙ্গে সবাই কথা বলছে, যে সমর্থন দেওয়া দরকার, মানসিক সমর্থন–সেটা সব সময় দেওয়া হয়। সে সব সময় দলের মধ্যে আছে, আসা-যাওয়ার মধ্যে আছে। সৌম্য কিন্তু অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। নতুন না, যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। ওর নিজেকেই ঠিক করতে হবে খেলাটা কীভাবে খেলবে।’
সুমন মনে করছেন, ফর্মে ফিরতে সৌম্যর প্রয়োজন নিজের ব্যাটিং পরিকল্পনা করা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘ব্যাটিং পরিকল্পনা করতে হবে। সব ব্যাটারেরই ব্যাটিং পরিকল্পনা থাকে। নিজস্ব পরিকল্পনা করেই মাঠে নামে। কোন বোলারকে মারব, কোন বোলারকে ঠেকাব, কোন পাশে মাঠ ছোট, কোন পাশে বড়, বাতাসটা কোন দিকে এগুলো—কিছু মূল বিষয় থাকে। সব ব্যাটারেরই ব্যাটিং পরিকল্পনা থাকে। সৌম্যকে নিজের ব্যাটিং পরিকল্পনা ঠিক করতে হবে, আসলে সে কীভাবে ব্যাটিং করতে চায়। নিজের ব্যাটিংটা বোঝা খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটারের জন্য। সৌম্য অনেক ম্যাচ খেলেছে, ওকে আসলে বোঝানোর কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাফল্য পেয়েছিল।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৩ ঘণ্টা আগে