Ajker Patrika

অভিষেকে সেঞ্চুরি, ভাঙলেন ৬১ বছরের পুরোনো রেকর্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ জুন ২০২৫, ২১: ৫২
অভিষেকে সেঞ্চুরি, ভাঙলেন ৬১ বছরের পুরোনো রেকর্ড
আগ্রাসী সেঞ্চুরিতে অভিষেকেই রেকর্ড গড়লেন প্রিটোরিয়াস। ছবি: এক্স

বিশ্ব চ্যাম্পিয়ন তকমায় প্রথমবার খেলতে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে কাঁপাকাঁপি অবস্থা দক্ষিণ আফ্রিকার। একাদশে অবশ্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সংগত কারণে। কিন্তু ৫৫ রানে সফরকারীরা হারিয়ে ফেলে ৪ উইকেট। অভিষেকে এমন কিছু দেখতে হবে, তা হয়তো কল্পনা করেননি লুয়ান-ড্রি প্রিটোরিয়াস। এটাও কল্পনা করেননি, প্রথম টেস্টে সেঞ্চুরি করে নাম লিখিয়ে ফেলবেন ইতিহাসের পাতায়।

বুলাওয়ে টেস্টে প্রথম দিনের শুরুটা যেমন বিবর্ণ, শেষটা তেমনই রঙিন কাটিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রিটোরিয়াসের পর করবিন বশের প্রথম সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪১৮ রান নিয়ে দিন শেষ করে তারা। দিনের শেষ ওভারে সেঞ্চুরি করা দ্বিতীয় দিন শুরু করবেন ঠিক ১০০ রানে থেকে। তাঁকে সঙ্গ দেবেন ৯ রানে অপরাজিত থাকা কুয়েনা মাফাকা।

প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ধসিয়ে দেন তানাকা চিভাঙ্গা। একে টনি ডি জর্জি (০), ম্যাথু ব্রিটজকি (১৩) ও ডেভিড বেডিংহামকে (০) ফেরান তিনি। বিপর্যয়ে পড়ে খাদের কিনারায় থাকা দলের হাল ধরেন দুই অভিষিক্ত প্রিটোরিয়াস ও ডেওয়াল্ড ব্রেভিস। দুজনেই খেলতে থাকেন আগ্রাসী ব্যাটে। পঞ্চম উইকেটে ৯৫ রানের এই জুটি ভাঙে ব্রেভিস আউট হলে। ৪১ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫১ রান করেন এই ব্যাটার।

কাইল ভেরেইনা বেশিক্ষণ সঙ্গ দিতে না পারলেও বশের সঙ্গে সপ্তম উইকেটে ১০৮ রানের জুটি গড়ে তোলেন প্রিটোরিয়াস। সেঞ্চুরি তুলে নিয়ে ভাঙেন ৬১ বছরের পুরোনো রেকর্ড। এর আগে দক্ষিণ আফ্রিকার সর্ব কনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন গ্রায়েম পোলক। ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোলক সেঞ্চুরি করেছিলেন ১৯ বছর ৩১৭ দিন বয়সে।

সেই রেকর্ড প্রিটোরিয়াস নিজের করে নেন ১৯ বছর ৯৩ দিন বয়সে। শেষ পর্যন্ত ১৬০ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১৫৩ রানে চিভাঙ্গার শিকার হন তিনি। তবে লড়াই চালিয়ে যান দ্বিতীয় টেস্ট খেলা বশ। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন চিভাঙ্গা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত