ক্রীড়া ডেস্ক

বিশ্ব চ্যাম্পিয়ন তকমায় প্রথমবার খেলতে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে কাঁপাকাঁপি অবস্থা দক্ষিণ আফ্রিকার। একাদশে অবশ্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সংগত কারণে। কিন্তু ৫৫ রানে সফরকারীরা হারিয়ে ফেলে ৪ উইকেট। অভিষেকে এমন কিছু দেখতে হবে, তা হয়তো কল্পনা করেননি লুয়ান-ড্রি প্রিটোরিয়াস। এটাও কল্পনা করেননি, প্রথম টেস্টে সেঞ্চুরি করে নাম লিখিয়ে ফেলবেন ইতিহাসের পাতায়।
বুলাওয়ে টেস্টে প্রথম দিনের শুরুটা যেমন বিবর্ণ, শেষটা তেমনই রঙিন কাটিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রিটোরিয়াসের পর করবিন বশের প্রথম সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪১৮ রান নিয়ে দিন শেষ করে তারা। দিনের শেষ ওভারে সেঞ্চুরি করা দ্বিতীয় দিন শুরু করবেন ঠিক ১০০ রানে থেকে। তাঁকে সঙ্গ দেবেন ৯ রানে অপরাজিত থাকা কুয়েনা মাফাকা।
প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ধসিয়ে দেন তানাকা চিভাঙ্গা। একে টনি ডি জর্জি (০), ম্যাথু ব্রিটজকি (১৩) ও ডেভিড বেডিংহামকে (০) ফেরান তিনি। বিপর্যয়ে পড়ে খাদের কিনারায় থাকা দলের হাল ধরেন দুই অভিষিক্ত প্রিটোরিয়াস ও ডেওয়াল্ড ব্রেভিস। দুজনেই খেলতে থাকেন আগ্রাসী ব্যাটে। পঞ্চম উইকেটে ৯৫ রানের এই জুটি ভাঙে ব্রেভিস আউট হলে। ৪১ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫১ রান করেন এই ব্যাটার।
কাইল ভেরেইনা বেশিক্ষণ সঙ্গ দিতে না পারলেও বশের সঙ্গে সপ্তম উইকেটে ১০৮ রানের জুটি গড়ে তোলেন প্রিটোরিয়াস। সেঞ্চুরি তুলে নিয়ে ভাঙেন ৬১ বছরের পুরোনো রেকর্ড। এর আগে দক্ষিণ আফ্রিকার সর্ব কনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন গ্রায়েম পোলক। ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোলক সেঞ্চুরি করেছিলেন ১৯ বছর ৩১৭ দিন বয়সে।
সেই রেকর্ড প্রিটোরিয়াস নিজের করে নেন ১৯ বছর ৯৩ দিন বয়সে। শেষ পর্যন্ত ১৬০ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১৫৩ রানে চিভাঙ্গার শিকার হন তিনি। তবে লড়াই চালিয়ে যান দ্বিতীয় টেস্ট খেলা বশ। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন চিভাঙ্গা।

বিশ্ব চ্যাম্পিয়ন তকমায় প্রথমবার খেলতে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে কাঁপাকাঁপি অবস্থা দক্ষিণ আফ্রিকার। একাদশে অবশ্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সংগত কারণে। কিন্তু ৫৫ রানে সফরকারীরা হারিয়ে ফেলে ৪ উইকেট। অভিষেকে এমন কিছু দেখতে হবে, তা হয়তো কল্পনা করেননি লুয়ান-ড্রি প্রিটোরিয়াস। এটাও কল্পনা করেননি, প্রথম টেস্টে সেঞ্চুরি করে নাম লিখিয়ে ফেলবেন ইতিহাসের পাতায়।
বুলাওয়ে টেস্টে প্রথম দিনের শুরুটা যেমন বিবর্ণ, শেষটা তেমনই রঙিন কাটিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রিটোরিয়াসের পর করবিন বশের প্রথম সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪১৮ রান নিয়ে দিন শেষ করে তারা। দিনের শেষ ওভারে সেঞ্চুরি করা দ্বিতীয় দিন শুরু করবেন ঠিক ১০০ রানে থেকে। তাঁকে সঙ্গ দেবেন ৯ রানে অপরাজিত থাকা কুয়েনা মাফাকা।
প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ধসিয়ে দেন তানাকা চিভাঙ্গা। একে টনি ডি জর্জি (০), ম্যাথু ব্রিটজকি (১৩) ও ডেভিড বেডিংহামকে (০) ফেরান তিনি। বিপর্যয়ে পড়ে খাদের কিনারায় থাকা দলের হাল ধরেন দুই অভিষিক্ত প্রিটোরিয়াস ও ডেওয়াল্ড ব্রেভিস। দুজনেই খেলতে থাকেন আগ্রাসী ব্যাটে। পঞ্চম উইকেটে ৯৫ রানের এই জুটি ভাঙে ব্রেভিস আউট হলে। ৪১ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫১ রান করেন এই ব্যাটার।
কাইল ভেরেইনা বেশিক্ষণ সঙ্গ দিতে না পারলেও বশের সঙ্গে সপ্তম উইকেটে ১০৮ রানের জুটি গড়ে তোলেন প্রিটোরিয়াস। সেঞ্চুরি তুলে নিয়ে ভাঙেন ৬১ বছরের পুরোনো রেকর্ড। এর আগে দক্ষিণ আফ্রিকার সর্ব কনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন গ্রায়েম পোলক। ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোলক সেঞ্চুরি করেছিলেন ১৯ বছর ৩১৭ দিন বয়সে।
সেই রেকর্ড প্রিটোরিয়াস নিজের করে নেন ১৯ বছর ৯৩ দিন বয়সে। শেষ পর্যন্ত ১৬০ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১৫৩ রানে চিভাঙ্গার শিকার হন তিনি। তবে লড়াই চালিয়ে যান দ্বিতীয় টেস্ট খেলা বশ। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন চিভাঙ্গা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১২ ঘণ্টা আগে