
নিউজিল্যান্ডে সুখস্মৃতির চেয়ে দুঃসহ স্মৃতিই বেশি বাংলাদেশের। সব সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচ হারের তিক্ততা সঙ্গী হয়েছে। তবে এবার নিজেদের পুরোনো গল্পটা নতুন করে লেখার সুযোগ বাংলাদেশের সামনে। দলের এমন অবস্থায় রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে নির্বাচক হাবিবুল বাসার সুমনকেও।
নিউজিল্যান্ডে এমন সময়ে খেলা শুরু হয়, বাংলাদেশে তখনো ভোরের সূর্য উঠতে প্রায় এক ঘণ্টা দেরি। খেলা দেখতে হলে তাই রাতের ঘুম বিসর্জন দিতে হবে। কিন্তু হাবিবুল জানালেন আজ সারা রাতই তাঁর ঘুম হবে না। সাবেক এই অধিনায়ক বললেন, ‘গত কয়েক দিন ধরে ঘুমটা কম হচ্ছে, সকালে উঠতে হয়। একটু আগে ঘুমিয়ে সকালে উঠি, কিন্তু আজকে মনে হয় না ঘুমটা হবে। আমরা সবাই জানি যে এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে কোনো কিছুই হতে পারে। উচ্চারণ করতে চাচ্ছি না কিন্তু মনের মধ্যে ছোট্ট একটা স্বপ্ন আছে, দেখা যাক কি হয়।’
এখন পর্যন্ত বাংলাদেশ দলের পারফরম্যান্সে খুশি হাবিবুল। সাবেক এই অধিনায়কের মনের মধ্যে একটা স্বপ্ন উঁকি দিচ্ছে ঠিকই, তবুও বলছেন ম্যাচের যেকোনো ফলই তিনি মেনে নেবেন। একই সঙ্গে লিটন-ইবাদতদের প্রশংসায় ভাসিয়েছেন, ‘যে ফলই হোক আমি মেনে নেব। আমার মনে হয় ছেলেরা খুব ভালো ক্রিকেট খেলছে। উপমহাদেশের দল সম্প্রতি নিউজিল্যান্ডে এত ভালো ক্রিকেট খেলেনি। সত্যি কথা বলতে এই ম্যাচে হার-জিত কিংবা ড্র হোক আমি মেনে নেব। ছেলেরা কৃতিত্ব পাওয়ার যোগ্য।’
মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম তিন দিন ব্যাটে বলে দারুণ খেলেছে বাংলাদেশ। আজ চতুর্থ দিনও নিজেদের করে নিয়েছে মুমিনুল হকের দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৭ রানে ৫ উইকেট হারানো কিউইরা এগিয়ে আছে ১৭ রানে।

নিউজিল্যান্ডে সুখস্মৃতির চেয়ে দুঃসহ স্মৃতিই বেশি বাংলাদেশের। সব সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচ হারের তিক্ততা সঙ্গী হয়েছে। তবে এবার নিজেদের পুরোনো গল্পটা নতুন করে লেখার সুযোগ বাংলাদেশের সামনে। দলের এমন অবস্থায় রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে নির্বাচক হাবিবুল বাসার সুমনকেও।
নিউজিল্যান্ডে এমন সময়ে খেলা শুরু হয়, বাংলাদেশে তখনো ভোরের সূর্য উঠতে প্রায় এক ঘণ্টা দেরি। খেলা দেখতে হলে তাই রাতের ঘুম বিসর্জন দিতে হবে। কিন্তু হাবিবুল জানালেন আজ সারা রাতই তাঁর ঘুম হবে না। সাবেক এই অধিনায়ক বললেন, ‘গত কয়েক দিন ধরে ঘুমটা কম হচ্ছে, সকালে উঠতে হয়। একটু আগে ঘুমিয়ে সকালে উঠি, কিন্তু আজকে মনে হয় না ঘুমটা হবে। আমরা সবাই জানি যে এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে কোনো কিছুই হতে পারে। উচ্চারণ করতে চাচ্ছি না কিন্তু মনের মধ্যে ছোট্ট একটা স্বপ্ন আছে, দেখা যাক কি হয়।’
এখন পর্যন্ত বাংলাদেশ দলের পারফরম্যান্সে খুশি হাবিবুল। সাবেক এই অধিনায়কের মনের মধ্যে একটা স্বপ্ন উঁকি দিচ্ছে ঠিকই, তবুও বলছেন ম্যাচের যেকোনো ফলই তিনি মেনে নেবেন। একই সঙ্গে লিটন-ইবাদতদের প্রশংসায় ভাসিয়েছেন, ‘যে ফলই হোক আমি মেনে নেব। আমার মনে হয় ছেলেরা খুব ভালো ক্রিকেট খেলছে। উপমহাদেশের দল সম্প্রতি নিউজিল্যান্ডে এত ভালো ক্রিকেট খেলেনি। সত্যি কথা বলতে এই ম্যাচে হার-জিত কিংবা ড্র হোক আমি মেনে নেব। ছেলেরা কৃতিত্ব পাওয়ার যোগ্য।’
মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম তিন দিন ব্যাটে বলে দারুণ খেলেছে বাংলাদেশ। আজ চতুর্থ দিনও নিজেদের করে নিয়েছে মুমিনুল হকের দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৭ রানে ৫ উইকেট হারানো কিউইরা এগিয়ে আছে ১৭ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৭ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৮ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৯ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৩ ঘণ্টা আগে