Ajker Patrika

রশিদ কেন নেই বাংলাদেশের বিপক্ষে 

আপডেট : ০৭ জুন ২০২৩, ২১: ১৭
রশিদ কেন নেই বাংলাদেশের বিপক্ষে 

শ্রীলঙ্কার বিপক্ষে আজ হামবানটোটায় তৃতীয় ওয়ানডেতে খেলেছেন রশিদ খান। তবু বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দলে ছিল না তাঁর নাম। রশিদের নাম না থাকায় স্বাভাবিকভাবেই অনেকের মনে কৌতুহল, কেন তিনি নেই।

১৪ জুন মিরপুরে সিরিজের একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। একমাত্র টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ১৫ সদস্যের দল দূরে থাক, রশিদকে না নেওয়ার ব্যাখ্যায় এসিবি এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় রশিদ খানকে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্ট ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। এক সপ্তাহ আগে পিঠে ব্যথা পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি আফগান এই তারকা। তৃতীয় ম্যাচে খেললেও দলের পরিচালনা পর্ষদ, ফিজিও বা ডাক্তার এবং নির্বাচক কমিটির অনেক পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দীর্ঘমেয়াদে তাকে ফিট থাকতে হবে। বিশ্বকাপে রশিদ খানের খেলা ও তার স্বাস্থ্যের ব্যাপারে আগামী কয়েক মাস সতর্ক থাকতে চায় আফগান ক্রিকেট বোর্ড।

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে বাংলাদেশ মুখোমুখি হয় ২০১৯ সালে চট্টগ্রামে। ২২৪ রানে সেই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। ব্যাটে বলে অলরাউন্ড পারফর্ম করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন রশিদ। ১১ উইকেট ও ৭৫ রান করেছিলেন আফগানিস্তানের এই লেগস্পিনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত