হঠাৎ করে গত জুলাইয়ে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। পরে তাঁর বিষয়টি প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বুঝিয়ে পরে বিশ্বকাপে খেলার অনুরোধ করেন। তামিমও সেই সিদ্ধান্ত মেনে নেন।
কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার সময় তামিমকে বাদ দেওয়া হয়। এরপর থেকেই গত দুই দিন অনেক আলোচনা–সমালোচনা হয়। তামিম–সাকিব আল হাসানরা নিজেদের বক্তব্য তুলে ধরেন। দুজনের শেষ হওয়ার পর আজ মাশরাফি বিন মর্তুজা তাঁদের নিয়ে মুখ খুলেছেন। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী পর্যন্ত বিষয়টি গড়ানোর পর আর কোনো আলোচনার প্রয়োজন ছিল না।
আজ রাতে সামাজিক মাধ্যমে ভিডিওতে মাশরাফি বলেছেন, ‘তামিমের অবসরের পর একটা পর্যায়ে বিষয়টা প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ায়। প্রধানমন্ত্রী সেদিন অনেক সময় তামিমের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী চেয়েছেন তামিম যেন বিশ্বকাপ খেলে। তারপর তামিমও মিডিয়াতে এসে বলেছেন সে বিশ্বকাপে খেলবে। যে বিষয় প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়েছে আমার কাছে মনে হয় না এরপরে আর কোনো আলোচনার প্রয়োজন ছিল।’
তামিমের অধিনায়কত্ব ছাড়া নিয়েও মাশরাফি কথা বলেছেনন। তিনি বলেছেন, ‘আমার কাছে কোনো দিক থেকে মনে হয়নি তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়েছে। তামিমের একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে চোট। চোট থাকলে কিছু করার নাই। পরিস্কারভাবে তার চোট ছিল। তবে এক জিনিস হচ্ছে কি বোর্ডও তামিমকে নিয়ে কমফোর্ট ছিল। বোর্ড একটা বিষয় পরিস্কার করেছে যে, তামিমকে আমরা অধিনায়ক হিসেবে দেখেছি। সেই জায়গা থেকে তামিমের অধিনায়কত্ব ছাড়াটা প্রয়োজন ছিল কিনা চোটের সঙ্গে মিলিয়ে। সেটা তামিমই ভালো বলতে পারবে। তবে বিবেচনার জায়গা নেওয়াও হয় তবে পরের বিষয়টি ছিল বোর্ডের কেউ না কেউ তার সঙ্গে কথা বলেছে। কথা বলার পর সে উত্তেজিত হয়। এবং সে দলে থাকতে চায়নি। আমি মনে করি এটিও একটি ভুল সিদ্ধান্ত ছিল। আমার কাছে মনে হয়নি তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়েছে। কি জন্য কারণ বোর্ডও কমফোর্টেবল জায়গায় ছিল। বোর্ড মিডিয়াসহ সবার সঙ্গে কথা বলেছে যে, তামিম অধিনায়ক থাকলে কোনো সমস্যা নাই।’
মাশরাফি আরও বলেছেন, ‘একটা পয়েন্ট ছিল তামিমের চোট। তামিম চোটের কারনে দ্বিধায় ভুগে সে অধিনায়কত্ব ছেড়েছে। এখন সেই জিনিসটা তামিমকে আরেকটু অপেক্ষা করে, বিশ্লেষণ করে উচিত ছিল কিনা বিশ্বকাপ পর্যন্ত সে কতটুকু ফিট থাকবে এবং কি অবস্থায় যাবে। সেটা একটা বিষয় ছিল। অধিনায়ক যদি পরিবর্তন করা প্রয়োজনই ছিল তাহলে বিশ্বকাপে এক মাস আগে না করে আদর্শ সময় ছিল আরও ছয় মাস বা এক বছর আগে করা। যেহেতু তামিমকে ধরেই রেখেছিল বিসিবি তামিমকে অধিনায়ক করবে সেই ক্ষেত্রে তামিমকে সেই সুযোগ ক্রিকেট বোর্ড দিয়েছিল। আমি মনে করি তামিম সেই সুযোগটা নিতে পারত। তবে আমার কাছে মনে হয়েছে চোট ইস্যুর কারনে তামিম চেয়েছে অধিনায়কত্ব না করতে। উত্তেজিত হয়ে আমি দলে থাকতে চাই না এ কথা যখন তামিম বলেছে তখন তার একটু স্লো যাওয়া উচিত ছিল। কারণ রাগ ক্ষোভের উপরে মানুষ যে সিদ্ধান্ত নেয়না কেন। সেটা কখনো সঠিক সিদ্ধান্ত হয়না। তাই মনে হয় আর একটু ভেবে চিন্তে নিলে সিদ্ধান্তটা হয়তো আরও ভালো হতো।’
বোর্ডের কেউ তামিমকে খেলতে মানা কিংবা ব্যাটিং অর্ডারের নিচে খেলতে বলতে পারেন কিনা এমন বিষয়ে মাশরাফি বলেছেন, ‘তামিমের উত্তেজিত হওয়ার কারণে তাকে দলে না রাখা বিষয়টা কেমন হলো এটা একটা জিনিস। আর তামিমকে যেটা বলা হয়েছে প্রথম ম্যাচ খেলো না বা ব্যাটিং অর্ডারের নিচে খেলো। ক্রিকেট নিয়ে সাধারণ জ্ঞান যদি বিন্দু মাত্র আমার থাকে তাহলে আমি বলব এই জিনিসটা ক্রিকেট বোর্ডের কারও বলার বিষয় না। এই জিনিসটা বলবে কোচ, অধিনায়ক বা যে সিলেক্টর যাবেন তিনি। মূল কথা টিম ম্যানেজমেন্ট।’

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
১ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৯ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে