ক্রীড়া ডেস্ক
টস জয় যেন রোহিত শর্মার ভাগ্যে নেই। ম্যাচের পর ম্যাচ গেলেও টস আর জেতা হয় না ভারতীয় অধিনায়কের। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নামার আগেই তিনি নাম লেখালেন বিব্রতকর এক রেকর্ডে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের পুরোনো প্রতিশোধ নিতে আজ দুবাইয়ে নেমেছে ভারত। শিরোপা নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তাতে অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচ টস হারের রেকর্ড গড়লেন রোহিত। এই বিব্রতকর রেকর্ডে ব্রায়ান লারার পাশে এখন ভারতীয় অধিনায়ক। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা অধিনায়ক হিসেবে টানা ১২ ওয়ানডে টস হারলেন।
শুধু রোহিতই নন, টস জিততে ভুলে গেছে ভারতও। টানা ১৫ ওয়ানডেতে টস হেরেছে ভারত। সবশেষ তারা টস জিতেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেই ম্যাচে রোহিতের নেতৃত্বাধীন ভারত ৭০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে।
২০০০ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৯-২১ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—নিউজিল্যান্ড তাদের ইতিহাসে এই দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে। দুটিতেই কিউইরা হারিয়েছে ভারতকে। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেই অবশ্য ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। ম্যাট হেনরিকে আজ তারা পাচ্ছে না। তিনি ছাড়া নিউজিল্যান্ডের একাদশে আর কোনো পরিবর্তন নেই। তিন পেসার বোলিং আক্রমণ—কাইল জেমিসন, নাথান স্মিথ, উইলিয়াম ও’রুর্ক—একাদশে এই তিন পেসার নিয়েছে কিউইরা। ঘূর্ণি জাদু দেখাতে অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে আছেন গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।
সেমিফাইনালের একাদশ নিয়েই ভারত খেলছে ফাইনালে। একাদশে চার স্পিনারের সঙ্গে আছেন দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। দুবাইয়ে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন বরুণ। সেমিতেও দুর্দান্ত বোলিং করেন ভারতীয় এই রহস্যময় স্পিনার। আর লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে কাঁধে মারাত্মক চোট পান হেনরি। এই চোটই কিউই পেসারকে ফাইনাল থেকে ছিটকে দিয়েছে।
আরও পড়ুন:
টস জয় যেন রোহিত শর্মার ভাগ্যে নেই। ম্যাচের পর ম্যাচ গেলেও টস আর জেতা হয় না ভারতীয় অধিনায়কের। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নামার আগেই তিনি নাম লেখালেন বিব্রতকর এক রেকর্ডে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের পুরোনো প্রতিশোধ নিতে আজ দুবাইয়ে নেমেছে ভারত। শিরোপা নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তাতে অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচ টস হারের রেকর্ড গড়লেন রোহিত। এই বিব্রতকর রেকর্ডে ব্রায়ান লারার পাশে এখন ভারতীয় অধিনায়ক। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা অধিনায়ক হিসেবে টানা ১২ ওয়ানডে টস হারলেন।
শুধু রোহিতই নন, টস জিততে ভুলে গেছে ভারতও। টানা ১৫ ওয়ানডেতে টস হেরেছে ভারত। সবশেষ তারা টস জিতেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেই ম্যাচে রোহিতের নেতৃত্বাধীন ভারত ৭০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে।
২০০০ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৯-২১ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—নিউজিল্যান্ড তাদের ইতিহাসে এই দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে। দুটিতেই কিউইরা হারিয়েছে ভারতকে। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেই অবশ্য ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। ম্যাট হেনরিকে আজ তারা পাচ্ছে না। তিনি ছাড়া নিউজিল্যান্ডের একাদশে আর কোনো পরিবর্তন নেই। তিন পেসার বোলিং আক্রমণ—কাইল জেমিসন, নাথান স্মিথ, উইলিয়াম ও’রুর্ক—একাদশে এই তিন পেসার নিয়েছে কিউইরা। ঘূর্ণি জাদু দেখাতে অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে আছেন গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।
সেমিফাইনালের একাদশ নিয়েই ভারত খেলছে ফাইনালে। একাদশে চার স্পিনারের সঙ্গে আছেন দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। দুবাইয়ে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন বরুণ। সেমিতেও দুর্দান্ত বোলিং করেন ভারতীয় এই রহস্যময় স্পিনার। আর লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে কাঁধে মারাত্মক চোট পান হেনরি। এই চোটই কিউই পেসারকে ফাইনাল থেকে ছিটকে দিয়েছে।
আরও পড়ুন:
কেউ আমাকে সহজে খেলবে, মানতে পারি না বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা তানজিম হাসান সাকিব। আক্রমণাত্মক বোলিং ও মনোভাব দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন তানজিম। তবে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি তাঁর ভালো যায়নি, ছিলেন উইকেটশূন্য।
৩ মিনিট আগেডার্বি মানেই উত্তাপ। প্রতিপক্ষের মাঠে প্রায় ৩৫ হাজার দর্শকের সামনে পারফর্ম করা চাট্টিখানি কথা নয়। কাল এমন একটি ম্যাচের চাপ সামলে আজ বাংলাদেশে পা রাখছেন হামজা চৌধুরী। আসছেন স্বপ্নকে সত্যিতে রূপ দিতে। এমন মুহূর্তের জন্য হামজা তো বটেই, অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন দেশের ফুটবলপ্রেমীরা...
২৩ মিনিট আগেবোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভরাডুবির পর হার্ডলাইনে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার মধ্যে পরিবার-পরিজন নিয়ে বিদেশ সফরের ব্যাপারে কঠোর বিধিনিষেধের ব্যাপার রয়েছে। একই নিয়মকানুন আরোপ করা হয় আইপিএলের জন্যও। এমন নিয়মের কারণে...
১২ ঘণ্টা আগেডার্বি মানেই উত্তাপ। এ ম্যাচে চোখ ছিল বাংলাদেশেরও। কারণ হামজা চৌধুরী খেলছিলেন যে। বাংলাদেশে পা রাখার আগে এটিই ছিল শেফিল্ড শিল্ডের হয়ে তাঁর শেষ ম্যাচ। কাল থেকে তাঁর পুরো ভাবনার অনেকটা জুড়েই থাকবে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগে