নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইসিসি ট্রফি জয়ের ২৬ বছরে পা দিয়েছে বাংলাদেশ। ১৯৯৭ সালের আজকের দিনে কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতেছিল। আজ সেই দিনটির স্মৃতিচারণা করেছেন ওই দলের অধিনায়ক আকরাম খান।
আইসিসি ট্রফি জয়ের ২৬ বছর পূর্তিতে কোনো আয়োজন না থাকা নিয়ে আক্ষেপের কথাই জানালেন আকরাম খান। আজ তিনি সাংবাদিকদের বলেছেন, ‘এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস। কারণ শুরু কিন্তু এখান থেকেই হয়েছে। আজকে ২৬ বছর হয়ে গেল আইসিসি ট্রফি জয়ের। একটা গেট টুগেদার করা উচিত ছিল। ক্রিকেট বোর্ড বলেন, কোয়াব বলেন, করা উচিত ছিল। এখানে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যদি এসব তুলে না ধরেন, তাহলে জিনিসটা মানুষের মনে থাকবে না। এটাতে আমাদের একটু মনোযোগী হওয়া উচিত। আজকে আমাদের ৮টা মাঠ আছে, ২৫ বছর আগে একটা মাঠও ছিল না। আজকে আমাদের এত ইনডোর আছে, একাডেমি আছে। এগুলো জানানো উচিত।’
আইসিসি ট্রফি জয় ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের ভাবনাই বদলে দিয়েছিল। ফুটবলের সঙ্গে তখন ক্রিকেটও গণ মানুষের কাছে পৌঁছাতে থাকে। আজকে বাংলাদেশের ক্রিকেট যে অবস্থানে আইসিসি ট্রফি না জিতলে এটা সম্ভব হতো না বলে মনে করেন আকরাম, ‘এখন এত বড় বড় অর্জন, এত বড় বড় খেলোয়াড় খেলছে সাকিব, তামিম, মুশফিক তারপর মাশরাফি যখন খেলত, আশরাফুল ছিল, তাসকিন, মোস্তাফিজদের দেখে খুবই ভালো লাগে। আমরা যদি আইসিসি কোয়ালিফাই না করতাম তাহলে হয়তো এরা খেলত, এই পর্যায়ে এরা পারফর্ম করতে পারত না। এইদিক থেকে আমাদের খুবই ভালো লাগে। শুকরিয়া আদায় করি, শুরুটা আমাদের দিয়ে হয়েছে। সত্যি কথা বলতে ক্রিকেট তখন এই পর্যায়ে ছিল, এখন হকি, ব্যাডমিন্টন যে পর্যায়ে আছে, টেনিস আছে। তখন আমাদের কোনো কাঠামোই ছিল না।’

আইসিসি ট্রফি জয়ের ২৬ বছরে পা দিয়েছে বাংলাদেশ। ১৯৯৭ সালের আজকের দিনে কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতেছিল। আজ সেই দিনটির স্মৃতিচারণা করেছেন ওই দলের অধিনায়ক আকরাম খান।
আইসিসি ট্রফি জয়ের ২৬ বছর পূর্তিতে কোনো আয়োজন না থাকা নিয়ে আক্ষেপের কথাই জানালেন আকরাম খান। আজ তিনি সাংবাদিকদের বলেছেন, ‘এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস। কারণ শুরু কিন্তু এখান থেকেই হয়েছে। আজকে ২৬ বছর হয়ে গেল আইসিসি ট্রফি জয়ের। একটা গেট টুগেদার করা উচিত ছিল। ক্রিকেট বোর্ড বলেন, কোয়াব বলেন, করা উচিত ছিল। এখানে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যদি এসব তুলে না ধরেন, তাহলে জিনিসটা মানুষের মনে থাকবে না। এটাতে আমাদের একটু মনোযোগী হওয়া উচিত। আজকে আমাদের ৮টা মাঠ আছে, ২৫ বছর আগে একটা মাঠও ছিল না। আজকে আমাদের এত ইনডোর আছে, একাডেমি আছে। এগুলো জানানো উচিত।’
আইসিসি ট্রফি জয় ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের ভাবনাই বদলে দিয়েছিল। ফুটবলের সঙ্গে তখন ক্রিকেটও গণ মানুষের কাছে পৌঁছাতে থাকে। আজকে বাংলাদেশের ক্রিকেট যে অবস্থানে আইসিসি ট্রফি না জিতলে এটা সম্ভব হতো না বলে মনে করেন আকরাম, ‘এখন এত বড় বড় অর্জন, এত বড় বড় খেলোয়াড় খেলছে সাকিব, তামিম, মুশফিক তারপর মাশরাফি যখন খেলত, আশরাফুল ছিল, তাসকিন, মোস্তাফিজদের দেখে খুবই ভালো লাগে। আমরা যদি আইসিসি কোয়ালিফাই না করতাম তাহলে হয়তো এরা খেলত, এই পর্যায়ে এরা পারফর্ম করতে পারত না। এইদিক থেকে আমাদের খুবই ভালো লাগে। শুকরিয়া আদায় করি, শুরুটা আমাদের দিয়ে হয়েছে। সত্যি কথা বলতে ক্রিকেট তখন এই পর্যায়ে ছিল, এখন হকি, ব্যাডমিন্টন যে পর্যায়ে আছে, টেনিস আছে। তখন আমাদের কোনো কাঠামোই ছিল না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
২ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৪ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৮ ঘণ্টা আগে