
বিরাট কোহলির সেঞ্চুরি! কতদিন পর শুনছেন, মনে করতে পারেন? চট করে মনে আসাটা অবশ্য কঠিন নয়। গত ৩ বছর ধরে যে কোহলির ৭১ তম সেঞ্চুরির ক্ষণগণনা চলছিল। সেঞ্চুরিকে একটা সময় ডালভাত বানিয়ে ফেলেছিলেন। সেই কোহলিই কি না সেঞ্চুরির জন্য ভুভুক্ষ হয়ে উঠেছিলেন। ইতি যে টি-টোয়েন্টি দিয়ে ঘটবে, সেটা হয়ত কোহলিও ভাবেননি। তা ভাববেনই-বা কীভাবে, এই সংস্করণে যে এটিই প্রথম সেঞ্চুরি।
আফগানিস্তানের বিপক্ষে দুবাইয়ে এই সেঞ্চুরিটি বিশেষ কিছু হয়ে থাকবে কোহলির ক্যারিয়ারে। ইনিংস শেষে সঞ্জয় মাঞ্জেকারের সঙ্গে আলোচনায় সেটাই বলছিলেন তিনি। এটাও জানিয়ে রাখলেন, পুরোনো সেই ছন্দ ফিরে পেয়েছেন। সেটা অবশ্য না বললেও চলত। ব্যাটিংয়ে বুঝিয়ে দিলে কথায় বলার প্রয়োজন খুব একটা পড়ে না। তা কেমন বুঝালেন কোহলি? ইনসাইট আউটে সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খানকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা মারলেন। ডাউন দ্য উইকেটে এসে পেস বোলিংয়ের বিপক্ষে আগ্রাসন দেখালেন।
উইকেটে কোহলির রাজকীয় উপস্থিতি। এই কোহলিকেই তো সবাই খুঁজছিলেন। ৬১ বলে ১২২ রানে অপরাজিত থাকলেন। ইনিংসে ১২ চার ও ৬ ছক্কা। স্ট্রাইক রেট কাঁটায় কাঁটায় ২০০। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংস থেমেছে ২১২ রানে। এবারের এশিয়া কাপে প্রথম ২০০ ছাড়ানো স্কোর। আরও একটি প্রথম যোগ হয়েছে ভারতের ইনিংসে। ওপেনিং জুটিতে প্রথম শতরানের ওপেনিং জুটি। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার বিশ্রামে লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করেন কোহলি। এই জুটি থেকে আসে ১১৯ রান। এশিয়া কাপে রানের জন্য রীতিমতো সংগ্রাম করছিলেন লোকেশ রাহুল। এদিন ঝড়ের শুরুটা তাঁর ব্যাটে। তাঁর ইনিংস শেষ হয় ৬২ রানে। ভারতের ইনিংসে বলার মতো স্কোর এই দুজনেরই।
ম্যাচটা ভারতের জন্য যেমন, আফগানিস্তানের জন্যও তেমনই। নিয়মরক্ষার ম্যাচ যাকে বলে। গতকাল আফগানিস্তানকে হারিয়ে সমীকরণের কাঁটাছেটা থেকে দুই দলকে 'মুক্তি' দিয়েছে পাকিস্তান। শুধু ভারত-আফগানিস্তান নয়, আজকের পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটিও শুধুই আনুষ্ঠানিকতার। ফাইনালের পোশাকি মহড়াও হয়ে যাবে এই ম্যাচে। নিয়মরক্ষার ম্যাচেও ভারতের টস-ভাগ্য খুলেনি। টস হারলেও ব্যাটে ঝড়ে কমতি ছিল না ভারতীয় ব্যাটারদের। সমীকরণের ধরাবাঁধা না থাকাই ভারত খেলেছে 'ফ্রি হ্যান্ড' ক্রিকেট। তাতেই রানের বোঝা চাপে আফগানদের মাথায়।

বিরাট কোহলির সেঞ্চুরি! কতদিন পর শুনছেন, মনে করতে পারেন? চট করে মনে আসাটা অবশ্য কঠিন নয়। গত ৩ বছর ধরে যে কোহলির ৭১ তম সেঞ্চুরির ক্ষণগণনা চলছিল। সেঞ্চুরিকে একটা সময় ডালভাত বানিয়ে ফেলেছিলেন। সেই কোহলিই কি না সেঞ্চুরির জন্য ভুভুক্ষ হয়ে উঠেছিলেন। ইতি যে টি-টোয়েন্টি দিয়ে ঘটবে, সেটা হয়ত কোহলিও ভাবেননি। তা ভাববেনই-বা কীভাবে, এই সংস্করণে যে এটিই প্রথম সেঞ্চুরি।
আফগানিস্তানের বিপক্ষে দুবাইয়ে এই সেঞ্চুরিটি বিশেষ কিছু হয়ে থাকবে কোহলির ক্যারিয়ারে। ইনিংস শেষে সঞ্জয় মাঞ্জেকারের সঙ্গে আলোচনায় সেটাই বলছিলেন তিনি। এটাও জানিয়ে রাখলেন, পুরোনো সেই ছন্দ ফিরে পেয়েছেন। সেটা অবশ্য না বললেও চলত। ব্যাটিংয়ে বুঝিয়ে দিলে কথায় বলার প্রয়োজন খুব একটা পড়ে না। তা কেমন বুঝালেন কোহলি? ইনসাইট আউটে সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খানকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা মারলেন। ডাউন দ্য উইকেটে এসে পেস বোলিংয়ের বিপক্ষে আগ্রাসন দেখালেন।
উইকেটে কোহলির রাজকীয় উপস্থিতি। এই কোহলিকেই তো সবাই খুঁজছিলেন। ৬১ বলে ১২২ রানে অপরাজিত থাকলেন। ইনিংসে ১২ চার ও ৬ ছক্কা। স্ট্রাইক রেট কাঁটায় কাঁটায় ২০০। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংস থেমেছে ২১২ রানে। এবারের এশিয়া কাপে প্রথম ২০০ ছাড়ানো স্কোর। আরও একটি প্রথম যোগ হয়েছে ভারতের ইনিংসে। ওপেনিং জুটিতে প্রথম শতরানের ওপেনিং জুটি। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার বিশ্রামে লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করেন কোহলি। এই জুটি থেকে আসে ১১৯ রান। এশিয়া কাপে রানের জন্য রীতিমতো সংগ্রাম করছিলেন লোকেশ রাহুল। এদিন ঝড়ের শুরুটা তাঁর ব্যাটে। তাঁর ইনিংস শেষ হয় ৬২ রানে। ভারতের ইনিংসে বলার মতো স্কোর এই দুজনেরই।
ম্যাচটা ভারতের জন্য যেমন, আফগানিস্তানের জন্যও তেমনই। নিয়মরক্ষার ম্যাচ যাকে বলে। গতকাল আফগানিস্তানকে হারিয়ে সমীকরণের কাঁটাছেটা থেকে দুই দলকে 'মুক্তি' দিয়েছে পাকিস্তান। শুধু ভারত-আফগানিস্তান নয়, আজকের পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটিও শুধুই আনুষ্ঠানিকতার। ফাইনালের পোশাকি মহড়াও হয়ে যাবে এই ম্যাচে। নিয়মরক্ষার ম্যাচেও ভারতের টস-ভাগ্য খুলেনি। টস হারলেও ব্যাটে ঝড়ে কমতি ছিল না ভারতীয় ব্যাটারদের। সমীকরণের ধরাবাঁধা না থাকাই ভারত খেলেছে 'ফ্রি হ্যান্ড' ক্রিকেট। তাতেই রানের বোঝা চাপে আফগানদের মাথায়।

আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
১৫ মিনিট আগে
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
১ ঘণ্টা আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৪ ঘণ্টা আগে