
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবারো খালি হাতে ফিরল বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে জয় পেয়েছিল মেয়েরা। এর পর থেকে টানা ৪ টুর্নামেন্টের কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ।
টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পরেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। তবে শেষটা ভালো করার ইচ্ছা ছিল মেয়েদের। কিন্তু সে ইচ্ছাও আর পূরণ হলো না নিগার সুলতানা জ্যোতি-স্বর্ণা আক্তারদের।
শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটের পরাজয় হয়েছে বাংলাদেশের। আগে ব্যাট করে ৬ উইকেটে ১১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১১৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ১৩ বল হাতে রেখেই জিতে যায় প্রোটিয়ারা। এর আগে গ্রুপ ১-এর বাকি দুই দল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছেও হেরেছে মেয়েরা। ফলে গ্রুপের তলানিতে থেকে এবারও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশের।
গতকালের ম্যাচ শেষে ভবিষ্যতে ভালো খেলার কথা জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা ভবিষ্যতে ভালো খেলার চেষ্টা করব। ছোট সংগ্রহ ও ফিল্ডারদের মিসে এই রানে প্রতিপক্ষদের বিপক্ষে ডিফেন্ড করা খুবই কঠিন। এসব নিয়ে আমরা কাজ করব।’
দলীয় পারফরম্যান্স হতশ্রী হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার। দুই আক্তারের প্রশংসা করে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জ্যোতি বলেছেন, ‘মারুফা ও স্বর্ণা অবিশ্বাস্য খেলেছে। আমি কৃতজ্ঞ যে তাদের দলে পেয়ে এবং তাদের পারফরম্যান্সে। তারা খুবই পরিশ্রমী এবং পারফর্ম করতে চায়। বাংলাদেশের সমর্থকেরা যাঁরা এখানে এসেছেন কিংবা সমর্থন দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’
গ্রুপ ১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগামীকাল প্রথম সেমিতে ভারতের মুখোমুখি হবে সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন অজিরা। আর ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিতে লড়বে স্বাগতিকেরা। ২৬ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে অষ্টম আসর।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবারো খালি হাতে ফিরল বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে জয় পেয়েছিল মেয়েরা। এর পর থেকে টানা ৪ টুর্নামেন্টের কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ।
টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পরেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। তবে শেষটা ভালো করার ইচ্ছা ছিল মেয়েদের। কিন্তু সে ইচ্ছাও আর পূরণ হলো না নিগার সুলতানা জ্যোতি-স্বর্ণা আক্তারদের।
শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটের পরাজয় হয়েছে বাংলাদেশের। আগে ব্যাট করে ৬ উইকেটে ১১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১১৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ১৩ বল হাতে রেখেই জিতে যায় প্রোটিয়ারা। এর আগে গ্রুপ ১-এর বাকি দুই দল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছেও হেরেছে মেয়েরা। ফলে গ্রুপের তলানিতে থেকে এবারও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশের।
গতকালের ম্যাচ শেষে ভবিষ্যতে ভালো খেলার কথা জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা ভবিষ্যতে ভালো খেলার চেষ্টা করব। ছোট সংগ্রহ ও ফিল্ডারদের মিসে এই রানে প্রতিপক্ষদের বিপক্ষে ডিফেন্ড করা খুবই কঠিন। এসব নিয়ে আমরা কাজ করব।’
দলীয় পারফরম্যান্স হতশ্রী হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার। দুই আক্তারের প্রশংসা করে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জ্যোতি বলেছেন, ‘মারুফা ও স্বর্ণা অবিশ্বাস্য খেলেছে। আমি কৃতজ্ঞ যে তাদের দলে পেয়ে এবং তাদের পারফরম্যান্সে। তারা খুবই পরিশ্রমী এবং পারফর্ম করতে চায়। বাংলাদেশের সমর্থকেরা যাঁরা এখানে এসেছেন কিংবা সমর্থন দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’
গ্রুপ ১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগামীকাল প্রথম সেমিতে ভারতের মুখোমুখি হবে সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন অজিরা। আর ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিতে লড়বে স্বাগতিকেরা। ২৬ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে অষ্টম আসর।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৫ ঘণ্টা আগে