
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবারো খালি হাতে ফিরল বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে জয় পেয়েছিল মেয়েরা। এর পর থেকে টানা ৪ টুর্নামেন্টের কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ।
টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পরেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। তবে শেষটা ভালো করার ইচ্ছা ছিল মেয়েদের। কিন্তু সে ইচ্ছাও আর পূরণ হলো না নিগার সুলতানা জ্যোতি-স্বর্ণা আক্তারদের।
শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটের পরাজয় হয়েছে বাংলাদেশের। আগে ব্যাট করে ৬ উইকেটে ১১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১১৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ১৩ বল হাতে রেখেই জিতে যায় প্রোটিয়ারা। এর আগে গ্রুপ ১-এর বাকি দুই দল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছেও হেরেছে মেয়েরা। ফলে গ্রুপের তলানিতে থেকে এবারও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশের।
গতকালের ম্যাচ শেষে ভবিষ্যতে ভালো খেলার কথা জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা ভবিষ্যতে ভালো খেলার চেষ্টা করব। ছোট সংগ্রহ ও ফিল্ডারদের মিসে এই রানে প্রতিপক্ষদের বিপক্ষে ডিফেন্ড করা খুবই কঠিন। এসব নিয়ে আমরা কাজ করব।’
দলীয় পারফরম্যান্স হতশ্রী হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার। দুই আক্তারের প্রশংসা করে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জ্যোতি বলেছেন, ‘মারুফা ও স্বর্ণা অবিশ্বাস্য খেলেছে। আমি কৃতজ্ঞ যে তাদের দলে পেয়ে এবং তাদের পারফরম্যান্সে। তারা খুবই পরিশ্রমী এবং পারফর্ম করতে চায়। বাংলাদেশের সমর্থকেরা যাঁরা এখানে এসেছেন কিংবা সমর্থন দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’
গ্রুপ ১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগামীকাল প্রথম সেমিতে ভারতের মুখোমুখি হবে সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন অজিরা। আর ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিতে লড়বে স্বাগতিকেরা। ২৬ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে অষ্টম আসর।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবারো খালি হাতে ফিরল বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে জয় পেয়েছিল মেয়েরা। এর পর থেকে টানা ৪ টুর্নামেন্টের কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ।
টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারার পরেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। তবে শেষটা ভালো করার ইচ্ছা ছিল মেয়েদের। কিন্তু সে ইচ্ছাও আর পূরণ হলো না নিগার সুলতানা জ্যোতি-স্বর্ণা আক্তারদের।
শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটের পরাজয় হয়েছে বাংলাদেশের। আগে ব্যাট করে ৬ উইকেটে ১১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১১৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে ১৩ বল হাতে রেখেই জিতে যায় প্রোটিয়ারা। এর আগে গ্রুপ ১-এর বাকি দুই দল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছেও হেরেছে মেয়েরা। ফলে গ্রুপের তলানিতে থেকে এবারও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশের।
গতকালের ম্যাচ শেষে ভবিষ্যতে ভালো খেলার কথা জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা ভবিষ্যতে ভালো খেলার চেষ্টা করব। ছোট সংগ্রহ ও ফিল্ডারদের মিসে এই রানে প্রতিপক্ষদের বিপক্ষে ডিফেন্ড করা খুবই কঠিন। এসব নিয়ে আমরা কাজ করব।’
দলীয় পারফরম্যান্স হতশ্রী হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার। দুই আক্তারের প্রশংসা করে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জ্যোতি বলেছেন, ‘মারুফা ও স্বর্ণা অবিশ্বাস্য খেলেছে। আমি কৃতজ্ঞ যে তাদের দলে পেয়ে এবং তাদের পারফরম্যান্সে। তারা খুবই পরিশ্রমী এবং পারফর্ম করতে চায়। বাংলাদেশের সমর্থকেরা যাঁরা এখানে এসেছেন কিংবা সমর্থন দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’
গ্রুপ ১ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগামীকাল প্রথম সেমিতে ভারতের মুখোমুখি হবে সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন অজিরা। আর ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিতে লড়বে স্বাগতিকেরা। ২৬ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে অষ্টম আসর।

বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা আপাতত দূর হয়েছে। রাতে বিসিবি-ক্রিকেটারদের সভায় বিপিএল শুক্রবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু সংবাদমাধ্যমকে বলেন...
২ ঘণ্টা আগে
খেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটাররা। ফিরতে চান খেলায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিসিবি)।
৫ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে গুমোট একটা পরিবেশ চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুর পর এবার মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্রিকেটাররা। বিবাদের আঁচ পড়ছে একের পর এক। এমন অবস্থায় ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার দিক যাচ্ছে বিসিবি। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়ার পরও খেলোয়াড়েরা যেহেতু খেলা বয়কটের ঘোষণা থেকে সরে আসেননি, বিপিএল বন্ধ করে দেওয়ার দিকেই যাচ্ছে বিসিবি।
৬ ঘণ্টা আগে