
২০২৩ গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ধারাবাহিক অলরাউন্ড পারফরম্যান্স করছেন সাকিব আল হাসান। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে ব্যাটিং-বোলিংয়ে সমানতালে পারফরম্যান্স করছেন তিনি। গতকাল সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে বিশাল জয় পেয়েছে মন্ট্রিয়ল।
অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে গতকাল মন্ট্রিয়ল টাইগার্সের প্রতিপক্ষ ছিল মিসিসাউগা প্যান্থার্স। টস হেরে প্রথমে ব্যাটিং পায় প্যান্থার্স। ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন সাকিব। বাংলাদেশি এই অলরাউন্ডারের প্রথম তিন বলে কোনো রানই নিতে পারেননি আজম খান। এরপর চতুর্থ ও পঞ্চম বলে ছক্কা ও চার মারেন আজম। নিজের প্রথম ওভারে ১১ রান দিয়েছেন সাকিব। এরপর নবম ওভারে নিজের দ্বিতীয় ওভার বোলিংয়ে আসেন তিনি। এবার ওভারের দ্বিতীয় বলে তাঁকে চার মারেন আজম। তবে ঠিক তার পরের বলেই পাকিস্তানি এই ব্যাটারকে এলবিডব্লু করেন সাকিব। ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
বোলিংয়ের পর ব্যাটিংও দারুণ করেছেন সাকিব। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৪ বলে করেছেন ৩৬ রান। ৫ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় উইকেটে টাইগার্স অধিনায়ক ক্রিস লিনের সঙ্গে ৪১ বলে ৬০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন। প্যান্থার্সের দেওয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে ২৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগার্স। ১৫.৫ ওভারে ৩ উইকেটে ১৪১ রান করে টাইগার্স। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে টাইগার্স।
অন্যদিকে একই মাঠ অন্টারিওতে মুখোমুখি হয়েছে ব্রাম্পটন উলভস ও সারে জাগুয়ার্স। তবে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এই ম্যাচ। প্রথমে ব্যাটিং করে ৭.২ ওভারে ৩ উইকেটে ৫০ রান করার পর বন্ধ হয়ে যায় খেলা। এখন পর্যন্ত লিটন দাস, ইফতিখার আহমেদরা টুর্নামেন্টে জয়ের মুখ দেখেননি। ২ ম্যাচে ১ পয়েন্ট পেয়েছে জাগুয়ার্স।

২০২৩ গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ধারাবাহিক অলরাউন্ড পারফরম্যান্স করছেন সাকিব আল হাসান। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে ব্যাটিং-বোলিংয়ে সমানতালে পারফরম্যান্স করছেন তিনি। গতকাল সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে বিশাল জয় পেয়েছে মন্ট্রিয়ল।
অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে গতকাল মন্ট্রিয়ল টাইগার্সের প্রতিপক্ষ ছিল মিসিসাউগা প্যান্থার্স। টস হেরে প্রথমে ব্যাটিং পায় প্যান্থার্স। ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন সাকিব। বাংলাদেশি এই অলরাউন্ডারের প্রথম তিন বলে কোনো রানই নিতে পারেননি আজম খান। এরপর চতুর্থ ও পঞ্চম বলে ছক্কা ও চার মারেন আজম। নিজের প্রথম ওভারে ১১ রান দিয়েছেন সাকিব। এরপর নবম ওভারে নিজের দ্বিতীয় ওভার বোলিংয়ে আসেন তিনি। এবার ওভারের দ্বিতীয় বলে তাঁকে চার মারেন আজম। তবে ঠিক তার পরের বলেই পাকিস্তানি এই ব্যাটারকে এলবিডব্লু করেন সাকিব। ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
বোলিংয়ের পর ব্যাটিংও দারুণ করেছেন সাকিব। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৪ বলে করেছেন ৩৬ রান। ৫ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় উইকেটে টাইগার্স অধিনায়ক ক্রিস লিনের সঙ্গে ৪১ বলে ৬০ রানের জুটি গড়তে অবদান রেখেছেন। প্যান্থার্সের দেওয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে ২৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগার্স। ১৫.৫ ওভারে ৩ উইকেটে ১৪১ রান করে টাইগার্স। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে টাইগার্স।
অন্যদিকে একই মাঠ অন্টারিওতে মুখোমুখি হয়েছে ব্রাম্পটন উলভস ও সারে জাগুয়ার্স। তবে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এই ম্যাচ। প্রথমে ব্যাটিং করে ৭.২ ওভারে ৩ উইকেটে ৫০ রান করার পর বন্ধ হয়ে যায় খেলা। এখন পর্যন্ত লিটন দাস, ইফতিখার আহমেদরা টুর্নামেন্টে জয়ের মুখ দেখেননি। ২ ম্যাচে ১ পয়েন্ট পেয়েছে জাগুয়ার্স।

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১৪ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে