নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফরচুন বরিশালের শেষ চার নিশ্চিত হয়েছিল আগেই। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচটা তাই শুধুই আনুষ্ঠানিকতার। তবে রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমেনিটর ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ব্যাপার ছিল। উল্টো ৬ উইকেটের হারে সাকিব আল হাসানের দল হতাশই হওয়ার কথা।
আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৬৯ রান করে বরিশাল। তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। শুরুতেই আউট হন সাব্বির রহমান। দলের হাল ধরতে পারেননি অধিনায়ক শেই হোপও। ব্যক্তিগত ১৫ রানে চতুরাঙ্গা ডি সিলভার হাতে ফিরতি ক্যাচ দেন হোপ। মাহমুদুল হাসান জয় প্রথম অ্যান্ড্রু বালবির্নির সঙ্গে ২৮ রানের জুটি গড়েন। বালবির্নি আউট হন ৩৩ বলে ৩৭ রান করে।
এরপর জয় জুটি বাঁধেন ইয়াসির আলি রাব্বির সঙ্গে। চতুর্থ উইকেটে দুজন তোলেন ৫৫ রান। ভুল বোঝাবুঝিতে ১৩ রানে রাব্বি রানআউট হলে এই জুটি ভাঙে। তবে একপ্রান্তে খুলনার ভরসা হয়ে ছিলেন জয়। তাঁকে দুর্দান্ত সঙ্গ দেন হাবিবুর রহমান সোহান। হাবিবুরের ৯ বলে ৩০ রানের ঝোড়ো এক ইনিংস খুলনাকে দুর্দান্ত জয় এনে দিয়েছে। জয় অপরাজিত ছিলেন ৪৩ বলে ৬৪ রানে।
বরিশাল ও খুলনার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিপিএলের লিগ পর্ব। এদিন সাকিব আল হাসানের বরিশালকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। বরিশাল ব্যাটিংয়ে নামার পর ঘটে আরেক বিস্ময়কর ঘটনা। ইনিংসের ১.২ ওভারের সময় বিদ্যুদ্বিভ্রাট ঘটে। মিনিট দশেক পর খেলা শুরু হয়। বিদ্যুতের বাতি জ্বলার পর জ্বলে ওঠে সাকিব-ডোয়াইন প্রিটোরিয়াস ও করিম জানাতদের ব্যাট। প্রিটোরিয়াস বিপিএল অভিষেক রাঙালেন ম্যাচ-সেরা হয়ে।
ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গত মাসেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে বিদায় বলেছিলেন। গতকাল ২৯ বলে করেছেন ৪৮ রান। তাতে বরিশালের স্কোর হয় ৮ উইকেটে ১৬৯ রান। পুরো টুর্নামেন্টে দারুণ কিছু না করতে পারলেও শেষ ম্যাচে খুলনার সাইফউদ্দিন ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

ফরচুন বরিশালের শেষ চার নিশ্চিত হয়েছিল আগেই। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচটা তাই শুধুই আনুষ্ঠানিকতার। তবে রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমেনিটর ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ব্যাপার ছিল। উল্টো ৬ উইকেটের হারে সাকিব আল হাসানের দল হতাশই হওয়ার কথা।
আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৬৯ রান করে বরিশাল। তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। শুরুতেই আউট হন সাব্বির রহমান। দলের হাল ধরতে পারেননি অধিনায়ক শেই হোপও। ব্যক্তিগত ১৫ রানে চতুরাঙ্গা ডি সিলভার হাতে ফিরতি ক্যাচ দেন হোপ। মাহমুদুল হাসান জয় প্রথম অ্যান্ড্রু বালবির্নির সঙ্গে ২৮ রানের জুটি গড়েন। বালবির্নি আউট হন ৩৩ বলে ৩৭ রান করে।
এরপর জয় জুটি বাঁধেন ইয়াসির আলি রাব্বির সঙ্গে। চতুর্থ উইকেটে দুজন তোলেন ৫৫ রান। ভুল বোঝাবুঝিতে ১৩ রানে রাব্বি রানআউট হলে এই জুটি ভাঙে। তবে একপ্রান্তে খুলনার ভরসা হয়ে ছিলেন জয়। তাঁকে দুর্দান্ত সঙ্গ দেন হাবিবুর রহমান সোহান। হাবিবুরের ৯ বলে ৩০ রানের ঝোড়ো এক ইনিংস খুলনাকে দুর্দান্ত জয় এনে দিয়েছে। জয় অপরাজিত ছিলেন ৪৩ বলে ৬৪ রানে।
বরিশাল ও খুলনার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিপিএলের লিগ পর্ব। এদিন সাকিব আল হাসানের বরিশালকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। বরিশাল ব্যাটিংয়ে নামার পর ঘটে আরেক বিস্ময়কর ঘটনা। ইনিংসের ১.২ ওভারের সময় বিদ্যুদ্বিভ্রাট ঘটে। মিনিট দশেক পর খেলা শুরু হয়। বিদ্যুতের বাতি জ্বলার পর জ্বলে ওঠে সাকিব-ডোয়াইন প্রিটোরিয়াস ও করিম জানাতদের ব্যাট। প্রিটোরিয়াস বিপিএল অভিষেক রাঙালেন ম্যাচ-সেরা হয়ে।
ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গত মাসেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে বিদায় বলেছিলেন। গতকাল ২৯ বলে করেছেন ৪৮ রান। তাতে বরিশালের স্কোর হয় ৮ উইকেটে ১৬৯ রান। পুরো টুর্নামেন্টে দারুণ কিছু না করতে পারলেও শেষ ম্যাচে খুলনার সাইফউদ্দিন ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৮ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১০ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৩ ঘণ্টা আগে