Ajker Patrika

জয়-হাবিবুর বীরত্বে অবশেষে খুলনার জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ২৫
জয়-হাবিবুর বীরত্বে অবশেষে খুলনার জয়

ফরচুন বরিশালের শেষ চার নিশ্চিত হয়েছিল আগেই। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচটা তাই শুধুই আনুষ্ঠানিকতার। তবে রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমেনিটর ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ব্যাপার ছিল। উল্টো ৬ উইকেটের হারে সাকিব আল হাসানের দল হতাশই হওয়ার কথা। 

আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৬৯ রান করে বরিশাল। তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। শুরুতেই আউট হন সাব্বির রহমান। দলের হাল ধরতে পারেননি অধিনায়ক শেই হোপও। ব্যক্তিগত ১৫ রানে চতুরাঙ্গা ডি সিলভার হাতে ফিরতি ক্যাচ দেন হোপ। মাহমুদুল হাসান জয় প্রথম অ্যান্ড্রু বালবির্নির সঙ্গে ২৮ রানের জুটি গড়েন। বালবির্নি আউট হন ৩৩ বলে ৩৭ রান করে। 

এরপর জয় জুটি বাঁধেন ইয়াসির আলি রাব্বির সঙ্গে। চতুর্থ উইকেটে দুজন তোলেন ৫৫ রান। ভুল বোঝাবুঝিতে ১৩ রানে রাব্বি রানআউট হলে এই জুটি ভাঙে। তবে একপ্রান্তে খুলনার ভরসা হয়ে ছিলেন জয়। তাঁকে দুর্দান্ত সঙ্গ দেন হাবিবুর রহমান সোহান। হাবিবুরের ৯ বলে ৩০ রানের ঝোড়ো এক ইনিংস খুলনাকে দুর্দান্ত জয় এনে দিয়েছে। জয় অপরাজিত ছিলেন ৪৩ বলে ৬৪ রানে। 

বরিশাল ও খুলনার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিপিএলের লিগ পর্ব। এদিন সাকিব আল হাসানের বরিশালকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। বরিশাল ব্যাটিংয়ে নামার পর ঘটে আরেক বিস্ময়কর ঘটনা। ইনিংসের ১.২ ওভারের সময় বিদ্যুদ্বিভ্রাট ঘটে। মিনিট দশেক পর খেলা শুরু হয়। বিদ্যুতের বাতি জ্বলার পর জ্বলে ওঠে সাকিব-ডোয়াইন প্রিটোরিয়াস ও করিম জানাতদের ব্যাট। প্রিটোরিয়াস বিপিএল অভিষেক রাঙালেন ম্যাচ-সেরা হয়ে। 

ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গত মাসেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে বিদায় বলেছিলেন। গতকাল ২৯ বলে করেছেন ৪৮ রান। তাতে বরিশালের স্কোর হয় ৮ উইকেটে ১৬৯ রান। পুরো টুর্নামেন্টে দারুণ কিছু না করতে পারলেও শেষ ম্যাচে খুলনার সাইফউদ্দিন ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত