
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের সহজ পেয়েছে বাংলাদেশ। ৫ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোসাদ্দেক হোসেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পাওয়া মোসাদ্দেক ম্যাচ শেষে জানালেন, কোন পরিকল্পনায় সফল হয়েছেন তিনি।
উইকেট নেওয়া নয় মোসাদ্দেকের মূল পরিকল্পনা ছিল আটসাট বোলিং করা। এই পরিকল্পনাতেই বোলিং করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘৫ উইকেটের জন্য বোলিং করিনি। আমার পরিকল্পনা ছিল ডট বল করার। ভালো জায়গায় বল করেছি বলে ফল পেয়েছি বলে মনে হচ্ছে।’
আগের ম্যাচে জিম্বাবুয়ে যেহেতু আগে ব্যাটিং করে দুই শ ছাড়িয়ে গেছে এ ম্যাচে তাই তাদের আটকানোই ছিল মোসাদ্দেকের লক্ষ্য। তাঁর কাছে অধিনায়ক নুরুল হাসান সোহানের চাওয়াও ছিল এটাই। মোসাদ্দেক এ ভাবনা নিয়ে বোলিং করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অধিনায়ক যখন বল দিয়েছিল, আমার মাথায় ঘুরছিল কীভাবে রানটা আটকে রাখতে পারি প্রথম থেকে। আগের দিন দেখেছি এই উইকেটে দুই শ রান হয়েছে। ওই জায়গা থেকে আমরা পরিকল্পনা করেছিলাম ১৬০-১৭০ রানে যদি রাখতে পারি অবশ্যই সেটা আমাদের টিমের জন্য ভালো। ওই পরিকল্পনাই ছিল। আর কিছু চেষ্টা করিনি।’
ডট পরিকল্পনায় বোলিং করে টি-টোয়েন্টিতে দলের পক্ষে চতুর্থ বোলার হিসেবে ৫ উইকেট নিয়ে মোসাদ্দেক দারুণ উচ্ছ্বসিত। কখনো চিন্তাও করেননি এমন কীর্তি কখনো গড়তে পারবেন, ‘আমি দারুণ অনুভব করছি। কখনো কল্পনা করিনি ৫ উইকেট পেতে পারি। বোলিং করেছি ডট বলের আশায়। নিজের পরিকল্পনায় স্থির থেকেছি।’

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের সহজ পেয়েছে বাংলাদেশ। ৫ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোসাদ্দেক হোসেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পাওয়া মোসাদ্দেক ম্যাচ শেষে জানালেন, কোন পরিকল্পনায় সফল হয়েছেন তিনি।
উইকেট নেওয়া নয় মোসাদ্দেকের মূল পরিকল্পনা ছিল আটসাট বোলিং করা। এই পরিকল্পনাতেই বোলিং করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘৫ উইকেটের জন্য বোলিং করিনি। আমার পরিকল্পনা ছিল ডট বল করার। ভালো জায়গায় বল করেছি বলে ফল পেয়েছি বলে মনে হচ্ছে।’
আগের ম্যাচে জিম্বাবুয়ে যেহেতু আগে ব্যাটিং করে দুই শ ছাড়িয়ে গেছে এ ম্যাচে তাই তাদের আটকানোই ছিল মোসাদ্দেকের লক্ষ্য। তাঁর কাছে অধিনায়ক নুরুল হাসান সোহানের চাওয়াও ছিল এটাই। মোসাদ্দেক এ ভাবনা নিয়ে বোলিং করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অধিনায়ক যখন বল দিয়েছিল, আমার মাথায় ঘুরছিল কীভাবে রানটা আটকে রাখতে পারি প্রথম থেকে। আগের দিন দেখেছি এই উইকেটে দুই শ রান হয়েছে। ওই জায়গা থেকে আমরা পরিকল্পনা করেছিলাম ১৬০-১৭০ রানে যদি রাখতে পারি অবশ্যই সেটা আমাদের টিমের জন্য ভালো। ওই পরিকল্পনাই ছিল। আর কিছু চেষ্টা করিনি।’
ডট পরিকল্পনায় বোলিং করে টি-টোয়েন্টিতে দলের পক্ষে চতুর্থ বোলার হিসেবে ৫ উইকেট নিয়ে মোসাদ্দেক দারুণ উচ্ছ্বসিত। কখনো চিন্তাও করেননি এমন কীর্তি কখনো গড়তে পারবেন, ‘আমি দারুণ অনুভব করছি। কখনো কল্পনা করিনি ৫ উইকেট পেতে পারি। বোলিং করেছি ডট বলের আশায়। নিজের পরিকল্পনায় স্থির থেকেছি।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে