
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের সহজ পেয়েছে বাংলাদেশ। ৫ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোসাদ্দেক হোসেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পাওয়া মোসাদ্দেক ম্যাচ শেষে জানালেন, কোন পরিকল্পনায় সফল হয়েছেন তিনি।
উইকেট নেওয়া নয় মোসাদ্দেকের মূল পরিকল্পনা ছিল আটসাট বোলিং করা। এই পরিকল্পনাতেই বোলিং করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘৫ উইকেটের জন্য বোলিং করিনি। আমার পরিকল্পনা ছিল ডট বল করার। ভালো জায়গায় বল করেছি বলে ফল পেয়েছি বলে মনে হচ্ছে।’
আগের ম্যাচে জিম্বাবুয়ে যেহেতু আগে ব্যাটিং করে দুই শ ছাড়িয়ে গেছে এ ম্যাচে তাই তাদের আটকানোই ছিল মোসাদ্দেকের লক্ষ্য। তাঁর কাছে অধিনায়ক নুরুল হাসান সোহানের চাওয়াও ছিল এটাই। মোসাদ্দেক এ ভাবনা নিয়ে বোলিং করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অধিনায়ক যখন বল দিয়েছিল, আমার মাথায় ঘুরছিল কীভাবে রানটা আটকে রাখতে পারি প্রথম থেকে। আগের দিন দেখেছি এই উইকেটে দুই শ রান হয়েছে। ওই জায়গা থেকে আমরা পরিকল্পনা করেছিলাম ১৬০-১৭০ রানে যদি রাখতে পারি অবশ্যই সেটা আমাদের টিমের জন্য ভালো। ওই পরিকল্পনাই ছিল। আর কিছু চেষ্টা করিনি।’
ডট পরিকল্পনায় বোলিং করে টি-টোয়েন্টিতে দলের পক্ষে চতুর্থ বোলার হিসেবে ৫ উইকেট নিয়ে মোসাদ্দেক দারুণ উচ্ছ্বসিত। কখনো চিন্তাও করেননি এমন কীর্তি কখনো গড়তে পারবেন, ‘আমি দারুণ অনুভব করছি। কখনো কল্পনা করিনি ৫ উইকেট পেতে পারি। বোলিং করেছি ডট বলের আশায়। নিজের পরিকল্পনায় স্থির থেকেছি।’

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের সহজ পেয়েছে বাংলাদেশ। ৫ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মোসাদ্দেক হোসেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পাওয়া মোসাদ্দেক ম্যাচ শেষে জানালেন, কোন পরিকল্পনায় সফল হয়েছেন তিনি।
উইকেট নেওয়া নয় মোসাদ্দেকের মূল পরিকল্পনা ছিল আটসাট বোলিং করা। এই পরিকল্পনাতেই বোলিং করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘৫ উইকেটের জন্য বোলিং করিনি। আমার পরিকল্পনা ছিল ডট বল করার। ভালো জায়গায় বল করেছি বলে ফল পেয়েছি বলে মনে হচ্ছে।’
আগের ম্যাচে জিম্বাবুয়ে যেহেতু আগে ব্যাটিং করে দুই শ ছাড়িয়ে গেছে এ ম্যাচে তাই তাদের আটকানোই ছিল মোসাদ্দেকের লক্ষ্য। তাঁর কাছে অধিনায়ক নুরুল হাসান সোহানের চাওয়াও ছিল এটাই। মোসাদ্দেক এ ভাবনা নিয়ে বোলিং করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অধিনায়ক যখন বল দিয়েছিল, আমার মাথায় ঘুরছিল কীভাবে রানটা আটকে রাখতে পারি প্রথম থেকে। আগের দিন দেখেছি এই উইকেটে দুই শ রান হয়েছে। ওই জায়গা থেকে আমরা পরিকল্পনা করেছিলাম ১৬০-১৭০ রানে যদি রাখতে পারি অবশ্যই সেটা আমাদের টিমের জন্য ভালো। ওই পরিকল্পনাই ছিল। আর কিছু চেষ্টা করিনি।’
ডট পরিকল্পনায় বোলিং করে টি-টোয়েন্টিতে দলের পক্ষে চতুর্থ বোলার হিসেবে ৫ উইকেট নিয়ে মোসাদ্দেক দারুণ উচ্ছ্বসিত। কখনো চিন্তাও করেননি এমন কীর্তি কখনো গড়তে পারবেন, ‘আমি দারুণ অনুভব করছি। কখনো কল্পনা করিনি ৫ উইকেট পেতে পারি। বোলিং করেছি ডট বলের আশায়। নিজের পরিকল্পনায় স্থির থেকেছি।’

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৩ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে