
সেমিফাইনাল খেলতে হলে পাকিস্তানকে মেলাতে হবে ‘প্রায় অসম্ভব’ এক সমীকরণ। সেটাও হতো, যদি পাকিস্তান আগে ব্যাটিং করত। সেমিতে যেতে হলে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৭ রানে জিততে হতো পাকিস্তানকে। বাবর আজমের পাকিস্তানের সামান্যতম আশাটুকুও বলতে গেলে শেষ। কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
ইংল্যান্ডও সেমির দৌড় থেকে ছিটকে গেছে অনেক আগেই। ইংলিশদের এখন লড়াই শুধু ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা পাকাপোক্ত করা। পাকিস্তানের বিপক্ষে আজ গত ম্যাচের একাদশ নিয়েই খেলছে ইংল্যান্ড। ইংলিশদের পেস আক্রমণে আছেন গাস অ্যাটকিনসন, ক্রিস ওকস, ডেভিড উইলি ও বেন স্টোকস। যার মধ্যে ওকস, উইলি, স্টোকস পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে আছেন মঈন আলি ও আদিল রশিদ।
অন্যদিকে পাকিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। হাসান আলির পরিবর্তে একাদশে এসেছেন লেগ স্পিনার শাদাব খান। পেস আক্রমণে থাকছেন হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। স্পিনে শাদাবের সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার আগা সালমান ও ইফতিখার আহমেদ।
পাকিস্তানের একাদশ:
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাদাব খান, হারিস রউফ।
ইংল্যান্ডের একাদশ:
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, মঈন আলী, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, ক্রিস ওকস, ডেভিড উইলি।

সেমিফাইনাল খেলতে হলে পাকিস্তানকে মেলাতে হবে ‘প্রায় অসম্ভব’ এক সমীকরণ। সেটাও হতো, যদি পাকিস্তান আগে ব্যাটিং করত। সেমিতে যেতে হলে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৭ রানে জিততে হতো পাকিস্তানকে। বাবর আজমের পাকিস্তানের সামান্যতম আশাটুকুও বলতে গেলে শেষ। কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
ইংল্যান্ডও সেমির দৌড় থেকে ছিটকে গেছে অনেক আগেই। ইংলিশদের এখন লড়াই শুধু ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা পাকাপোক্ত করা। পাকিস্তানের বিপক্ষে আজ গত ম্যাচের একাদশ নিয়েই খেলছে ইংল্যান্ড। ইংলিশদের পেস আক্রমণে আছেন গাস অ্যাটকিনসন, ক্রিস ওকস, ডেভিড উইলি ও বেন স্টোকস। যার মধ্যে ওকস, উইলি, স্টোকস পেস বোলিং অলরাউন্ডার। স্পিন আক্রমণে আছেন মঈন আলি ও আদিল রশিদ।
অন্যদিকে পাকিস্তান তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। হাসান আলির পরিবর্তে একাদশে এসেছেন লেগ স্পিনার শাদাব খান। পেস আক্রমণে থাকছেন হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। স্পিনে শাদাবের সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার আগা সালমান ও ইফতিখার আহমেদ।
পাকিস্তানের একাদশ:
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাদাব খান, হারিস রউফ।
ইংল্যান্ডের একাদশ:
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, মঈন আলী, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, ক্রিস ওকস, ডেভিড উইলি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে