
যুক্তরাষ্ট্র ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ইউএস মাস্টার্স টি১০ লিগে খেলবে বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। যুক্তরাষ্ট্র ক্রিকেটের দল আটলান্টা ফায়ারের সঙ্গে গত বছরই পার্টনারশিপ করেছে রাইডার্স। এবার তাদের সঙ্গে জুটি বেঁধে আটলান্টা রাইডার্স নামে নতুন দল তৈরি করেছে রংপুর রাইডার্স।
গতকাল প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে চূড়ান্ত হয়েছে আটলান্টা রাইডার্সের দল। আটলান্টা রাইডার্সের হয়ে খেলবেন নাসির হোসেন, ফরহাদ রেজা-সহ ৬ বাংলাদেশি ক্রিকেটার। গত কয়েক মৌসুম আটলান্টা ফায়ারে খেলছেন নাসির। বাংলাদেশের এই অলরাউন্ডারকে নিয়েই দল চূড়ান্ত করেছে আটলান্টা রাইডার্স। ১৬ সদস্যের দলে বাকি ৪ বাংলাদেশি হলেন অলরাউন্ডার ফরহাদ রেজা, পেসার কামরুল ইসলাম রাব্বি, টপ অর্ডার ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকি আর বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন লেন্ডল সিমন্স, রবিন উথাপ্পার মতো তারকারা। ওয়েস্ট ইন্ডিজের সিমন্স ব্যাটিংয়ে দলের বড় শক্তি। ওপেনিংয়ে তাঁর সঙ্গী হতে পারেন ভারতের সাবেক ব্যাটার উথাপ্পা। ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ, অস্ট্রেলিয়ার ডেভিড হাসি, পাকিস্তানের হাম্মাদ আজম, নিউজিল্যান্ডের গ্র্যান্ড ইলিয়টের থাকার কথাও নিশ্চিত করেছে রাইডার্স। ১৬ সদস্যের দলে আরও আছেন শ্রীলঙ্কার চতুরঙ্গ ডি সিলভা, পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান, ভারতীয় পেসার শ্রীশান্ত, জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা আর শ্রীলঙ্কার আমিলা আপোনসো।
গত ৬ বছর আবুধাবিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি১০ লিগ সফলভাবে আয়োজন করছে টি টেন গ্লোবাল স্পোর্টস। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এসএএমপি আর্মি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি যৌথভাবে আয়োজন করছে ইউএস মাস্টার্স টি টেন লিগ। এই টুর্নামেন্টে খেলবে যুক্তরাষ্ট্রের ৬ দল। সবকিছু ঠিক থাকলে আগামি আগস্টে হওয়ার কথা এই টুর্নামেন্ট।
আটলান্টা রাইডার্স দল: লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), রবিন উথাপ্পা (ভারত), ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড হাসি (অস্ট্রেলিয়া), নাসির হোসেন (বাংলাদেশ), হাম্মাদ আজম (পাকিস্তান), গ্র্যান্ট ইলিয়ট (নিউ জিল্যান্ড), ফরহাদ রেজা (বাংলাদেশ), চাতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), কামরুল ইসলাম রাব্বি (বাংলাদেশ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), শ্রীশান্থ (ভারত), হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে), জুনায়েদ সিদ্দিকী (বাংলাদেশ), ইলিয়াস সানি (বাংলাদেশ) ও আমিলা আপোনসো (শ্রীলঙ্কা)।

যুক্তরাষ্ট্র ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ইউএস মাস্টার্স টি১০ লিগে খেলবে বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। যুক্তরাষ্ট্র ক্রিকেটের দল আটলান্টা ফায়ারের সঙ্গে গত বছরই পার্টনারশিপ করেছে রাইডার্স। এবার তাদের সঙ্গে জুটি বেঁধে আটলান্টা রাইডার্স নামে নতুন দল তৈরি করেছে রংপুর রাইডার্স।
গতকাল প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে চূড়ান্ত হয়েছে আটলান্টা রাইডার্সের দল। আটলান্টা রাইডার্সের হয়ে খেলবেন নাসির হোসেন, ফরহাদ রেজা-সহ ৬ বাংলাদেশি ক্রিকেটার। গত কয়েক মৌসুম আটলান্টা ফায়ারে খেলছেন নাসির। বাংলাদেশের এই অলরাউন্ডারকে নিয়েই দল চূড়ান্ত করেছে আটলান্টা রাইডার্স। ১৬ সদস্যের দলে বাকি ৪ বাংলাদেশি হলেন অলরাউন্ডার ফরহাদ রেজা, পেসার কামরুল ইসলাম রাব্বি, টপ অর্ডার ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকি আর বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন লেন্ডল সিমন্স, রবিন উথাপ্পার মতো তারকারা। ওয়েস্ট ইন্ডিজের সিমন্স ব্যাটিংয়ে দলের বড় শক্তি। ওপেনিংয়ে তাঁর সঙ্গী হতে পারেন ভারতের সাবেক ব্যাটার উথাপ্পা। ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ, অস্ট্রেলিয়ার ডেভিড হাসি, পাকিস্তানের হাম্মাদ আজম, নিউজিল্যান্ডের গ্র্যান্ড ইলিয়টের থাকার কথাও নিশ্চিত করেছে রাইডার্স। ১৬ সদস্যের দলে আরও আছেন শ্রীলঙ্কার চতুরঙ্গ ডি সিলভা, পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান, ভারতীয় পেসার শ্রীশান্ত, জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা আর শ্রীলঙ্কার আমিলা আপোনসো।
গত ৬ বছর আবুধাবিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি১০ লিগ সফলভাবে আয়োজন করছে টি টেন গ্লোবাল স্পোর্টস। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এসএএমপি আর্মি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি যৌথভাবে আয়োজন করছে ইউএস মাস্টার্স টি টেন লিগ। এই টুর্নামেন্টে খেলবে যুক্তরাষ্ট্রের ৬ দল। সবকিছু ঠিক থাকলে আগামি আগস্টে হওয়ার কথা এই টুর্নামেন্ট।
আটলান্টা রাইডার্স দল: লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), রবিন উথাপ্পা (ভারত), ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড হাসি (অস্ট্রেলিয়া), নাসির হোসেন (বাংলাদেশ), হাম্মাদ আজম (পাকিস্তান), গ্র্যান্ট ইলিয়ট (নিউ জিল্যান্ড), ফরহাদ রেজা (বাংলাদেশ), চাতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), কামরুল ইসলাম রাব্বি (বাংলাদেশ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), শ্রীশান্থ (ভারত), হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে), জুনায়েদ সিদ্দিকী (বাংলাদেশ), ইলিয়াস সানি (বাংলাদেশ) ও আমিলা আপোনসো (শ্রীলঙ্কা)।

নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
৩ ঘণ্টা আগে