
আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান তুলতেই বেশি পছন্দ ডেভিড ওয়ার্নারের। যখন দিনটা তিনি (ওয়ার্নার) নিজের করে নেন, থাকেন ছন্দে, তখন প্রতিপক্ষ দলের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। ব্যাটিংয়ের আক্রমণাত্মক অবস্থা দেখা যায় তাঁর আচরণেও। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে গতকাল আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার।
প্রথম দুই ম্যাচ হেরে ২০২৩ বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গতকাল মুখোমুখি হয়েছিল। ২১০-এর লক্ষ্যে প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া করে ২৪ রান, যেখানে ওয়ার্নার প্রথম ৫ বলে ১ ছক্কায় করেন ১১ রান। চতুর্থ ওভারের প্রথম বলে ওয়ার্নারের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্ক। আম্পায়ার জোয়েল উইলসন আউট ঘোষণা করেন। ওয়ার্নার সঙ্গে সঙ্গেই রিভিউ নেন। বল স্টাম্প মিস করবে এমনটা হয়তো ভাবছিলেন অজি বাঁহাতি ব্যাটার। রিভিউতে দেখা যায়, আম্পায়ার্স কলে আউট হয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে রাগ ঝেরেছেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার। ড্রেসিংরুমে ফেরার সময় আম্পায়ার উইলসনকে উদ্দেশ্য করে বাজে কথা বলেন ওয়ার্নার।
ওয়ার্নারের এমন আচরণ পছন্দ হয়নি সাইমন ডুলের। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে তাঁর (ওয়ার্নার) বিপক্ষে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন কিউই ধারাভাষ্যকার। ক্রিকবাজকে ডুল বলেন, ‘ডেভিড ওয়ার্নারের ম্যাচ ফির কিছু অংশ কেটে নেওয়া হোক। যদি সেটা না হয়, তাহলে বুঝতে হবে কিছু তো সমস্যা রয়েছে। যেভাবে সে (ওয়ার্নার) ঘুরে তাকাল এবং জোয়েল উইলসনের সঙ্গে আচরণ করল, তাতে ম্যাচ ফি চলে যাওয়া উচিত। এমন আচরণ আমাকে সত্যিই অবাক করে দেয়। স্টাম্পে বল আঘাত করেছে। তার মানে এটা আউট। এরপর ডেভিড ওয়ার্নার যখন ফিল্ডিং করবে এবং বেল পড়ে যাবে, তখন কি সে ব্যাটারকে বলবে, ‘সরি বন্ধু, ভুল হয়ে গেছে। এখন চলে আস। কারণ শুধু বেলটা লেগেছে স্টাম্পে।’ বল স্টাম্পে লাগা মানে আউট। আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করা যাবে না।’
অস্ট্রেলিয়ার সঙ্গে এবারের বিশ্বকাপে আম্পায়ারিংয়ের এমন ঘটনা আরও একবার হয়েছে। লক্ষ্ণৌতেই অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন উইলসন। সেবার স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস—অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটারের উইকেট কাগিসো রাবাদা নিয়েছেন রিভিউর সাহায্যে। কোনোবারই আউট দেননি উইলসন। যেখানে দশম ওভারের পঞ্চম বলে স্মিথের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন রাবাদা। আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। মনে হচ্ছিল যে বল লেগ সাইডের বাইরে দিয়ে চলে যাবে। বড়জোর আম্পায়ার্স কল হতে পারে। তাতে তো স্মিথ বেঁচে যাবেন। কিন্তু ডিআরএস প্রযুক্তিতে দেখা যায়, স্টাম্পে বল আঘাত করেছে এবং তিনটা লাল দাগ ছিল রিভিউতে। এরপর ১৮তম ওভারের দ্বিতীয় বলে স্টয়নিসের বিপক্ষে কট বিহাইন্ডের আপিল হয়েছিল, যেখানে বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে বল ধরেছেন কুইন্টন ডি কক। রিভিউ নেওয়ার পর তৃতীয় আম্পায়ার আল্ট্রা এজ স্পাইক দেখে আউট দিয়েছেন। স্পাইক থাকলেও দেখা গেছে, বল লেগেছে ব্যাটের হাতলে।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান তুলতেই বেশি পছন্দ ডেভিড ওয়ার্নারের। যখন দিনটা তিনি (ওয়ার্নার) নিজের করে নেন, থাকেন ছন্দে, তখন প্রতিপক্ষ দলের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। ব্যাটিংয়ের আক্রমণাত্মক অবস্থা দেখা যায় তাঁর আচরণেও। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে গতকাল আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার।
প্রথম দুই ম্যাচ হেরে ২০২৩ বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গতকাল মুখোমুখি হয়েছিল। ২১০-এর লক্ষ্যে প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া করে ২৪ রান, যেখানে ওয়ার্নার প্রথম ৫ বলে ১ ছক্কায় করেন ১১ রান। চতুর্থ ওভারের প্রথম বলে ওয়ার্নারের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্ক। আম্পায়ার জোয়েল উইলসন আউট ঘোষণা করেন। ওয়ার্নার সঙ্গে সঙ্গেই রিভিউ নেন। বল স্টাম্প মিস করবে এমনটা হয়তো ভাবছিলেন অজি বাঁহাতি ব্যাটার। রিভিউতে দেখা যায়, আম্পায়ার্স কলে আউট হয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে রাগ ঝেরেছেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার। ড্রেসিংরুমে ফেরার সময় আম্পায়ার উইলসনকে উদ্দেশ্য করে বাজে কথা বলেন ওয়ার্নার।
ওয়ার্নারের এমন আচরণ পছন্দ হয়নি সাইমন ডুলের। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে তাঁর (ওয়ার্নার) বিপক্ষে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন কিউই ধারাভাষ্যকার। ক্রিকবাজকে ডুল বলেন, ‘ডেভিড ওয়ার্নারের ম্যাচ ফির কিছু অংশ কেটে নেওয়া হোক। যদি সেটা না হয়, তাহলে বুঝতে হবে কিছু তো সমস্যা রয়েছে। যেভাবে সে (ওয়ার্নার) ঘুরে তাকাল এবং জোয়েল উইলসনের সঙ্গে আচরণ করল, তাতে ম্যাচ ফি চলে যাওয়া উচিত। এমন আচরণ আমাকে সত্যিই অবাক করে দেয়। স্টাম্পে বল আঘাত করেছে। তার মানে এটা আউট। এরপর ডেভিড ওয়ার্নার যখন ফিল্ডিং করবে এবং বেল পড়ে যাবে, তখন কি সে ব্যাটারকে বলবে, ‘সরি বন্ধু, ভুল হয়ে গেছে। এখন চলে আস। কারণ শুধু বেলটা লেগেছে স্টাম্পে।’ বল স্টাম্পে লাগা মানে আউট। আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করা যাবে না।’
অস্ট্রেলিয়ার সঙ্গে এবারের বিশ্বকাপে আম্পায়ারিংয়ের এমন ঘটনা আরও একবার হয়েছে। লক্ষ্ণৌতেই অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন উইলসন। সেবার স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস—অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটারের উইকেট কাগিসো রাবাদা নিয়েছেন রিভিউর সাহায্যে। কোনোবারই আউট দেননি উইলসন। যেখানে দশম ওভারের পঞ্চম বলে স্মিথের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন রাবাদা। আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। মনে হচ্ছিল যে বল লেগ সাইডের বাইরে দিয়ে চলে যাবে। বড়জোর আম্পায়ার্স কল হতে পারে। তাতে তো স্মিথ বেঁচে যাবেন। কিন্তু ডিআরএস প্রযুক্তিতে দেখা যায়, স্টাম্পে বল আঘাত করেছে এবং তিনটা লাল দাগ ছিল রিভিউতে। এরপর ১৮তম ওভারের দ্বিতীয় বলে স্টয়নিসের বিপক্ষে কট বিহাইন্ডের আপিল হয়েছিল, যেখানে বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে বল ধরেছেন কুইন্টন ডি কক। রিভিউ নেওয়ার পর তৃতীয় আম্পায়ার আল্ট্রা এজ স্পাইক দেখে আউট দিয়েছেন। স্পাইক থাকলেও দেখা গেছে, বল লেগেছে ব্যাটের হাতলে।

আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
২৩ মিনিট আগে
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
১ ঘণ্টা আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৪ ঘণ্টা আগে