
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ হলেও খেলাটা যেন হয়েছে গ্লেন ফিলিপস ও শ্রীলঙ্কার। ফিলিপসের একার রানই যে করতে পারেনি শ্রীলঙ্কা। আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড করে ১৬৭ রান। ফিলিপস খেলেন ১০৪ রানের ইনিংস। অথচ শ্রীলঙ্কা অলআউট হয়েছে ১০২ রানে। সিডনিতে লঙ্কানদের ৬৫ রানে হারিয়ে সেমিফাইনালের পথে আরেকধাপ এগিয়ে গেল কিউইরা।
১৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কোনো রান না করেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের পঞ্চম বলে টিম সাউদির লেগবিফোরের শিকার হয়েছেন পাথুম নিশাঙ্কা। এরপর ট্রেন্ট বোল্টের আগুনে বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে লঙ্কানরা। কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালাঙ্কা-এই তিন লঙ্কান ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখান বোল্ট। ৩.৩ ওভারে ৮ রান তুলতেই ৪ উইকেট হারায় লঙ্কানরা।
পাওয়ারপ্লের এই বিপর্যয় কাটাতে না কাটাতেই আবারও উইকেট হারায় শ্রীলঙ্কা। মিচেল স্যান্টনারকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে বোল্টের তালুবন্দী হন চামিকা করুণারত্নে। ২৪ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কা এরপর প্রতিরোধ গড়ে ষষ্ঠ উইকেট জুটিতে। ভানুকা রাজাপক্ষে ও দাসুন শানাকার ব্যাটে। দুজনের ব্যাটে আশার আলো খুঁজে পায় লঙ্কানরা। তবে রাজাপক্ষেকে ফিরিয়ে দিয়ে ২৩ বলে ৩৪ রানের জুটি ভেঙে দেন লকি ফার্গুসন। ২২ বলে ৩৪ রান করেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার।
রাজাপক্ষের বিদায়ের পর যা একটু লড়াই করেছিলেন শানাকা। তবে তা শ্রীলঙ্কার বড় পরাজয় ঠেকাতে পারেনি। ১৯.২ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। সর্বোচ্চ ৩৫ রান করেন লঙ্কান অধিনায়ক। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বোল্ট। ৪ ওভার বোলিং করে ১৩ রান খরচ করেন এই কিউই পেসার। ম্যাচসেরা হয়েছেন ফিলিপস। ৬৪ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১০৪ রান করেন কিউই এই মিডল অর্ডার ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। গ্লেন ফিলিপসের দ্বিতীয় সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ করে কিউইরা। ব্যক্তিগত ১২ রানে জীবন পেয়ে ১০৪ রান করেন ফিলিপস। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নেন কাসুন রাজিথা। একটি করে উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, ধনঞ্জয় ডি সিলভা ও লাহিরু কুমারা।

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ হলেও খেলাটা যেন হয়েছে গ্লেন ফিলিপস ও শ্রীলঙ্কার। ফিলিপসের একার রানই যে করতে পারেনি শ্রীলঙ্কা। আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড করে ১৬৭ রান। ফিলিপস খেলেন ১০৪ রানের ইনিংস। অথচ শ্রীলঙ্কা অলআউট হয়েছে ১০২ রানে। সিডনিতে লঙ্কানদের ৬৫ রানে হারিয়ে সেমিফাইনালের পথে আরেকধাপ এগিয়ে গেল কিউইরা।
১৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কোনো রান না করেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের পঞ্চম বলে টিম সাউদির লেগবিফোরের শিকার হয়েছেন পাথুম নিশাঙ্কা। এরপর ট্রেন্ট বোল্টের আগুনে বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে লঙ্কানরা। কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালাঙ্কা-এই তিন লঙ্কান ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখান বোল্ট। ৩.৩ ওভারে ৮ রান তুলতেই ৪ উইকেট হারায় লঙ্কানরা।
পাওয়ারপ্লের এই বিপর্যয় কাটাতে না কাটাতেই আবারও উইকেট হারায় শ্রীলঙ্কা। মিচেল স্যান্টনারকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে বোল্টের তালুবন্দী হন চামিকা করুণারত্নে। ২৪ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কা এরপর প্রতিরোধ গড়ে ষষ্ঠ উইকেট জুটিতে। ভানুকা রাজাপক্ষে ও দাসুন শানাকার ব্যাটে। দুজনের ব্যাটে আশার আলো খুঁজে পায় লঙ্কানরা। তবে রাজাপক্ষেকে ফিরিয়ে দিয়ে ২৩ বলে ৩৪ রানের জুটি ভেঙে দেন লকি ফার্গুসন। ২২ বলে ৩৪ রান করেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার।
রাজাপক্ষের বিদায়ের পর যা একটু লড়াই করেছিলেন শানাকা। তবে তা শ্রীলঙ্কার বড় পরাজয় ঠেকাতে পারেনি। ১৯.২ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। সর্বোচ্চ ৩৫ রান করেন লঙ্কান অধিনায়ক। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বোল্ট। ৪ ওভার বোলিং করে ১৩ রান খরচ করেন এই কিউই পেসার। ম্যাচসেরা হয়েছেন ফিলিপস। ৬৪ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১০৪ রান করেন কিউই এই মিডল অর্ডার ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। গ্লেন ফিলিপসের দ্বিতীয় সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ করে কিউইরা। ব্যক্তিগত ১২ রানে জীবন পেয়ে ১০৪ রান করেন ফিলিপস। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নেন কাসুন রাজিথা। একটি করে উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, ধনঞ্জয় ডি সিলভা ও লাহিরু কুমারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১২ ঘণ্টা আগে