
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ভারত। আফগানিস্তানের বিপক্ষে ৬৬ রানের জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বিরাট কোহলির দল। তবে সেমিফাইনাল নিশ্চিত করতে জিততে হবে বাকি দুটি ম্যাচ। শুধু জিতলে হবে না, তাকিয়ে থাকতে হবে আরও কিছু সমীকরণের দিকে।
গ্রুপ-২ থেকে চার ম্যাচের চারটিতেই জিতে সেমিফাইনাল সবার আগে নিশ্চিত করেছে পাকিস্তান। এই গ্রুপ থেকে আরেকটি দল যাবে সেমিফাইনালে, যেখানে সম্ভাবনা আছে প্রথম দুই ম্যাচে হারা ভারতেরও। শেষ চারে যেতে হলে ভারতকে তাদের বাকি দুই ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের ম্যাচের দিকেও। কারণ তাদেরও বাকি আছে দুটি ম্যাচ।
সেই দুটি ম্যাচে যদি নিউজিল্যান্ডও জিতে যায়, তবে কপাল পুড়বে ভারতের। কারণ দুই দলেরই তিন ম্যাচ শেষে নিউজিল্যান্ডের পয়েন্ট যেখানে ৪, ভারতের ২। দুই দলই তাই দুটি ম্যাচ জিতলে নিউজিল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে ৮, ভারতের পয়েন্ট দাঁড়াবে ৬। তখন দুই ম্যাচ জিতলেও ভারতের আর সুযোগ থাকবে না। তবে যদি নিউজিল্যান্ড একটি ম্যাচে হারে, তবে ভারতের পয়েন্ট নিউজিল্যান্ডের সমান হবে। তখন আসবে রানরেটের হিসাব।
এদিকে গ্রুপের আরেক দল আফগানিস্তানের একটি ম্যাচ বাকি আছে। ওই ম্যাচে আফগানরা যদি নিউজিল্যান্ডকে কমপক্ষে ৯ রানে হারাতে পারে। আর নিউজিল্যান্ড তাদের আরেক ম্যাচে নামিবিয়াকে কমপক্ষে ৮৪ রানের কম ব্যবধানে হারায়, পাশাপাশি ভারত যদি তাদের বাকি দুটি ম্যাচে বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারাতে পারে, তবে শেষ চারে যেতে পারবে রোহিত শর্মা-লোকেশ রাহুলরা।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ভারত। আফগানিস্তানের বিপক্ষে ৬৬ রানের জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বিরাট কোহলির দল। তবে সেমিফাইনাল নিশ্চিত করতে জিততে হবে বাকি দুটি ম্যাচ। শুধু জিতলে হবে না, তাকিয়ে থাকতে হবে আরও কিছু সমীকরণের দিকে।
গ্রুপ-২ থেকে চার ম্যাচের চারটিতেই জিতে সেমিফাইনাল সবার আগে নিশ্চিত করেছে পাকিস্তান। এই গ্রুপ থেকে আরেকটি দল যাবে সেমিফাইনালে, যেখানে সম্ভাবনা আছে প্রথম দুই ম্যাচে হারা ভারতেরও। শেষ চারে যেতে হলে ভারতকে তাদের বাকি দুই ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের ম্যাচের দিকেও। কারণ তাদেরও বাকি আছে দুটি ম্যাচ।
সেই দুটি ম্যাচে যদি নিউজিল্যান্ডও জিতে যায়, তবে কপাল পুড়বে ভারতের। কারণ দুই দলেরই তিন ম্যাচ শেষে নিউজিল্যান্ডের পয়েন্ট যেখানে ৪, ভারতের ২। দুই দলই তাই দুটি ম্যাচ জিতলে নিউজিল্যান্ডের পয়েন্ট দাঁড়াবে ৮, ভারতের পয়েন্ট দাঁড়াবে ৬। তখন দুই ম্যাচ জিতলেও ভারতের আর সুযোগ থাকবে না। তবে যদি নিউজিল্যান্ড একটি ম্যাচে হারে, তবে ভারতের পয়েন্ট নিউজিল্যান্ডের সমান হবে। তখন আসবে রানরেটের হিসাব।
এদিকে গ্রুপের আরেক দল আফগানিস্তানের একটি ম্যাচ বাকি আছে। ওই ম্যাচে আফগানরা যদি নিউজিল্যান্ডকে কমপক্ষে ৯ রানে হারাতে পারে। আর নিউজিল্যান্ড তাদের আরেক ম্যাচে নামিবিয়াকে কমপক্ষে ৮৪ রানের কম ব্যবধানে হারায়, পাশাপাশি ভারত যদি তাদের বাকি দুটি ম্যাচে বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারাতে পারে, তবে শেষ চারে যেতে পারবে রোহিত শর্মা-লোকেশ রাহুলরা।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৭ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৮ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
৯ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
১০ ঘণ্টা আগে