
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আজই প্রথম সীমিত ওভারের ক্রিকেটে খেলতে নামছে ইংল্যান্ড। সাউদাম্পটনে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে শুরুতেই চমক দেখাল ইংল্যান্ড।
সাদা বলের ক্রিকেটের নিয়মিত অধিনায়ক জস বাটলার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন। বাটলারের অনুপস্থিতিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন ফিল সল্ট। এই সল্টকে অধিনায়ক করে প্রথম টি-টোয়েন্টির একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটে একাদশের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার জ্যাকব বেথেল ও জর্ডান কক্সকে নিয়েছে ইংল্যান্ড। জর্ডান কক্সের হাতে থাকবে উইকেটরক্ষকের গ্লাভস। জেমি ওভারটন এক টেস্ট খেললেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজই প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন।
ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টির একাদশে অলরাউন্ডারের সংখ্যাই বেশি। দুই ব্যাটিং অলরাউন্ডার বেথেল, উইল জ্যাকসের সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান। তাঁদের সঙ্গে থাকছেন আরও এক পেস বোলিং অলরাউন্ডার ওভারটন। লিয়াম লিভিংস্টোনও লেগ স্পিন দিয়ে ব্যাটারদের ভড়কে দিতে পারেন। বোলিং আক্রমণে থাকছেন রিস টপলি ও সাকিব মেহমুদ। যেখানে সাকিব দুই বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন।
কার্ডিফ ও ম্যানচেস্টারে ১৩ ও ১৫ সেপ্টেম্বর হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। নটিংহামে ১৯ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি চার ম্যাচ হবে ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় থেকে পঞ্চম ওয়ানডে হবে লিডস, চেস্টার লে স্ট্রিট, লর্ডস ও ব্রিস্টলে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ২৬ আগস্ট ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে বিশ্বকাপ দলে থাকা মঈন আলী, জনি বেয়ারস্টো, ক্রিস জর্ডান তিন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে অভিমান থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান মঈন আলী।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের একাদশ
ফিল সল্ট (অধিনায়ক), জফরা আর্চার, জ্যাকব বেথেল, জর্ডান কক্স, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মেহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, রিস টপলি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আজই প্রথম সীমিত ওভারের ক্রিকেটে খেলতে নামছে ইংল্যান্ড। সাউদাম্পটনে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে শুরুতেই চমক দেখাল ইংল্যান্ড।
সাদা বলের ক্রিকেটের নিয়মিত অধিনায়ক জস বাটলার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন। বাটলারের অনুপস্থিতিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন ফিল সল্ট। এই সল্টকে অধিনায়ক করে প্রথম টি-টোয়েন্টির একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটে একাদশের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার জ্যাকব বেথেল ও জর্ডান কক্সকে নিয়েছে ইংল্যান্ড। জর্ডান কক্সের হাতে থাকবে উইকেটরক্ষকের গ্লাভস। জেমি ওভারটন এক টেস্ট খেললেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজই প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন।
ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টির একাদশে অলরাউন্ডারের সংখ্যাই বেশি। দুই ব্যাটিং অলরাউন্ডার বেথেল, উইল জ্যাকসের সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান। তাঁদের সঙ্গে থাকছেন আরও এক পেস বোলিং অলরাউন্ডার ওভারটন। লিয়াম লিভিংস্টোনও লেগ স্পিন দিয়ে ব্যাটারদের ভড়কে দিতে পারেন। বোলিং আক্রমণে থাকছেন রিস টপলি ও সাকিব মেহমুদ। যেখানে সাকিব দুই বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন।
কার্ডিফ ও ম্যানচেস্টারে ১৩ ও ১৫ সেপ্টেম্বর হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। নটিংহামে ১৯ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি চার ম্যাচ হবে ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় থেকে পঞ্চম ওয়ানডে হবে লিডস, চেস্টার লে স্ট্রিট, লর্ডস ও ব্রিস্টলে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ২৬ আগস্ট ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে বিশ্বকাপ দলে থাকা মঈন আলী, জনি বেয়ারস্টো, ক্রিস জর্ডান তিন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে অভিমান থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান মঈন আলী।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের একাদশ
ফিল সল্ট (অধিনায়ক), জফরা আর্চার, জ্যাকব বেথেল, জর্ডান কক্স, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মেহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, রিস টপলি।

বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৭ মিনিট আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২২ মিনিট আগে
দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
৩ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
৩ ঘণ্টা আগে