
বিশ্রাম শেষে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিরা ফিরলেন সিরিজের শেষ ম্যাচে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে কাজটা ঠিকঠাক সেরে রেখেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। দুই অভিজ্ঞ ক্রিকেটার ফেরার পর অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করবে কী, উল্টো হেরেই গেছে ভারত।
৫ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্বকাপে কেমন উইকেট হবে, সেই কৌতূহল থেকে ক্রিকেট বিশ্বের নজর ছিল ভারতের দিকে। মোহালি ও ইন্দোরে রানের বন্যা বয়ে গেছে, বিশেষ করে ইন্দোরে। আজ রান হয়েছে রাজকোটেও। দুই ইনিংস মিলিয়ে রান হয়েছে ৬৩৮। হাই স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬৬ রানে হেরেছে রোহিত শর্মার দল।
এত রান হওয়ার পরও অবাক হওয়ার মতো বিষয়, ম্যাচে সেঞ্চুরি পাননি অস্ট্রেলিয়া-ভারতের কোনো ব্যাটারই। অস্ট্রেলিয়া ইনিংসে একটা আক্ষেপ অবশ্য আছে, আক্রমণাত্মক খেলতে খেলতে মাত্র ৪ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক ছুঁতে পারেননি মিচেল মার্শ। বিশ্রাম থেকে ফিরে ৮১ রানে আউট হয়েছেন ভারত অধিনায়ক রোহিতও।
টস জিতে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়ার টপ অর্ডারের সবাই রান পেয়েছেন। আজ ওপেনিং করে মার্শ তো রান পেয়েছেনই, রান করেছেন তাঁর উদ্বোধনী সঙ্গী ডেভিড ওয়ার্নারও। ওয়ার্নারের ৫৬, স্টিভেন স্মিথের ৭৪ ও মার্নাস লাবুশেনের ৭২ রানে মনে হচ্ছিল অজিদের রান আজ হতে পারে ৪০০। সেটি হয়নি মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায়। ৭ উইকেটে অস্ট্রেলিয়ার রান থেমেছে ৩৫২ রানে। ভারতের সেরা বোলিং জসপ্রীত বুমরার, ৩ উইকেটে নিতে ৮১ রানের খরুচে বোলিং তাঁর।
ভারতের শুরুটা ওপেনিংয়ে চমক দেখিয়ে। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। উদ্বোধনী জুটি রান তুলল ৭৪ যেখানে ওয়াশিংটনের অবদান মাত্র ১৮! দ্বিতীয় উইকেট জুটিতে কোহলির সঙ্গে রোহিতের জুটি ৭০ রানের। রোহিতই ছিলেন বেশ আগ্রাসী। ৫ চার ও ৬ ছক্কায় আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০ ছক্কার কীর্তি গড়েছেন রোহিত।
রোহিত ও ৫৬ করা কোহলি ফিরতেই ধীরে ধীরে লাইন ছাড়া ভারতের ব্যাটিং। শ্রেয়াস আয়ারের ৪৮ রানও ঠেকাতে পারেনি ধস। আর এই ধস নামিয়েছেন ব্যাট হাতে ব্যর্থ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৪০ রানে তাঁর ৪ উইকেটেই হার নিশ্চিত হয়েছে ভারতের। দুই বল আগে ভারত অলআউট ২৮৬ রানে।

বিশ্রাম শেষে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিরা ফিরলেন সিরিজের শেষ ম্যাচে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে কাজটা ঠিকঠাক সেরে রেখেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। দুই অভিজ্ঞ ক্রিকেটার ফেরার পর অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করবে কী, উল্টো হেরেই গেছে ভারত।
৫ অক্টোবর থেকে শুরু হওয়া বিশ্বকাপে কেমন উইকেট হবে, সেই কৌতূহল থেকে ক্রিকেট বিশ্বের নজর ছিল ভারতের দিকে। মোহালি ও ইন্দোরে রানের বন্যা বয়ে গেছে, বিশেষ করে ইন্দোরে। আজ রান হয়েছে রাজকোটেও। দুই ইনিংস মিলিয়ে রান হয়েছে ৬৩৮। হাই স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬৬ রানে হেরেছে রোহিত শর্মার দল।
এত রান হওয়ার পরও অবাক হওয়ার মতো বিষয়, ম্যাচে সেঞ্চুরি পাননি অস্ট্রেলিয়া-ভারতের কোনো ব্যাটারই। অস্ট্রেলিয়া ইনিংসে একটা আক্ষেপ অবশ্য আছে, আক্রমণাত্মক খেলতে খেলতে মাত্র ৪ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক ছুঁতে পারেননি মিচেল মার্শ। বিশ্রাম থেকে ফিরে ৮১ রানে আউট হয়েছেন ভারত অধিনায়ক রোহিতও।
টস জিতে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়ার টপ অর্ডারের সবাই রান পেয়েছেন। আজ ওপেনিং করে মার্শ তো রান পেয়েছেনই, রান করেছেন তাঁর উদ্বোধনী সঙ্গী ডেভিড ওয়ার্নারও। ওয়ার্নারের ৫৬, স্টিভেন স্মিথের ৭৪ ও মার্নাস লাবুশেনের ৭২ রানে মনে হচ্ছিল অজিদের রান আজ হতে পারে ৪০০। সেটি হয়নি মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায়। ৭ উইকেটে অস্ট্রেলিয়ার রান থেমেছে ৩৫২ রানে। ভারতের সেরা বোলিং জসপ্রীত বুমরার, ৩ উইকেটে নিতে ৮১ রানের খরুচে বোলিং তাঁর।
ভারতের শুরুটা ওপেনিংয়ে চমক দেখিয়ে। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। উদ্বোধনী জুটি রান তুলল ৭৪ যেখানে ওয়াশিংটনের অবদান মাত্র ১৮! দ্বিতীয় উইকেট জুটিতে কোহলির সঙ্গে রোহিতের জুটি ৭০ রানের। রোহিতই ছিলেন বেশ আগ্রাসী। ৫ চার ও ৬ ছক্কায় আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০ ছক্কার কীর্তি গড়েছেন রোহিত।
রোহিত ও ৫৬ করা কোহলি ফিরতেই ধীরে ধীরে লাইন ছাড়া ভারতের ব্যাটিং। শ্রেয়াস আয়ারের ৪৮ রানও ঠেকাতে পারেনি ধস। আর এই ধস নামিয়েছেন ব্যাট হাতে ব্যর্থ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৪০ রানে তাঁর ৪ উইকেটেই হার নিশ্চিত হয়েছে ভারতের। দুই বল আগে ভারত অলআউট ২৮৬ রানে।

বিগ ব্যাশে নিজের উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছেন তিনি। তাঁর খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো বেলা আড়াইটার দিকে টিভি সেটের সামনে বসে ছিলেন। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা সময়মতো শুরু করা যায়নি।
২৬ মিনিট আগে
ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
১ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
২ ঘণ্টা আগে