কী দুর্দান্ত শুরু। পাওয়ারপ্লেতে ভারতের টপ অর্ডার এলোমেলো করে দিল বাংলাদেশের বোলাররা। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও সূর্যকুমারকে থিতু হতেই দেননি তাঁরা। সেই ছন্দ বেশি দূর ধরে রেখে যায়নি। নিতিশ কুমার রেড্ডি-রিঙ্কু সিংদের তাণ্ডবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চোখে সর্ষে ফুল দেখেছেন মোস্তাফিজ-রিশাদরা।
আগে বাটিংয়ের আমন্ত্রণ পেয়ে রেড্ডি-রিঙ্কুর জোড়া ফিফটিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২২২ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। বোলারদের ব্যর্থতার দিনে বাংলাদেশের সান্ত্বনা তাসকিন আহমেদ।
সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারে আক্রমণে নিয়ে আসেন স্পিন। প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজকে ৩টি চার মেরে ব্যাটিংয়ের ঝাঁঝ দেখান স্যামসন ও অভিষেক। দ্বিতীয় ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে স্যামসনকে (১০) ফিরিয়ে দলকে ভালো শুরু এনে দেন তাসকিন।
তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার অভিষেক ((১৫)। এই ম্যাচেও সুবিধা করতে পারেননি অধিনায়ক সূর্যকুমার যাদব। ৮ রানে ফিরেছেন মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে। ৫.৩ ওভারে ৪১ রানে টপ অর্ডার হারিয়ে কিছুটা চাপেই পড়ে যাওয়ার কথা ছিল ভারতের।
তবে চতুর্থ উইকেটে রিঙ্কু ও রেড্ডি তাণ্ডব চালিয়ে উল্টো বাংলাদেশের বোলারদের ফেলে দেন চাপে। মিরাজ-মোস্তাফিজদের দিশেহারা বানিয়ে দুজনে মিলে ৪৯ বলে গড়েছেন ১০৮ রানের অসাধারণ এক জুটি। আন্তর্জাতিক দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে রেড্ডি করেছেন ৩৪ বলে ৭৪। ক্যারিয়ারের প্রথম ফিফটিতে মেরেছেন ৭টি ছক্কা ও ৪টি চার।
৩টি ছক্কা ও ৫টি চারে ২৯ বলে ৫৩ রান করেছেন রিঙ্কু। ১৯ বলে ৩২ রান আসে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। ৬ বলে ১৫ রান করেছেন রিয়ান পরাগ। যার সৌজন্যে ৯ ওভারে ২২১ রান তোলে ভারত। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ টি। ৫৫ রান দিয়ে রিশাদ নিয়েছেন ৩ উইকেট।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে