
বয়স শুধুই একটি সংখ্যা—খেলাধুলার জগতে এমন আপ্তবাক্য শোনা যায় প্রায়ই। তবু কাউকে না কাউকে একদিন ক্যারিয়ারের ইতি তো টানতে হবে। ক্যারিয়ারের শেষ ম্যাচে চোখের জল ধরে রাখাও হয়তো অত সহজ ব্যাপার নয়। সে যা-ই হোক, জেমস অ্যান্ডারসন এই কঠিন কাজটি করতে চাইবেন লর্ডসে।
লর্ডসে আগামীকাল শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এটাই যে অ্যান্ডারসনের শেষ ম্যাচ, সেটা জানা যায় দুই মাস আগে। ‘বাজবল’ রপ্ত করা ইংল্যান্ড যে ভেন্যুতেই টেস্ট হোক না কেন, গত দুই বছরে পাঁচ দিনে গড়ানো ম্যাচের সংখ্যা খুবই কম। লর্ডস টেস্টের ফলাফল সময়ের হাতে তোলা থাকলেও অ্যান্ডারসনের টেস্ট ক্যারিয়ারের আয়ু সর্বোচ্চ পাঁচ দিন। ক্যারিয়ারের শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে ইংলিশ এই পেসার বলেন, ‘আমি নিশ্চিত যে সপ্তাহের শেষে আবেগের জায়গায় পরিবর্তন আসবেই। তাই চেষ্টা করছি কীভাবে নিজেকে কান্না করা থেকে থামানো যায়।’
ক্যারিয়ারের শেষ ম্যাচ সব খেলোয়াড়ই চান জয় দিয়ে শেষ করতে। অ্যান্ডারসনের চাওয়া স্মরণীয় বিদায়, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইংলিশ এই পেসার বলেন, ‘গত দুই দিনে অনুশীলনের সময় বেশ স্বাভাবিক থেকেছি। খেলা নিয়ে খুব একটা ভাবিনি। এই সপ্তাহে আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ভালো খেলা, ভালো বোলিং করা এবং জয় লাভ করা। সত্যি বলতে, এদিকেই আমি মনোযোগ দিচ্ছি।’
টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২০০ ম্যাচ খেলে শচীন টেন্ডুলকার অবসরে গেছেন ২০১৩ সালে। শচীনের পরে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৮৭ ম্যাচ খেলে ফেলেছেন অ্যান্ডারসন। ৪২ ছুঁই ছুঁই অ্যান্ডারসন ১৮৮ টেস্ট (লর্ডস টেস্টসহ) খেলতে পারা অনেক গর্বের মনে করছেন, ‘৪২ বছর পূর্ণ হতে আর কয়েক দিন বাকি। এই বয়সে ১৮৮তম টেস্ট খেলা আমার জন্য অনেক গর্বের বিষয়। এই বয়সে নিজের সেরাটা কীভাবে দেওয়া যায়, তার জন্য প্রাণপ্রণ চেষ্টা করছি। একটা মাত্র ম্যাচ বাকি থাকলেও অনুশীলনের সময় চেষ্টার কোনো ত্রুটি রাখছি না।’

বয়স শুধুই একটি সংখ্যা—খেলাধুলার জগতে এমন আপ্তবাক্য শোনা যায় প্রায়ই। তবু কাউকে না কাউকে একদিন ক্যারিয়ারের ইতি তো টানতে হবে। ক্যারিয়ারের শেষ ম্যাচে চোখের জল ধরে রাখাও হয়তো অত সহজ ব্যাপার নয়। সে যা-ই হোক, জেমস অ্যান্ডারসন এই কঠিন কাজটি করতে চাইবেন লর্ডসে।
লর্ডসে আগামীকাল শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এটাই যে অ্যান্ডারসনের শেষ ম্যাচ, সেটা জানা যায় দুই মাস আগে। ‘বাজবল’ রপ্ত করা ইংল্যান্ড যে ভেন্যুতেই টেস্ট হোক না কেন, গত দুই বছরে পাঁচ দিনে গড়ানো ম্যাচের সংখ্যা খুবই কম। লর্ডস টেস্টের ফলাফল সময়ের হাতে তোলা থাকলেও অ্যান্ডারসনের টেস্ট ক্যারিয়ারের আয়ু সর্বোচ্চ পাঁচ দিন। ক্যারিয়ারের শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে ইংলিশ এই পেসার বলেন, ‘আমি নিশ্চিত যে সপ্তাহের শেষে আবেগের জায়গায় পরিবর্তন আসবেই। তাই চেষ্টা করছি কীভাবে নিজেকে কান্না করা থেকে থামানো যায়।’
ক্যারিয়ারের শেষ ম্যাচ সব খেলোয়াড়ই চান জয় দিয়ে শেষ করতে। অ্যান্ডারসনের চাওয়া স্মরণীয় বিদায়, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইংলিশ এই পেসার বলেন, ‘গত দুই দিনে অনুশীলনের সময় বেশ স্বাভাবিক থেকেছি। খেলা নিয়ে খুব একটা ভাবিনি। এই সপ্তাহে আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ভালো খেলা, ভালো বোলিং করা এবং জয় লাভ করা। সত্যি বলতে, এদিকেই আমি মনোযোগ দিচ্ছি।’
টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২০০ ম্যাচ খেলে শচীন টেন্ডুলকার অবসরে গেছেন ২০১৩ সালে। শচীনের পরে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৮৭ ম্যাচ খেলে ফেলেছেন অ্যান্ডারসন। ৪২ ছুঁই ছুঁই অ্যান্ডারসন ১৮৮ টেস্ট (লর্ডস টেস্টসহ) খেলতে পারা অনেক গর্বের মনে করছেন, ‘৪২ বছর পূর্ণ হতে আর কয়েক দিন বাকি। এই বয়সে ১৮৮তম টেস্ট খেলা আমার জন্য অনেক গর্বের বিষয়। এই বয়সে নিজের সেরাটা কীভাবে দেওয়া যায়, তার জন্য প্রাণপ্রণ চেষ্টা করছি। একটা মাত্র ম্যাচ বাকি থাকলেও অনুশীলনের সময় চেষ্টার কোনো ত্রুটি রাখছি না।’

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
৪১ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
২ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে