
জোহানেসবার্গে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ওয়ানডের প্রথম ইনিংস শেষে হয়তো আফসোসে পুড়ছেন এইডেন মার্করাম ও ডেভিড মিলারের। যেখানে মার্করামের সুযোগ ছিল ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার এবং সেঞ্চুরির সুযোগ এসেছিল মিলারের। তবে হতাশ হতে হয়েছে দুজনকেই। মিলার-মার্করামের আক্ষেপের দিনে নেদারল্যান্ডসকে ৩৭১ রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা।
টস হেরে আজ আগে ব্যাটিং পায় দক্ষিণ আফ্রিকা। এক পর্যায়ে প্রোটিয়াদের স্কোর দাঁড়ায় ২৫.৫ ওভারে ৪ উইকেটে ১৪৫ রান। এরপর পঞ্চম উইকেটে মারক্রাম ও মিলার জুটি বেঁধে ডাচ বোলারদের বেধড়ক পেটাতে থাকেন। ৮৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন মারক্রাম। প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করা প্রোটিয়া এই ব্যাটারের কাছে ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে সেই সৌভাগ্য হয়নি প্রোটিয়া এই ব্যাটারের। ৪৬ তম ওভারের দ্বিতীয় বলে ফ্রেড ক্লাসেনকে তুলে মারতে গিয়ে লং-অনে টম কুপারের তালুবন্দী হয়েছেন মার্করাম। ১২৬ বলে ১৭ চার ও ৭ ছক্কায় ১৭৫ রানের ইনিংস খেলেন প্রোটিয়া এই ব্যাটার। তাতে ভেঙে যায় পঞ্চম উইকেটে ১১৮ বলে ১৯৯ রানের জুটি।
মার্করামের পর মিলারও দ্রুত বিদায় নিয়েছেন। ৪৬ তম ওভারের দ্বিতীয় বলে পল ফন মিকেরেনের কট এন্ড বোল্ড হয়েছেন মিলার। ৬১ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৯১ রান করে আউট হয়েছেন প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ৩৭০ রান করে। ওয়ানডেতে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রোটিয়াদের এটাই সর্বোচ্চ স্কোর।

জোহানেসবার্গে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ওয়ানডের প্রথম ইনিংস শেষে হয়তো আফসোসে পুড়ছেন এইডেন মার্করাম ও ডেভিড মিলারের। যেখানে মার্করামের সুযোগ ছিল ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার এবং সেঞ্চুরির সুযোগ এসেছিল মিলারের। তবে হতাশ হতে হয়েছে দুজনকেই। মিলার-মার্করামের আক্ষেপের দিনে নেদারল্যান্ডসকে ৩৭১ রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা।
টস হেরে আজ আগে ব্যাটিং পায় দক্ষিণ আফ্রিকা। এক পর্যায়ে প্রোটিয়াদের স্কোর দাঁড়ায় ২৫.৫ ওভারে ৪ উইকেটে ১৪৫ রান। এরপর পঞ্চম উইকেটে মারক্রাম ও মিলার জুটি বেঁধে ডাচ বোলারদের বেধড়ক পেটাতে থাকেন। ৮৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন মারক্রাম। প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করা প্রোটিয়া এই ব্যাটারের কাছে ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে সেই সৌভাগ্য হয়নি প্রোটিয়া এই ব্যাটারের। ৪৬ তম ওভারের দ্বিতীয় বলে ফ্রেড ক্লাসেনকে তুলে মারতে গিয়ে লং-অনে টম কুপারের তালুবন্দী হয়েছেন মার্করাম। ১২৬ বলে ১৭ চার ও ৭ ছক্কায় ১৭৫ রানের ইনিংস খেলেন প্রোটিয়া এই ব্যাটার। তাতে ভেঙে যায় পঞ্চম উইকেটে ১১৮ বলে ১৯৯ রানের জুটি।
মার্করামের পর মিলারও দ্রুত বিদায় নিয়েছেন। ৪৬ তম ওভারের দ্বিতীয় বলে পল ফন মিকেরেনের কট এন্ড বোল্ড হয়েছেন মিলার। ৬১ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৯১ রান করে আউট হয়েছেন প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ৩৭০ রান করে। ওয়ানডেতে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রোটিয়াদের এটাই সর্বোচ্চ স্কোর।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশের পরই বিষয়টা একরকম নিশ্চিত ছিল। বাকি ছিল কেবলমাত্র আনুষ্ঠানিকতা। এবার সে ঘোষণাও দিল কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা।
৯ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হবে আজ। এর আগেই বোমা ফাটালেন কিউবা মিচেল। পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে বসুন্ধরা কিংস ছেড়েছেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার।
১ ঘণ্টা আগে
২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম খুশির বার্তা নিয়ে হাজির হয়েছিল মোস্তাফিজুর রহমানের জন্য। নিলাম থেকে তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দল পেলেও কোটি টাকার টুর্নামেন্টে কাটার মাস্টারের খেলা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের প্রতিনিধি ও বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেককে একটা ধন্যবাদ দিতেই পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে শুরুতে তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরে সম্মান দেখিয়ে এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নেয় রংপুর।
২ ঘণ্টা আগে